![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পটুয়াখালী জেলার কলাপাড়ার খেপুপাড়ার নদী উপকেন্দ্রের বদ্ধ পানিতে ইলিশ চাষের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ওয়ার্ল্ড ফিসের অর্থায়নে ইকো ফিস ও উন্নত উপকূলীয় মৎস্য প্রকল্পের আওতায় ইলিশের বংশ বাড়াতে এ কার্যক্রম শুরু করা হয়েছ।
গবেষণা জন্য সাগরের মোহনা থেকে ৫’শ জাটকা ইলিশ পোনা সংগ্রহ পুকুরে ছাড়া হয়। গবেষণায় সফলতা পাওয়া গেলে জাতীয় মাছ ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। পাশপাশি মৎস্য চাষীরা পুকুরে ইলিশ চাষ করে লাভবান হবে এমন দাবী মৎস্য গবেষকদের।
নদী উপকেন্দ্র খেপুপাড়া সূত্রে জানা গেছে, গত ৭ মাস ধরে এ গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। এপ্রিল ও মে মাসের দিকে পরীক্ষামূলক ওই জাটকাগুলো উপজেলার রামনাবাদ নদী ও সাগর মোহনা থেকে সংগ্রহ করে পুকুরে ছাড়া হয়েছে। পুকুরে ইলিশ চাষ প্রাথমিকভাবে সফল হয়েছে। পূর্নাঙ্গ সফল হতে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে বলে বৈজ্ঞানিক কর্মকতা আহম্মেদ ফজলে রাব্বি জানান।
স্থানীয় বাসিন্দা সুজন মৃধা জানান, পুকুরে ইলিশ চাষ প্রথমে শুনে অবাক লাগলেও ভাবতে ভাল লাগল যে, নদী বা সাগর ছাড়াও আমরা পুকুর থেকে ইলিশ মাছ ধরে খেতে পারব।
বাংলাদেশ গবেষনা ইনস্টিটিউটের নদী উপকেন্দ্র খেপুপাড়া’র ভারপ্রাপ্ত উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা মো. আশ্রাফুল হক জানান, ইলিশ চাষের প্রাথমিক পর্যায়ে আমরা সফলভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে জীবিত জাটকা সংরক্ষণ করে পুকুরে ছাড়তে পেরেছি। এখন আমরা চাষে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সমস্যা চিহ্নিত ও তার সমাধান এবং পরিবেশের উপর খাপ খাওয়ানোর কাজ চলছে। এটা একটি দীর্ঘ মেয়োদী কার্যক্রম হলেও আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি।
২| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বিজ্ঞান দেখি সেইরকম আউগাইয়া গেছে।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
প্রামানিক বলেছেন: বদ্ধ পানিতে ইলিশ হবে তবে ইলিশের স্বাদ হবে না।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
ভোরের সূর্য বলেছেন: এটা এর আগে ১৯৮৮ সালে চাঁদপুরে চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে কোন ফলাফল আসেনি যার ফলে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় এ প্রকল্প। আবার ২০১০ সালে শুরু করা হয় কিন্তু তাতেও একই ফল আসে এখন এখান থেকে সরিয়ে এপ্রিল মাস থেকে খেপুপাড়ায় আবার চেষ্টা করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা প্রায় বলে দিয়েছেন যে বাণিজ্যিক ভাবে ইলিশ চাষ লাভজনক হবে না বা প্রায় সম্ভব নয়। এখন দেখা যাক এখানে কি হয়।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮
হোসেন মালিক বলেছেন: ইলিশ মাছ ক্যামনে বুঝে কোনটা পুকুর, কোনটা নদী, কোনটা সাগর? ইলিশ মাছ কি সামু ব্লগে লেখে?
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: