![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন একজন , মাঝে মাঝে আমার ইচ্ছা করে প্রিয় মানুষ্টির হাত ধরে সমুদ্রের তীর ঘেসে হাটি অনন্তকাল।কখনো আবার ইচ্ছে করে অবিরাম বৃস্টিতে ভিজি রাত দিনভর। আসলে আমি কে? নিজেই বুঝিনা! এম সি কলেজ সিলেট থেকে লেখাপড়া করে এখান প্রবাসে আছি। ভাল লাগে ব্লগারদের লেখা গুলো।তাই আমার প্রিয় মুহুর্ত ও অনুভুতি সবার সাথে শেয়ার করতে চাই।
আজ কেন জানি আব্বুকে অসম্ভব মিস করছি|বাবা কতদিন,কত রাত তোমাকে দেখিনা|জীবনের এই পিচ্ছিল পথে কত সহস্রবার তোমাকে মনে পড়ে|তুমি থাকলে হয়ত জীবনটা অন্য রকম হতে পারতো|অনেক অনেক ভালোবাসি তোমায়|আমাদের থেকে অনেক দুরে,না ফেরার দেশে,তুমি অনেক বেশি ভালো থেকো|আই লাভ ইউ আব্বু..!
পৃথিবীতে কিছু কিছু ভালোবাসা থাকে- যেগুলো বোধ হয় শুধু চোখের জলেই প্রস্ফুটিত হয়।
©somewhere in net ltd.