![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিবাচক পরিবর্তনের অঙ্গিকার নিয়ে পাক্ষিক সময়ের বিবর্তন পূর্ণ করেছে পথ চলার ১ বছর। বরাবরের মত এবারও বিবর্তন সম্মানীত করতে চায় সাহিত্যের কারিগরদের। এ লক্ষ্যে বিবর্তন আজীবন সম্মাননা ২০১২-১৩ এবং বিবর্তন লেখক সম্মাননা ২০১২-১৩ ঘোষণা হয়েছে। এবছর বিবর্তনের আজীবন সম্মানা পাচ্ছেন লেখক, গবেষক ও সফল সংগঠক জনাব জয়দুল হোসেন এবং বিবর্তন লেখক সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন- প্রবন্ধে: জসিম উদ্দিন জয়; গল্পে: পাপড়ি রহমান; কবিতায়- সালেহা আক্তার; ফিচার- সৌমিত্র দেব এবং সংবাদ- নাজমুল হক শামীম।
সম্মাননা প্রাপ্ত লেখক ও সাহিত্যিকদের ২৩ ফেব্রুয়ারি ২০১৩, শনিবার বেগম সুফিয়া কামাল জাতীয় গনগ্রন্থাগারের সেমিনার কক্ষে সকাল ১০ টায় বিবর্তনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পদক তুলে দেওয়া হবে।
এছাড়াও অনুষ্ঠানে রয়েছে: শাহবাগের কবিতা ও ছড়া পাঠের আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী কবি সাহিত্যিকদের মিলন মেলায় আপনিও আমন্ত্রিত।
যোগাযোগ করুন: ০১৭২০৪৪৬২৬১
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
আহমেদ ফয়েজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাহিত্যের সম্মাননা সাংস্কৃতিক প্রগতির সহায়ক।
অভিনন্দন জানাই সংশ্লিষ্ট সকলকে।
সময়ের বিবর্তন যেন প্রকৃতই ইতিবাচক বিবর্তনের বাহক হয়।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
আহমেদ ফয়েজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
পরিবেশ বন্ধু বলেছেন: তাদের স্বীকৃতি সাহিত্যর উজ্জলতম প্রাপ্তি
সংশ্লিষ্ট সবাই কে আন্তরিক মোবারক বাদ ও অভিনন্দন ।
সাহিত্যই জ্ঞান , সাহিত্যই শক্তি
বিদ্যার উত্তম প্রসাধন
যুগে যুগে বিশ্বের চালিকা ও সমাজের মুক্তি
গড়ে তুলে সাম্য সাজায় নব কানন ।