নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। সরল মনের মানুষ ।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

সরল মনের মানুষ-
'এমন ছিল পঁচাগড়ে /
সেই ' মানুষেরে' দেখুন
জানাই মজাকরে ।
জমিজমায় বেশ বড়লোক
গুণে মানে সেরা /
চাকর-বাকর প্রজা মিলে
বিশাল বাড়ির ডেরা ।
গিন্নি ছিলেন বেজায় কড়া
মনটা ছিল বড়ো /
সরল মনের মানুষটি তাই
ছিলেন জড়ো-সড়ো ।
প্রধান বাড়ির বড়ো মিঞা
'সৌখিনতায়'ও বড়ো /
দামি লুঙ্গি- দামি জামা
পারলে কিনেন আরো ।
'পাঁচ ভেড়া মার্কা' দামি
কাশ্মীরি শাল ঘাড়ে /
নিত্য সাইকেলে চেপে
বেড়ান চুপিসারে ।
একদিন এক 'বিষুদবারে'
পঁচাগড়ের হাটে /
ভিড়ের মাঝে কেনাকাটায়
ব্যস্ত সময় কাটে ।
শীতের আমেজ ছিল কিনা
শাল ছিল তার ঘাড়ে /
একটুখানি 'ভাবুক টাইপ'
সহজে বুঝায় তারে ।
হাতটানা- চোর - পকেটমার
এমনি বেড়ায়না'তো /
'এমন মওকা' পেয়ে তাদের
নজর এড়ায়না'তো ।
কাপড় পট্টির গলি থেকে
কদমতলায় এসে /
বুঝলেন কিনা এইমাত্র
'শালে' গেছেন ফেঁসে ।
হাজার টাকার 'সখের শাল'
পায়না কেহ রোজ /
গিন্নিকে কি জবাব দিবেন
মিলছেনা'তো খোঁজ ।
এমনত'রো চিন্তা মনে
গলির মোড়ে বসে /
দুষ্ট ছেলের মিষ্টি কথায়
আস্থা পেলো শেষে ।
'শালচোর'তো জানা-শোনা
টাকা কিছু খাবে -
দু'শো টাকার বিনিময়ে
'শাল'টি ফেরৎ পাবে /
ছেলেরা বলে- "চাচামিঞা
গলির মোড়ে থাকেন /
আমরা আসি সামনে থেকে
ব্যাগটা হাতে রাখেন" ।
বসে ভাবেন আপন মনে
শাল হারানোর গতি /
দু'শ টাকায় পেলে ফেরৎ
এমন'তো নয়- ক্ষতি !
গলির মোড়ে দাঁড়ান তখন
টাকা দিয়ে ফেলে /
সন্ধ্যা গিয়ে রাত নামে তাও-
আর দেখা না মেলে ।
শুভাকাংখী স্বজনরা'তো
বুঝলো ব্যাপার 'ঠিকই' /
তারে'তো আর পারলনা কেউ
বুঝাতে 'আসল দিকই' ।
ভেতর বাহির ভাবেন শুধু
ছেলেরা ফিরে আসে /
'পাঁচ ভেড়ার শালখানা' তার
চোখের সামনে ভাসে.... !!
----------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

বিজন রয় বলেছেন: এটা কি পুঁথি?

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

আহমেদ রুহুল আমিন বলেছেন: হ্যাঁ, তবে... ডিজিটাল পুঁথি ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.