![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে সবই ঝরে যায়/সময়ের হলুদ হাওয়ায় স্মৃতিমাত্র লিখা থাকে নাম/সেইখানে আমিও ছিলাম...
মানুষ আর পথিকের দূরত্ব মাত্র দুই সিগারেট।
একদিন পথিক মানুষ হবে বলে পথে নেমে এলো
এক সিগারেট দূরত্বে থামল সে।
মানুষটাও তাই। সেও এক সিগারেট দূরত্বে এসে পথিকের মুখোমুখি।
এখন দুজনই অপরিচিত পথিক
দুজনই অপরিচিত প্রেম আর একফালি দুঃখ হাতে দাঁড়িয়ে
পার্থক্য শুধু মানুষ পথিক হয়
পথিক কখনো মানুষ হয় না।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
অন্ধবিন্দু বলেছেন:
~পার্থক্য শুধু মানুষ পথিক হয়
পথিক কখনো মানুষ হয় না।~
বাহ্ .... !