![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেএমবির ভারপ্রাপ্ত প্রধানসহ সাত জঙ্গী গ্রেফতার হওয়ার পর জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ এবং আনসারুল্লাহ বাংলা টিম এবং জামায়াত-শিবিরের সম্পৃক্ততার খোঁজ পেয়েছে পুলিশ। ২০১১ সালের সেনাঅভ্যুত্থান চেষ্টায় ব্যর্থতার পর পলাতক আসামি মেজর (অব) সৈয়দ মোঃ জিয়াউল হক জেএমবিকে প্রশিক্ষণ দিচ্ছেন বলে জেনেছেন গোয়েন্দা কর্মকর্তারা। পলাতক এই সেনা কর্মকর্তা জঙ্গীদের সংগঠন পুনর্গঠন, পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিশেষ প্রশিক্ষণ এবং সহযোগিতা দিচ্ছেন। এক কালের শিবির নেতা জসিম উদ্দিন রহমানিয়ার নেতৃত্বে আনসারুল্লাহ বাংলা টিম বর্তমানে আল কায়েদার পূর্ণ সহযোগিতা পাচ্ছে বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। নাশকতা এবং সহিংস জঙ্গী কার্যকলাপ পরিচালনা করার জন্য আনসারুল্লাহ বাংলা টিমের কয়েক সদস্য আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল কায়েদার প্রশিক্ষণ নিয়েছে বলেও জেনেছেন গোয়েন্দারা। পলাতক সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মোঃ জিয়াউল হক ওরফে মেজর জিয়া আড়ালে থেকে আনসারুল্লাহ বাংলা টিমের মূল নেতা হিসেবে কাজ করছেন এমন সন্দেহ গোয়েন্দাদের। জানা গেছে, জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সাংগঠনিক নির্দেশনা পাকিস্তান থেকে দেয়া হচ্ছে। এক্ষেত্রে আইএসআইয়ের সম্পৃক্ততা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা বিশ্লেষকরা।
২০১২ সালে বাংলাদেশ সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, অবসরপ্রাপ্ত এক লেফটেন্যান্ট কর্নেল এবং তার সহযোগী (ওই সময় ছুটিতে থাকা) মেজর (অব) সৈয়দ মোঃ জিয়াউল হক প্রকাশ মেজর জিয়া সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে উগ্র ধর্মীয় প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্র ও গণতন্ত্রের বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত হওয়ার আহ্বান করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনীর এই দুই কর্মকর্তা দেশে সামরিক অভ্যুত্থানের জন্য প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও যোগাযোগ করেন। সেই ঘটনার পর থেকে মেজর জিয়া পলাতক। সেনাবাহিনীর বিরুদ্ধে মেজর জিয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। গোয়েন্দা সূত্রমতে, জেএমবি মনে করে মেজর জিয়াকে তাদের সংগঠনে যুক্ত করলে বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা কর্মীরা অনুপ্রাণিত ও সক্রিয় হবে। কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে মেজর জিয়া চট্টগ্রাম ও বান্দরবান এলাকার কোথাও আত্মগোপন করে আছেন বলে সন্দেহ করা হয় আবার কোন কোন প্রতিবেদনে দাবি করা হয় তিনি এখন পাকিস্তানে অবস্থান করছেন।
মেজর (অব) সৈয়দ মোঃ জিয়াউল হক ২০১১ সালের ডিসেম্বরে যুদ্ধাপরাধী গোলাম আযমের পুত্র ব্রিগেডিয়ার (বরখাস্ত) আজমীর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে সেনা প্রশাসন থেকে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়। এর পর থেকে তিনি কাগজে-কলমে পলাতক। শুক্রবার আশুলিয়া থেকে জেএমবির ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লাহ আল তাসনিমসহ সাত সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেশে জঙ্গী তৎপরতার ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। এ ব্যাপারে সামরিক গোয়েন্দা সংস্থার গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেজর জিয়া পলাতক। তিনি প্রশ্ন করেন, পুলিশ যদি তার খোঁজ পায়, তারা তাঁকে গ্রেফতার করছে না কেন? তাঁর সঙ্গে জেএমবির সম্পৃক্ততার কোন বিষয় আমাদের জানা নেই।
