নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SHOWPNOPUR

আহমেদ ফয়েজ

আহমেদ ফয়েজ

আহমেদ ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

নতুন আলোক শিখা নতুনত্বের জয়ধ্বনি

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

সার্বিক দৃষ্টিতে বাংলাদেশ এখন বিশ্বের আলোচিত দেশগুলোর মধ্যে অন্যতম। এর অন্যতম প্রধান কারণ যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা, কোন পক্ষের রায়ে অনাস্থা আবার কোন পক্ষের রায়ের প্রতি সন্তুষ্টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রত্যক্ষভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করে যারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রতি বর্বরতা চালিয়েছে তাদের বিচার চলছে। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল মানবতা বিরোধীদের বিচার বাস্তবায়ন করা। আর এই ইশতেহারের প্রতি দেশের নতুন প্রজন্ম আস্থা রাখার ফলেই বলা চলে মহাজোট সরকার আজ শাসনাসনে আসীন।

কিন্তু দেশের এক শ্রেণির সাধারণ মানুষের ধর্মীয় মতাদর্শকে পুঁজি করে ইতোমধ্যে ধর্ম ভিত্তিক যে কিছু রাজনৈতিক শক্তির জন্ম হয়েছে সেগুলোর অন্যতম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯৭১ সালে যাদের ভূমিকা ছিল স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার প্রায় চার দশক পরে যখন দেশের মানুষের প্রধান দাবী মানবতা বিরোধীদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে তখন সেই গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের মানুষের প্রতি চলছে বর্বর নির্যাতন। যে নির্যাতনের মাত্রা ১৯৭১ সালে পাকিস্তানিদের অত্যাচারকে মনে করিয়ে দিচ্ছে ক্রমাগত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী একজন শীর্ষ স্থানীয় মানবতাবিরোধী’র ফাঁসির রায় ঘোষণার সাথে সাথে বাংলাদেশ ভূন্ডে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে ধর্মের যে দোহাই দিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করতো তার মোড়ক উন্মোচিত হয়েছে।

দক্ষিণ এশিয়ার মানুষ ধর্ম ভীরু। ধর্মপ্রাণ যতটা তার চেয়ে বেশি ধর্ম ভীরু। আর তাই ধর্মের রীতিনীতির চাইতে কুসংস্কারে আমরা বেশি আচ্ছন্ন হয়ে পড়ি। আমাদের ধর্মকর্মের মধ্যে বেশি করে চর্চা করা হয় যা আসলে ধর্মীয় রীতিনীতির আওতায় নেই। সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতিকে আমরা গুলিয়ে ফেলে এক আত্মঘাতি সংঘর্ষের মধ্যে জীবন যাপন করছি আমরা। আমাদের ধর্মীয় চিন্তার চারিদিকে কুসংস্কারগুলো যেন সকল সম্ভাবনাকে গিলে খাচ্ছে।



এরকম সময়ে গত প্রায় দেড় মাস জুড়ে শাহবাগকে কেন্দ্র করে যে আন্দোলন তাতে দেশের মানুষ যেন খুঁজে পেয়েছে নতুন এক বাংলাদেশকে। যে বাংলাদেশের মানুষ বলতে শিখছে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, আমাদের শ্লোগান জয় বাংলা। প্রতিদিন নতুন নতুন শ্লোগান নিয়ে বাংলাদেশকে যেন ১৯৭১ সালের চেতনার সাথে একীভূত করে দিয়েছে নতুন প্রজন্ম। যার মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার রং ও দিন দিন বদল হচ্ছে। এতে করে নতুন প্রজন্মের মধ্যে যে আলোক শিখা জ্বলছে তার আভায় দেশ থেকে ৭১ এ অবশিষ্ট সকল জড়তা, অন্ধতা ও কুসংস্কার ধৌত হবে, শুদ্ধ হবে এ আশা আমরা করতেই পারি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.