নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন টাইগাররা

৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:১৭


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে অভিনন্দন ও ধন্যবাদ পেতে শিগগিরই প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন ক্রিকেট টিমের সদস্যরা।

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন ইঙ্গিত দিলেন সংসদ নেতা শেখ হাসিনা।

সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট নিয়ে এক সময় আমাদেরকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা এই কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমার খুব আশা ছিল, ক্রিকেট দলের ছেলেদের হাতে ট্রফিটা নিজে তুলে দেব। কিন্তু একটু অসুস্থ থাকায় মাঠে যেতে পারিনি। তবে খুব শিগগিরই আমরা তাদের ডাকবো এবং সিরিজ জয়ের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাবো।’

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


সবাই মিলে ব্যাপার একটা পেয়েছে।

২| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪

সুমন কর বলেছেন: ভালো খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.