![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস এর প্রতিফলন হলো মহাজোট এর ক্ষমতায়ন। দেশের নতুন প্রজন্মের আবেগকে কাজে লাগিয়েই তো আজকের নেতারা সরকারি পতাকাবাহী গাড়ি চালাচ্ছেন। কিন্তু লজ্জা ও হতাশার বিষয় হলো যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টি নিয়ে মহাজোট সরকারের রাজনীতি রাজনীতি খেলা। যে খেলার সাথে গত ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে নতুন প্রজন্মের কোন সম্পৃক্ততা নেই; থাকতো কি-না তাও জানি না। তবে মহাজোট খেলেই চলেছে।
অবশেষে তাদের শাসন ক্ষমতার শেষ ভাগে এসে বিচারের কিছু কর্ম সাধন করে আবার খেলতে চাইছে; ওই আবেগ নিয়েই। কারণ তারা খুব ভালো করেই জানে বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌম রক্ষার্থে কতটুকু আবেগপ্রবণ হতে পারে।
একজনের বিচার এর রায় ঘোষণা হয়েছে গত কিছুদিন আগে। তিনি বাচ্চু রাজাকার। সরকারের চোখে ফাঁকি দিয়ে তিনি কিভাবে পালিয়ে গেলেন তা-ও এক মজার অধ্যায়। সেখানেও রাজনীতির খেলা। রায় ঘোষণা হলেও তা কবে নাগাদ কার্যকরী হবে সেটাই দেখার বিষয়। সরকার কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন সেই আবেগপ্রবণ জাতির চোখে ধুলো দিয়ে যে, রাজাকারদের বিচার হচ্ছে।
গত দুইদিন থেকে দেশের মানুষ (সব প্রজন্মের) দেখিয়ে দিচ্ছে দেশ প্রেম কাকে বলে।
এখনেও আরেকটি রাজনীতির খেলা। ‘ট্রাইব্যুনাল এর একটি ধারা সংশোধন না হলো কাদের মোল্লার এই রায় এর বিরুদ্ধে আপিল করা যবে না’ গতকাল আন্দোলনরত কয়েকজন ব্যারিস্টার বলছিলেন মুন্নী সাহা’র সাথে। সম্ভবত ২৩ এর ২ ধারা।
আমাদের প্রশ্ন হলো, যখন ট্রাইব্যুনালটি গঠন করা হয় তখন কি এই ধারাটি তাদের চোখে ধরা পড়েনি? যদি ধরা পরতই তাহলে তখনই কেন তা সংশোধন করা হলো না? মানুষের আবেগের প্রধান কেন্দ্র বিন্দুটি নিয়ে সরকার কেন আন্তরিক হতে পারল না?
তাহলে কি আমরা ধরে নিব, সরকার কেবল ভোটের বাক্স নিশ্চিত করার জন্যই নির্বাচনী ইশতেহারটি চটকদার করেছিল?
আন্দোলনরত জনতা দেখে সরকার ও বিরোধী রাজনৈতিকদের কপালে কি কোন ভাঁজ পরবে? এটা কিন্তু কোন রাজনৈতিক মঞ্চ নয়। এখানে একটা লোককেও কিন্তু টাকা দিয়ে কেনা হয়নি। তাদের আসা যাওয়ার জন্য কোন শিল্পপতি নেতা গাড়িও পাঠায় নি। কিংবা কোন নির্দিষ্ট পছন্দসই সময়েও তারা সমাবেশ করেনি।
তাদের এই মিলন আত্মার। তাদের এই মিলন প্রেমের। দেশ প্রেমের। এই মিলন ঐতিহাসিক। এক সম্ভ্রান্ত বাংলা ইতিহাস মনে করিয়ে দেয় আমাদের।
সাবাশ বাংলাদেশের জনতা! সাবাশ বাংলাদেশ!
তবে এই আন্দোলনের জন্য ব্লগারদের ভূমিকা সবচেয়ে বেশী।
কৃতজ্ঞতা জানাই সকল যোদ্ধাদের।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
আহমেদ ফয়েজ বলেছেন: যে আগুন জ্বলেছে তরুণ প্রজন্মের মধ্যে সেই আগুনের তেজে পুরে ছাই হবে সকল জঞ্জাল। তরুণ প্রজন্মের এই তেজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার
জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।