নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচন বর্জন ছিল বিএনপির পূর্বপরিকল্পিত!! শুনুন ফোনালাপ

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪


তাবিথ আউয়াল এবং আফরোজা আব্বাসকে সাথে নিয়ে মওদুদের ওই সংবাদ সম্মলনে বড় লিখিত বিবৃতি দেখে অনেকেই আলোচনায় তোলে যে এই বিবৃতি কি আগে থেকেই লেখা নাকি। দিনভর তাদের এই নির্বাচন বর্জন ছিলো ‘টক অব দ্যা টাউন’। অনেকেই অভিযোগ করে যে এই নির্বাচন বর্জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এমতাবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নির্বাচন বয়কট নিয়ে কথা বার্তার অডিও ক্লিপ ফাঁস হলো। অডিও ক্লিপে স্পষ্ট শোনা যায় যে তারা নির্বাচনের একদিন আগে নাকি নির্বাচনের দিন এই নির্বাচন বর্জন করবে তা নিয়ে আলোচনা করছিলো। পাঠকের সুবিধার জন্য পুরো কথাবার্তা নিচে লিখিত আকারে দেওয়া হল।

বিএনপি কর্মীঃ হ্যালো সালামুয়ালাইকুম স্যার।
নজরুল ইসলাম খানঃ ওয়ালাইকুম সালাম। আপনি কোথায়?

বিএনপি কর্মীঃ আমি তো সিদ্ধেশ্বরী তে স্যার।
নজরুল ইসলাম খানঃ সিদ্ধেশ্বরী তে, কাজে নাকি?

বিএনপি কর্মীঃ কাজে মানে, নির্বাচনী কাজেই আর কি! আপনি তো হাসপাতালেই আছেন স্যার?
নজরুল ইসলাম খানঃ হাসপাতালেই তো, আমাকে এখানে বসায় দিয়ে উনি বাসায় গেলো।

বিএনপি কর্মীঃ সে তো আমি জানি আর কি।
নজরুল ইসলাম খানঃ আমার গত পরশু দিন হয়ত একটু ব্যাংকক যাওয়া লাগতে পারে।

বিএনপি কর্মীঃ তাই না?
নজরুল ইসলাম খানঃ হ্যাঁ
বিএনপি কর্মীঃ (ও স্যার ব্যাংককে যাবেন)। সাডেনলি রাজনৈতিক তথ্য স্যার ঠিক আছে, মাঠ জরিপে আমার কাছে আপডেট যে তথ্য রয়েছে, তাতে নির্বাচনের দিন ১০-১১ টার দিকে যদি আমাদের নির্বাচন বর্জন করতে হয়, সেক্ষেত্রে একদিন আগেই উইথড্র করলে আওয়ামী লীগেই আর আওয়ামী লীগে মাঠে মারামারি করে বিশৃঙ্খলা করবে। আমাদেরকে সুযোগ গ্রহণ করতে হবে, এভাবেই ম্যাডামকে পরামর্শ দিয়ে আমি মনে করি যুগোপযুগী ডিসিশন নেওয়া যাবে। ... নির্বাচন, স্যার নির্বাচনের দিন যদি নির্বাচন বয়কট করা হয়, হতে পারে যদি, ঠিকাছে (হ্যাঁ) তাহলে সেটা যদি আগের দিন আগেভাগে করা যায় আর কি। একটু সুযোগ পাইলে আওয়ামী লীগের লোকই এখন মাঠে মারামারি করে আর কি, সেই রকম একটা পরিবেশ তৈরী আছে আর কি।
নজরুল ইসলাম খানঃ আচ্ছা। মানে কতটুকু নিশ্চিত আছেন এইটা আর কি?

বিএনপি কর্মীঃ একশ পার্সেন্ট, কোটি পার্সেন্ট স্যার। আমার মতো এরকম একজন রুট লেভেলের কর্মী স্যার, একদম ফিল্ডের রুট লেভেলের পার্টির নিউজ স্যার এইটা।
নজরুল ইসলাম খানঃ হ্যাঁ।

বিএনপি কর্মীঃ এই হলো ব্যপার স্যার।
নজরুল ইসলাম খানঃ আচ্ছা, দেখা যাক আর কি।

বিএনপি কর্মীঃ ঠিক আছে স্যার, ঠিক আছে। সালামুয়ালাইকুম স্যার।

এই ব্যপারে নজরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিএনপির নির্বাচন ইস্যু নিয়ে পূর্বপরিকল্পিত ছিল দারুণ মজার। তারা জানতো আমরা কখনো নির্বাচনে জিতবো না। এই ভেবে পুর্বেই তারা সাজিয়ে রেখেছিল নির্বাচন বয়কটের জন্য। এ জন্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সাথে চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাথে ফোনালাপ থেকে প্রমাণিত হয়। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা ও বৈদেশিক নেতৃবৃন্দের নজরে নিয়ে আসা। সত্য কথা বলতে তারা যদি নির্বাচনে জয়লাভ করতো তাহলে তারা বলতো গণতন্ত্রের জয় হয়েছে। এখন হেরে গেছে বলেই তাদের ভাষ্যমতে গণতন্ত্রের কবর হয়েছে।

https://soundcloud.com/anmy367/gqz7xaazwjsp
http://www.bd-journal.com/বিএনপি নেতা নজরুল ইসলামের নির্বাচন বয়কটের পরিকল্পনা ফাঁস (ভিডিও)/1449

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪১

মুজিব আলম বলেছেন: আসলেই আওয়ামীদের কোনো লাজ লজ্জা নেই। ছিঃ ছিঃ

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৫

টি-ভাইরাস বলেছেন: হাম্বা লীগের হাম্বা হাম্বা শুরু হয়ে গেছে

৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪২

আহমেদ রশীদ বলেছেন: ভাইরাস জীবাণু ছড়াতে আসেন না।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০১

টি এম মাজাহর বলেছেন: শিক্ষিত মানুষ যে এতো লজ্জাহীন হতে পারে তা আলীগের শিক্ষিত সাপোর্টারদের না দেখলে বিশ্বাসই করা যাবেনা। বিএনপি আলীগ দুইটাই তাদের সময়ে সুবিধামতো ভোটচুরি করেছে, কিন্তু সাপোর্টারদের বিবেক ও লজ্জার পরিমাণ দুই দলের মধ্যে আকাশপাতাল তফাত। মজা লাগলো এই যে, আলীগের সিনিয়র নেতারাও লজ্জা পাচ্ছে্ন কিন্তু ফেসবুক আর ব্লগে তাদের সাপোর্টারদের লেখা দেখলে লজ্জাও লজ্জায় পালাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.