গোয়েন্দা সূত্রে প্রকাশ, কঠোর নিরাপত্তায় থাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিন মাস আগে জেএমবি এবং আনসারুল্লাহ কয়েকটি বৈঠক করে। বৈঠকে দুই সংগঠন সরকারকে উৎখাত করতে এবং বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যৌথভাবে কাজ করতে সম্মত হয়। গত ১২ আগস্ট বরগুনার দক্ষিণ খাজুরতলা এলাকায় গোপন বৈঠকের সময় মুফতি জসিমকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ঢাকার মোহাম্মদপুরে জসীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বেশকিছু বই এবং অর্ধ শতাধিক সিডি উদ্ধার করা হয়।
সাত জঙ্গীর জিজ্ঞাসাবাদে টিমের অন্যতম সদস্য গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) অতিরিক্ত উপপরিচালক জনকণ্ঠকে বলেন, ‘কাশিমপুর কারাগারে তিন মাস আগে থেকে একই সেলে থাকত সাইদুর রহমান এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানিয়া।’ জানা যায়, সেই সময়ে এই জঙ্গী নেতাদের নিয়মিত বৈঠক হতো। বৈঠকে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ধরনের নাশকতা ঘটাতে ষড়যন্ত্র করে। সূত্রে প্রকাশ, জঙ্গী কর্মকা-ের নতুন করে লোকজনকে সম্পৃক্ত করতে আধ্যাত্মিক নেতার মুখোশে রহমানিয়াকে কাজে লাগাতে চেয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। তারা চেষ্টা করেছে মেজর জিয়ার নাম গোপন রেখে তাকে দিয়ে সংগঠন পরিচালনা করতে পারবেন।
জেএমবি তাদের কর্মকাণ্ড আল কায়েদার অনুসারী আন্তর্র্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর নির্দেশনা মতে পরিচালিত করছে। একইভাবে আনসারুল্লাহ টিমের সমর্থকরা সম্প্রতি আল কায়েদার প্রতি সমর্থন জানিয়েছে। আনসারুল্লাহ টিমের ওয়েবসাইটে আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির ভিডিও বার্তার বাংলা সংস্করণ আপলোড করেছে। জাওয়াহিরি তাঁর ভাষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় তাঁদের জঙ্গী কর্মকাণ্ড বিস্তৃত করার ঘোষণা দেন।
জেমবিপ্রধান সাইদুর রহমানের মেয়ে নাসরিন আখতার এবং তাঁর স্বামী জাভেদ আখতার পাকিস্তানের করাচীতে বসবাস করছেন। তাঁরা দুজন জেএমবি সদস্যদের ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে গোয়েন্দারা জেনেছেন। রাজধানীর জুরাইন এলাকা থেকে তিন বছর আগে ২০১০ সালের ২৫ মে সাইদুর রহমান গ্রেফতার হন। এর পর তাঁর কন্যা নাসরিন করাচী থেকে ঢাকায় আসেন পিতার অবর্তমানে তাঁর দায়িত্ব সমন্বয় করতে। সূত্রমতে, আল কায়েদা সংগঠক পাকিস্তানের নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত ইজাজ আহমদের সমর্থনে আনসারুল্লাহর কর্মকাণ্ড শুরু হয় আর সংগঠনটির পরিকল্পনা এবং পরিচালনার সিদ্ধান্ত নেন মেজর জিয়া।
