নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

সাবধান! সাপ মরলেও কিন্তু বিষ থাকে।

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৮

সাপ পৃথিবীর প্রাণিকুলের মধ্যে একটি হিংস্্র প্রাণি। এ পৃথিবীতে কমবেশী সবাই ভয় পাই। এ প্রাণিকে দেখে অনেকেই আতকে উঠে। এ প্রাণিকে পোষ মানানো অত সহজ নয়। দেখা গেছে যারা পোষ মানিয়েছে তারাও একদিন না একদিন এ প্রাণির আত্মঘাতি হামলায় একদিন চিরদিনের জন্য নি:শেষ হয়ে গেছে।
আমাদের দেশে একটি দল আছে সাপ থেকেও হিংস্র। এ হিংস্র দলটি ইসলামের নামে বহু অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়ে আসছে। এ দেশের রাজনীতিতে ও সাধারণ জনগণের উপর। তাদের মরণ থাবা, মরণ কামড়ের মত এমনকি ভয়ার্ত হায়েনার চেয়েও কম নয়। তারা স্বাধিনতা সংগ্রাম থেকে শুরু করে আজও পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে নিজেদের জাহির করে চলেছে। নিজেদের শক্তিকে প্রমাণ করেছে বহুবার কিন্তু বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এ দেশের অর্থনৈতিক দিক থেকেও এ দলটি খুবই বলবান।
সম্প্রতি দেখা গেছে তাদের লোকজন আছে কিনা সেটা প্রমাণ করার জন্য বায়তুল মোকাররম সেটা দেখিয়ে দিয়েছে। এবং প্রয়াত আমির সাহেব বৃদ্ধাঙ্গলি দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে দিয়েছে জনগণকে। এদিন বিশেষ একটি উদ্দেশ্যে তারা রাজনীতির এক খেলায় মেতে উঠার চেষ্টা করেছিল কিন্তু সরকারের গোয়েন্দা বিভাগের কারণে তা পেরে উঠেনি। ফলে উদ্দেশ্য ব্যর্থ হয়েছিল।
আমরা সাধারণ জনগণ মনে করছি জামায়াত হয়তো ঠাণ্ডা হয়ে গেছে। তারা হয়তো রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে সর্বসান্ত হয়ে পড়েছে। কিন্তু আসলে না গোপনে গোপনে তারা বিভিন্ন ফন্দি ফিকির আটছে তা কিন্তু সকলের জানা নেই। রাজনৈতিক দিক থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনটির কার্যকলাপ অব্যাহতি রয়েছে। পাড়া মহল্লায় মহিলা নারী নেত্রীর মধ্যে রাজনৈতিক তালিম চলছে। জনগণকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের অবস্থান ঠিক আগের মতই আছে শুধু সুযোগ সন্ধানির অপেক্ষার প্রহর গুনছে। তারা ঝোপ বুঝেই কোপ মারবে। ইতোমধ্যে তারা দেখিয়ে দেওয়ার চেষ্টাও করেছে।
আজ নিজামী সাহেবের রায় জানিনা কি হবে? তবে ছোবল দিতে না পারলেও ফুঁসফাস তো হবেই নিশ্চিত। সরকার ও বিভিন্ন সংগঠন এ হিংস্র দলকে দেশ থেকে উৎখাত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জানিনা পারবে কিনা! তবে হ্যাঁ, এ দলের অবস্থান শিকড় থেকে শিখরে। মরলেও এরা বেঁচে থাকবে। তাই আমাদের সাবধান থাকতে হবে। অতএব, সাধু সাবধান! সাপ মরলেও কিন্তু বিষ থাকে যেটা খুব ভয়ংকর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাবতেই অবাক লাগে গোলাম আজম এর ছেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়! ওই দিন লিগ কোথায় ছিল? কেন তাদের কর্মসূচী ছিল না?
সরকার আমাদের সাথে মোনাফেকি করছে না তার প্রমান কি ?
কেন স্বাধীন দেশে স্বাধীনতার বিরোধী দল বৈধ থাকে?

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

কিবর বলেছেন: সত্যি সাপ মরলে বিষ থেকে যায়, তা না হলে আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে ডাবে কেন? কেনই বা আমাদের ৭৫ পূর্ব আবস্থায় ফিরে যেতে হচ্ছে?


কঠিন একটা অবস্থা থেকে যদি আওয়ামী লীগ আজকের অবস্থানে আসতে পারে তকে জামাতের দোষ কি?


আচ্ছা যদ্ধের সময় তোফায়েল, নাসিম, আব্দর রাজ্জাক এর কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.