নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

৮ মাসে ২০ বিলিয়ন ডলারের রপ্তানি আয়

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৩

রাজনৈতিক সঙ্কটের পরও চলতি অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় ছাড়িয়েছে ২০ বিলিয়ন ডলার। সবকিছু ঠিক থাকলে বাকি চার মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তবে ব্যবসায়ীরা বলছেন, লক্ষ্যমাত্রা অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।

আগের অর্থবছরের চেয়ে তিন বিলিয়ন ডলার বাড়িয়ে এ অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩৩ বিলিয়ন ডলারের বেশি। অর্থবছরের শুরুতে স্বাভাবিক ছিল রাজনৈতিক পরিস্থিতি। তবে মাঝামাঝিতে এসে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। ব্যবসা-বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। তবে টানা দুই মাস ধরে রাজনৈতিক অস্থিরতার পরও বাড়ছে দেশের রপ্তানি আয়।

অর্থবছরের প্রথম আট মাসে রপ্তানি আয় হয়েছে ২০ বিলিয়ন ডলারের বেশি, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় আড়াই ভাগ বেশি। অর্থবছরের শেষে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছে ইপিবি।

ব্যবসায়ীরা বলছেন, এ পর্যন্ত রপ্তানি ভাল হলেও, বর্তমান অচলাবস্থার নেতিবাচক প্রভাব পড়বে আগামী মাসগুলোতে। গত অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়ায় দেশের রপ্তানি আয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.