![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনজুর আলম জানতেন না যে বিএনপির এটা পূর্ব পরিকল্পিত কৌশল। তিনি শতভাগ আশাবাদী ছিলেন যে জয় নিশ্চিত। কারণ ইতোপূর্বে তিনি পরিসংখ্যান করেছিলেন যে তিনি বিরোধী পক্ষ থেকে কমপক্ষে এক লক্ষ ভোটে এগিয়ে থাকবেন। তার অতিরিক্ত ভোটের মধ্যে ছিল মহানগর জামাতের অসংখ্য ভোট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস!!!!
তিনি বুঝতেই পারেন নি যে বিএনপি এরকম একটা নাটক ঘটাবে। জানাগেছে পূর্ব থেকে তাকে এ ধরণের কোন সিগন্যাল দেওয়া হয়নি। সারা জীবনের ইনকাম তার আজ জলে গেছে শুধু বিএনপির কারণে। আজ তিনি নি:স্ব।
ঢাকার তুলনায় চট্টগ্রামে অনেক শৃঙ্খলার মাধ্যমে ভোট দিতে দেখা গেছে। জনগণের মধ্যে ছিল স্বতস্ফূর্ত। মনজুর আলম দেখলেন যে ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে। তিনি অবশ্যই জয়লাভ করবেন। তিনি ইতোপূর্বে এধরণের পরিশ্রম কখনো করেন নি। যেমন করেছেন জীবনের শেষ ক্রান্তি লগ্নে এসে। তিনি চেয়েছিলেন জীবনের বাকি অংশটুকু চট্ট্রগামের জন্য কাজ করে যাবেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে করতে দিল না।
এখন সবার কাছে প্রশ্ন ভোট যদি জনগণ না দিতেন তাহলে মনজুর আলম এতো ভোট পাইলো কিভাবে? তার সমর্থকদের প্রশ্ন তিনি যদি নির্বাচন প্রত্যাহার ঘোষণা না দিতেন তাহলে অবশেষে তিনিই ফলাফলের দিক থেকে এগিয়ে থাকতেন। কারণ তখনো তার অসংখ্য সমর্থকরা ভোট দিয়েছিল না।
অপরদিকে তার এই হঠাৎ সিদ্ধান্ত হওয়ার কারণ জানা গেল যে, সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বহু জল্পনা-কল্পনার মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হলো। জানা গেছে সেটা আবার ব্রিটিশ থেকে বড় বাবুর একান্ত হুকুম।
পরবর্তীতে মনজুর আলমকে প্রত্যাহারের জন্য জানান দেওয়া হলো। কিন্তু তিনি তা মানতে অশিকার করেন। বিএনপির বহু সিনিয়র নেতাকর্মীরা মনজুর আলমকে অনেক বোঝানোর পর তিনি লাইনে আসেন। কিন্তু তাদের এই খামখেয়ালি ডিসিশন আলম সাহেবকে অনেক ব্যথিত করেছিল। তিনি কখনো এটা মানতে রাজি হচ্ছিলেন না। তাই তিনি মন থেকে ঘোষণা করেননি বলে জানা যায়। তাই অনেক ক্ষোভে কষ্টে তিনি বলে ফেলছেন আমি রাজনীতি করবো না। এটা আমার জীবনের শেষ নির্বাচন এবং আমি রাজনীতি থেকে প্রত্যাহার করলাম। হাইরে বিএনপি ‘‘তোরা নিজেরা শেষ হচ্ছিস আবার অন্যকে নিঃশেষ করছিস’’ ধিক তোদের শত ধিক!!
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫২
মিন্টুর নগর সংবাদ বলেছেন: @সাবু ছেেল যদি এই বুইড়া আওয়াঃ পাটি হতো তাহলে চট্রলা বাসীর৩০ কোটি না ৩০০০ কোটি হলে এই বুইড়া পাস করতো ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৯
আহমেদ রশীদ বলেছেন: Click This Link
৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৬
সাবু ছেেল বলেছেন: চট্টলাবাসীকে ৩০ কোটি লিটার পানির নিচে রেখে এই বুইড়া আবার জয়ের আশা দেখে কেমনে??
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪
সাবু ছেেল বলেছেন: চট্টলাবাসীকে ৩০ কোটি পানির নিচে রেখে এই বুইড়া আবার জয়ের আশা দেখে কেমনে??