নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

ডাকলেই পৌঁছে যাবে ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা ক্লিনিক

২৭ শে মে, ২০১৫ সকাল ৮:১৯



দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে 'ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা ক্লিনিক'। এখন থেকে ডাক পেলেই চিকিৎসকরা নির্দিষ্ট অ্যাম্বুল্যান্সে করে রোগাক্রান্ত বা দুর্ঘটনাকবলিত গবাদিপশুর কাছে ছুটে যাবেন। বিনা মূল্যে যেকোনো প্রাণীর চিকিৎসা করবেন তাঁরা।

পশু চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে 'ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা ক্লিনিক'-এর কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার। বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের টিচিং ভেটেরিনারি ক্লিনিকের অধীনে ভ্রাম্যমাণ ক্লিনিকটি পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্যাম্পাসটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এই ক্যাম্পাসেই অবস্থান করবে অ্যাম্বুল্যান্সটি। এ ব্যাপারে ভ্রাম্যমাণ ক্লিনিকটির চিকিৎসক ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, 'এখন থেকে আমরা বরিশাল, পটুয়াখালী ও এর আশপাশের বিভিন্ন গ্রাম এবং উপজেলায় বিনা মূল্যেই এই সেবা পৌঁছে দেব। চিকিৎসা ও ওষুধপত্র সবই বিনা মূল্যে পাবেন কৃষক ও খামারের মালিকরা।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.