নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। দুরমুশ বচণ ।।/ আহমেদ রুহুল আমিন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

( সেই একাত্তুরের গল্প বলছি । সবে শৈশবকালোত্তির্ণ হচ্ছি । রাজ্যের আনন্দ মাথায় নিয়ে নতুন নতুন অভিজ্ঞতা গ্রামের বন্ধুদের নিকট শেয়ার করছি প্রতিনিয়ত । ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে । হাজারো নতুন নতুন ঘটনা ঘটছে চোখের সামনে । একটি চাক্ষুষ ঘটনা জীবনকে কুড়ে কুড়ে আজো খায় ! কোন কিছুতেই মেলানো যাচ্ছেনা কিংবা অন্যভাবে বলা যায় - মিলাতে পারছিনা তা হলো এই দেশ, মা, মাটি, যা আজ পদে পদে বঞ্চনা, লাঞ্চনা, অবহেলার শিকার - সেই একাত্তুরে যার জন্ম হয়েছিল সম্ভ্রমহানি দিয়ে !! আজ আমরা কি বার বার সেই সম্ভ্রম হারানোর বেদনা নিয়ে নিজেদের বিকিয়ে দিচ্ছিনা ??????? কবিতাটি আশির দশকে রচিত ।


নিধুয়া পাথারে উড়া অন্ধকার এলো চুলে-
সহস্র বছর ধরে ছুটছ তুমি সম্ভ্রম বাঁচাবে বলে,
ও আমার বাংলা মাগো – ওমা বীরাঙ্গনা -
বুটপায়ে পিষ্টে দুরমুশ হলো তোমার আঙ্গিনা ।
ক্ষমা আমি করবোনা, মাগো-ওদের কিছুতেই ক্ষমা করবোনা ।।

যে আঁচল ঢেকে সন্তানেরে মূখে তুলে দিতে স্তণ্য,
কাদা-ধুলো মাখা তা ঠোটের কোণে মুখখানি তোমার আজ বিষন্ন ।
তোমার বদণ ঘিরে উদ্যত কেন - হাজারো লক্ষ ফণা ।
ক্ষমা আমি করবোনা, মাগো-ওদের কিছুতেই ক্ষমা করবোনা ।।

যে নিত্য সোহাগে উঠোন জুড়ে হামাগুড়ি দেয় তোর বুকের মানিক,
কী যাদু বিনি এক সুতোর টানে কোলে তুলে নিয়ে প্রাণ জুড়াও খানিক ।
সেই পরম মমতায় তোমার বুকে ঘুমিয়ে পড়লো লাখো মুক্তিসেনা ।
ক্ষমা আমি করবোনা, মাগো-ওদের কিছুতেই ক্ষমা করবোনা ।।

তোমার পবিত্র `কাবার' কোলেতে পড়ে যার লোলুপ দৃষ্টি,
বিষমাখা খঞ্জর হেনে সেই চোখে নামাব অম্ল বৃষ্টি ।
সেই শকুণ মূখে তার ছুড়ে মারি থুথু – বমোনুচ্ছিষ্ট ঘৃণা ।
ক্ষমা আমি করবোনা, মাগো-ওদের কিছুতেই ক্ষমা করবোনা ।।

দুর্মুখো মহা-মুর্খরা তোমায় করেছে প্রশ্নবিদ্ধ ,
নরপশু ওরা 'একাত্তুরের ' হায়েনারই হস্তসিদ্ধ ।
জানি, তোমার উদার বুকে ঠাঁই তাদের কোনদিন হবেনা ।
ক্ষমা আমি করবোনা, মাগো-ওদের কিছুতেই ক্ষমা করবোনা ।।
=============

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.