নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

আইটি খাতে চার হাজার নারী পাচ্ছে উদ্যোক্তা প্রশিক্ষণ

২৫ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৪



দেশের ৭৫টি উপজেলাসহ জেলা-থানা পর্যায়ে চার হাজার নারীকে প্রযুক্তি খাতের উদ্যোক্তা প্রশিক্ষণ দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু-ইনফরমেশন (এটুআই), এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডাবিস্নউআইটি) যৌথভাবে এই প্রশিক্ষণ দিবে। আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। প্রথমব্যাচে এবং যাত্রায় ভালুকা উপজেলায় গত ৩০ দিনব্যাপী দুই পর্বে মোট ৬০ জন নারীকে বিনামূল্যে গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে এসএমই ফাউন্ডেশন। পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলবে এবং আরও সাড়ে তিন হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে।

গতকাল প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে ৬০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ইহসানুল হকের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.