![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতাবিরোধী অপরাধে এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায় হওয়ায় জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন ছিল ঢিলেঢালা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ সারা দেশে হরতাল ডেকে মাঠে ছিল না জামায়াত। তবে বরিশালে গতকাল সকালে নগরীর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছাকাছি সড়কে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় জয়নাল আবেদীন নামে এক পুলিশ সদস্য তাতে বাধা দিলে শিবিরকর্মীরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে এক শিবিরকর্মী তাঁকে কামড়ে গুরুতর আহত করে। তাঁকে বরিশাল পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা এগিয়ে এলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। অন্যদিকে কাশিপুরের বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়িতে ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবির।
শিবিরের কামড় পুলিশকে, ছাত্রী জখম ইটে
এ সময় শিবিরকর্মীদের ছোড়া ইটের আঘাতে মৌসুমী আক্তার (১৮) নামে এক ছাত্রী আহত হয়েছে। সে জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাকে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বিছিন্নভাবে ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। ১২১ জনকে আটক করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিেেদর পাঠানো খবর-
ঢাকা : জামায়াত-শিবিরের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল রাজধানীর জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। তবে নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি বাসে চোরাগোপ্তা হামলা, আগুন দেওয়া আর ঝটিকা মিছিল হয়েছে। বেশ কয়েকটি স্থানে নাশকতার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে সফল হয়নি উগ্রবাদী এ গোষ্ঠীর নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শ্রাবণ পরিবহনের ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে গাড়িতে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গীতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। সকাল পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পৌরসভা গেট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এর আগে টঙ্গী কলেজগেট এলাকায় মিছিল বের করলে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। এতে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গতকাল সকালে গাজীপুর লেভেলক্রসিংয়ে সড়কে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করার চেষ্টা চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
হরতালে নাশকতার অভিযোগে মঙ্গলবার রাতে ২৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতের পাঁচ কর্মীকে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
©somewhere in net ltd.