নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৭

বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারাবদ্ধ। দেশে এখন উদারপন্থী শক্তি কর্তৃক রয়েছে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমার সরকার ধর্মীয় জঙ্গীবাদী ও সন্ত¿াসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ধর্মীয় উগ্রপন্থী ও সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলে আমরা বদ্ধপরিকর। শেখ হাসিনা বলেন, আমরা এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছি। প্রধানমন্ত্রী বলেন, উগ্রপন্থী উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে এবং উদারপন্থী শক্তি বাংলাদেশী সমাজে এখন কর্র্তৃত্ব করছে। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী উগ্রপন্থা দমনে খুবই সফল হয়েছে।
শেখ হাসিনা শনিবার সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে সেদেশের রাজধানী আবুধাবিতে গালফ নিউজের সঙ্গে এক একান্ত সাক্ষাতাকারে এই অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ এখন প্রায় সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত দেশ। ধর্মীয় উগ্রপন্থা প্রচারের জন্য অভিযুক্ত জামায়াতে ইসলামী সম্পর্কে শেখ হাসিনা বলেন, এ দলটি গত ষাট বছরেও উপমহাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারেনি। আমি মনে করি না যে, জামায়াত কখনও বাংলাদেশের মাটিতে শক্ত হয়ে দাঁড়াতে পারবে এবং তারা আদৌ কোন নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি না। পাকিস্তানে তালেবান ও অন্যান্য উগ্রপন্থী শক্তির বিরুদ্ধে লড়াই সম্পর্কে শেখ হাসিনা বলেন, আমি মনে করি না যে, পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোন রকম প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে।
ভারতীয় উপমহাদেশ থেকে যুবকদের ইরাক ও সিরিয়া যুদ্ধে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি এটা ভেবে গর্বিত যে, বাংলাদেশ থেকে কেউ ইরাক-সিরিয়ার জঙ্গী দলে যোগ দেয়নি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.