জেএমবির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি সালাহউদ্দিন সালেহিন এবং জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাটে অবস্থান করছে বলে জানা যাচ্ছে। দেশে জেএমবির কর্মকা-ের বিষয় নিয়ে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকা ডিবির অপর এক কর্মকর্তা জানান, কারিগরি দিক থেকে নিজেদের শক্তিশালী করতে এবং আইনশৃঙ্খলা বাহিনী যাতে তাদের খোঁজ না পায় সেজন্য তারা বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সদস্য সংগ্রহের কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সদস্য সংগ্রহের জন্য নির্বাচন করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মাধ্যমে ব্লগার আহমেদ রাজীবকে হত্যা করা হয়। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। ঢাকার হাকিমের কাছে দেয়া জবানবন্দীতে ব্লগারদের ‘নাস্তিক’ তকমা দিয়ে তাদের হত্যায় উস্কানি দেয়ার কথা স্বীকার করেছেন আদালতে। মোহাম্মপুরের বসিলার দারুল উলুম মাদ্রাসায় বিভিন্ন ধর্মীয় সভায় তিনি যে বয়ান দিতেন, তাতে ব্লগারদের বিরুদ্ধে মুসল্লিদের উস্কে দিতেন।
ওই সভায় বিভিন্ন বেসরকারী ও সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকত বলে জানিয়েছেন মুফতি জসিম। গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সবাই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
আটকের ২৮ মাস পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব) এহসান ইউসুফ ও মেজর (অব) একেএম জাকির হোসেনকে কারাগারে পাঠিয়েছে সেনা প্রশাসন। সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার দায়ে সামরিক আদালত তাদের সাজা দিয়ে গত ২৩ এপ্রিল তাদের কারা প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে তাদের আটক করা হয়েছিল। ১২ ডিসেম্বর গোলাম আযমের পুত্র ব্রি.জে. আজমী (বরখাস্ত) তাঁর গোপন মোবাইল ফোন থেকে বিভিন্ন সেনা কর্মকর্তার মোবাইলে একটি এসএমএস পাঠান। এসএমএসে লিখা ছিল ‘এবঃ ৎবধফু ভড়ৎ এৎধহফ ঋবধংঃ !!! জবমরংঃৎধঃরড়হ ভৎড়স ১৬-২২ উবপ ২০১১.’ তার কয়েকদিন আগে যুদ্ধাপরাধী গোলাম আযম এক সংবাদ সম্মেলনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন। এর ধারাবাহিকতায় গোলাম আযমের অনুসারী সেনা বিদ্রোহীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় সেনা প্রশাসন।
পরবর্তীতে গ্রেফতারকৃত দুই সেনা কর্মকর্তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২৪ এপ্রিল কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এহসান ইউসুফ কাশিমপুর-২ এবং জাকির হোসেন কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে আছেন। কারা সূত্রটি জানায়, দুই কর্মকর্তার সঙ্গে পৃথক দুটি সোপর্দ পরোয়ানাও কারাগারে পাঠানো হয়। লগ এরিয়ার সহকারী এ্যাডজুট্যান্ট এ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল (এএএ্যান্ডকিউএমজি) লে. কর্নেল আবুল কালাম আজাদ পরোয়ানায় সই করেন। দুটি পরোয়ানায় একই ধরনের বক্তব্য রয়েছে। এহসান ইউসুফের পরোয়ানায় বলা হয়, ২০১৩ সালের ১৯ জুন গঠিত ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল এক সেনা কর্মকর্তাকে প্ররোচিত করার বেসামরিক অপরাধে এহসানকে চার বছরের সশ্রম কারাদ- দেন। এই আদালত ২০১৩ সালের ১০ জুলাই রায় দেয়। ওই দিন থেকেই রায় কার্যকর হবে এবং রায় সেনাপ্রধান দ্বারা যথাযথ নিশ্চিত করা হয়েছে বলে পরোয়ানায় উল্লেখ করা হয়। পরোয়ানায় আরও বলা হয়, সেনা প্রবিধানের ২৮৪ ও ২৮৫ ধারা অনুসারে এই কর্মকর্তারা কারাগারের ভেতরে প্রথম শ্রেণীর (ডিভিশন) বন্দীর মর্যাদা পাবেন। জাকির হোসেনের পরোয়ানায় বলা হয়, তাঁর বিচারের জন্য ২০১৩ সালের ১৯ জুন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল গঠন করা হয়। এই আদালত এক সেনা কর্মকর্তাকে প্ররোচিত করার বেসামরিক অপরাধে ২০১৩ সালের ১৪ জুলাই তাঁকে দুই বছরের সাজা দেয়। ওই দিন থেকেই রায় কার্যকর হবে বলে পরোয়ানায় উল্লেখ করা হয়। সেনাবাহিনী আইনের ১৩৫ ও ১৩৬ ধারায় বলা হয়েছে, সাজার মেয়াদ তিন মাসের বেশি হলে অভিযুক্ত ব্যক্তিকে বেসামরিক কারাগারে পাঠাতে হবে। ২০১২ সালের ১৯ জানুয়ারি ঢাকায় সেনাসদরে সংবাদ সম্মেলনে বলা হয়, সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কিছু সদস্য দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত এবং সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টা করেছিল। ২০১১ সালের ১৩ ডিসেম্বর এ পরিকল্পনা ফাঁস হয়ে যায়। সেনাবাহিনীর মধ্যম সারির কয়েক কর্মকর্তা এর সঙ্গে জড়িত। এদের সংখ্যা ১৪ থেকে ১৬ জনের বেশি নয়। এদের মধ্যে তিনজনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে সেনাবাহিনী। এ তথ্যের ভিত্তিতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। চাকরিরত এক কর্মকর্তা সেনাবাহিনী থেকে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টার ঘটনা তদন্তে ২০১১ সালের ২৮ ডিসেম্বর একটি তদন্ত আদালত গঠন করা হয়। এরপর ওই ঘটনায় প্রধান অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সৈয়দ মোঃ জিয়াউল হককে ধরিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া হয়।
সূত্র জানায়, ওই সংবাদ সম্মেলনের আগে ২০১১ সালের ১৫ ডিসেম্বর রাতে সেনানিবাসের পাশে মাটিকাটা এলাকার বাসা থেকে এহসান ইউসুফকে এবং ৩১ ডিসেম্বর ইন্দিরা রোডে এক আত্মীয়ের বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর দুই কর্মকর্তা বেসামরিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে চাইলে তাদের ঢাকা মহানগর আদালতে নেয়া হয়।
Click This Link
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
আহমেদ রশীদ বলেছেন: আল-শাহ্রিয়ার পত্রিকা পড়েন না?
জামাতের শিখানো বুলি কপচাইয়া আর কত।
পরে আপনাকে আবাল-শাহ্রিয়ার ডাকলে আশ্চর্য হব না।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬
নিজাম বলেছেন: সাপের বাচ্চা সাপ ছাড়া অন্য কিছু হতে পারে না।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১
জনাব মাহাবুব বলেছেন: ভাই পুরনো মদ নতুন বোতলের মত আপনার পোষ্টখানা।
এইসব আজেবাজে নিউজ আমাদের দিয়েন না।
সেই কতকাল আগে থেকে শুনে আসছি, জঙ্গীরা শুধু প্রশিক্ষণই নিচ্ছে। উনারা কি সারাজীবন শুধুই প্রশিক্ষণের ভিতরেই থাকেন নাকি? ছাত্রলীগ তো প্রশিক্ষণ ছাড়াই বহু হত্যাকান্ড ঘটাইছে, সেই জায়গা জঙ্গিরা যদি সত্যিকার প্রশিক্ষণ নিতো তাহলে কতগুলো হত্যাকান্ড ঘটতো দেশে চিন্তা করে দেখেছেন কি?
কিছু কিছু পত্রিকার সস্তা পাঠকপ্রিয়তা পাওয়ার জন্য এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করে থাকে। আর কিছু আবাল পাঠক সে সংবাদটি হা করে গিলে। :-< :-< :-< :-<
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সূত্র জঘন্য কন্ঠ?
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
আহমেদ রশীদ বলেছেন: দেশ প্রেমিক বাঙালী না নলখাগ্রার ঝার?
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪
জেকলেট বলেছেন:
:-< :-<
... আর কতদিন এই একি জিনিস শুনতে হবে..। আর এতএত তথ্য প্রমান থাকার পরও যারা গ্রেফতার না করে পেপার এ শুধু নিউজ ই দেয় তাদেরকে আগে রিমান্ডে নেয়া উচিত..।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
রাতুলবিডি৪ বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: সেই কতকাল আগে থেকে শুনে আসছি, জঙ্গীরা শুধু প্রশিক্ষণই নিচ্ছে। উনারা কি সারাজীবন শুধুই প্রশিক্ষণের ভিতরেই থাকেন নাকি? ছাত্রলীগ তো প্রশিক্ষণ ছাড়াই বহু হত্যাকান্ড ঘটাইছে, সেই জায়গা জঙ্গিরা যদি সত্যিকার প্রশিক্ষণ নিতো তাহলে কতগুলো হত্যাকান্ড ঘটতো দেশে চিন্তা করে দেখেছেন কি?
জেকলেট বলেছেন: -- এতএত তথ্য প্রমান থাকার পরও যারা গ্রেফতার না করে পেপার এ শুধু নিউজ ই দেয় তাদেরকে আগে রিমান্ডে নেয়া উচিত..।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
আল-শাহ্রিয়ার বলেছেন: পেপারে লিখেছে সামিম ওসমান নজরুল হত্যায় জড়িত , সাগর রুনি হত্যায় এ টি এন এর মালিক জড়িত তাহলে তাদের কিছু হচ্ছে না কেন? নাকি আইন আপনাদের মতন আবালদের বিশ্বাস করে না। আহমেদ রশীদ
ব্লগে আপনি যে দালালী করতে এসেছেন এটা বুজতে আর বাকি নেই। দালাল নয় মানুষ হউন। আর যদি নেপথ্যে গোলাম আযম পুত্র থাকে তবে অবশ্যই সে গ্রেফতার হবে বিচারের স্বীকার হবে। এ বিষয়ে আপনার টেনশনের কিছু নেই। তবে তদন্তে আপনার নাম আসলে কিন্তু সমস্যা।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
আহমেদ রশীদ বলেছেন: ভাই শাহরিয়ার, ছাগুদের মতো নেদা নেদী করেন না। বেশী নেদাতে গেলে পুটকি জ্বলবে।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আহমেদ রশীদ ভাই আপনার শব্দ চয়নের দৈনতা দেখে হাসি পাচ্ছে। আপনার মতন মূর্খের সাথে তর্ক করা বৃথা।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৪
ক্ষতিগ্রস্থ বলেছেন: রাতুলবিডি৪ বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: সেই কতকাল আগে থেকে শুনে আসছি, জঙ্গীরা শুধু প্রশিক্ষণই নিচ্ছে। উনারা কি সারাজীবন শুধুই প্রশিক্ষণের ভিতরেই থাকেন নাকি? ছাত্রলীগ তো প্রশিক্ষণ ছাড়াই বহু হত্যাকান্ড ঘটাইছে, সেই জায়গা জঙ্গিরা যদি সত্যিকার প্রশিক্ষণ নিতো তাহলে কতগুলো হত্যাকান্ড ঘটতো দেশে চিন্তা করে দেখেছেন কি?
জেকলেট বলেছেন: -- এতএত তথ্য প্রমান থাকার পরও যারা গ্রেফতার না করে পেপার এ শুধু নিউজ ই দেয় তাদেরকে আগে রিমান্ডে নেয়া উচিত..।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
সরদার হারুন বলেছেন: কিছু মনে করবেন না
যত পারেন তর্ক করুন তবে শালীন ভাষা ব্যবার করুন ।
অনুরোধ থাকল ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮
আল-শাহ্রিয়ার বলেছেন: আমার তো সন্দেহ হয় আপনি আর আপনার সঙ্গিরা এই ঘটনায় জড়িত কেননা সাগর-রুনির মতন বড় বড় ঘটনা এখন পর্যন্ত সমাধান হল না আর আপনি ২ দিনেই এটির সকল উৎস তথ্য দিয়ে দিচ্ছেন কিভাবে? আপনি কি গয়েন্দা সংস্থার কেউ? নাকি নিজের সম্পৃক্তকে আরাল করতে চেষ্টা চালাচ্ছেন ?