![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে সবই ঝরে যায়/সময়ের হলুদ হাওয়ায় স্মৃতিমাত্র লিখা থাকে নাম/সেইখানে আমিও ছিলাম...
আমরা অত্যন্ত আনন্দিত যে ঈদসংখ্যায় প্রিয়মুখ অনেক সাড়া পেয়েছে। বাংলাদেশ, প্রবাসী লেখক/কবি ও ভারতের কবি/লেখকদের লেখা নিয়ে পুরোদমে কাজ চলছে। আমাদের পরিবারে উপদেষ্টা সম্পাদক হিসেবে থাকছেন কবি আসাদ চৌধুরী ও ছড়াকার জগলুল হায়দার। এছাড়াও সম্পাদনা পরিষদসহ বিভিন্ন দায়িত্বে আছেন জুবায়ের রুবেল, শওকত আলী রতন, জান্নাতুল নাঈম প্রীতি, ইমাম মেহেদী, জহুরুল ইসলাম সাবিত। এছাড়াও বিশেষ সহযোগিতা করছে এক্সট্রা কমিউনিকেশন। আর ঘরের মানুষ রকমারী.কম তো আছে বিতরণের জন্য। থাকছে আরো কিছু চমক। অপেক্ষায় থাকুন, সঙ্গে থাকুন... আর লিখা পাঠাতে এই মেইল দুটো ইউজ করুন- [email protected] (জগলুল হায়দার), [email protected] (আহমেদ ফারুক)
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৭
ব্লগার আয়নাল ভাই ইতি বলেছেন: শ্রদ্ধেয় ফারুক আহমেদ প্রথমে আমার সালাম নিবেন আশা করি ভালো আছে আপনার প্রিয় মুখ ঈদ ম্যাগাজিন বই খুবি চমৎকার আজকে সংগহ করেছি রকমারি ডটকম থেকে একটু একটু করে পরতেছি