নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

নিজের গ্রামে ‘অবাঞ্ছিত’ এ কে খন্দকার

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৭



রোববার সন্ধ্যায় মিছিল শেষে মুক্তিবাহিনীর উপঅধিনায়কের কুশপুতুল পোড়ানোর পর তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ওই গ্রামের একদল বাসিন্দা।

ওই এলাকার সাবেক সংসদ সদস্য এ কে খন্দকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকারে পরিকল্পনামন্ত্রী ছিলেন। এইচ এম এরশাদের সরকারেও মন্ত্রী ছিলেন তিনি।



সম্প্রতি এ কে খন্দকারের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশের পর থেকে সমালোচনার মধ্যে রয়েছেন বীরউত্তম খেতাবধারী এই মুক্তিযোদ্ধা।



বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান লিখেছেন, ৭ মার্চ স্বাধীনতার ডাক দিয়ে বঙ্গবন্ধুর ভাষণ শেষ হয়েছিল ‘জয় পাকিস্তান’ বলার মাধ্যমে।



এরপর সংসদে তীব্র সমালোচনার পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার দাবিও উঠেছে।



বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে নতুন ভারেঙ্গা গ্রামে মুক্তিযুদ্ধের সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠন রোববার মিছিল নিয়ে নামে।



সন্ধ্যায় ওই গ্রামের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে সমাবেশ করে।



সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইব্রাহিম হোসেন মুন, ছাত্রলীগ নেতা সজিবুর রহমান সবুজ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খান, সহ-সভাপতি আলাউদ্দিন প্রমুখ।



সমাবেশে এই নেতারা এ কে খন্দকারের কুশপুতুল পোড়ানোর পর তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

হরিণা-১৯৭১ বলেছেন: উনার গ্রামে উনি একাই মুক্তিযোদ্ধা ছিলেন, বাকীদের পরিচয় নেই।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

কাঙাল বলেছেন: এই খবরে অবাক হবার কী পাইলেন ভাই। যার যে কাজ সেটাই করেছে। এইনিষ্ঠ আওয়ামী লীগার হইলে সঠিক কাজটিই করেছেন।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

কাঙাল বলেছেন: তবে বুঝতে হবে, আমাদের স্বাধীনতা যুদ্ধের দলিলে কেবল তাঁর ছবিই রয়েছে। অন্য কোন বাংলাদেশীকে কেন দেখা যায় নাই?
এটা তো কেউ মুছতে পারবে না।
সুতরাং এ.কে.খন্দকারকে মূল্যায়ন না করে উপায় নেই। তিনি যদি রাজাকার হোন তবে আসল মুক্তিযোদ্ধা কে?
আওয়ামী লীগের হাই কমান্ড খুবই সতর্ক রয়েছে এ ব্যাপারে কমেন্ট করতে।
বইটা আমি পড়েছি। সাহসী বই। কিছু সমস্যা থাকতেই পারে। তবে বইয়ে বঙ্গবন্ধুকে খাটে করে কোন মতামত দেননি তিনি। যারা সমালোচনা করেছেন তাদের অন্য সমস্যা থাকতে পারে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.