নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। আমাদের নস্টালজিক ‘কবিগুরু’।। - আহমেদ রুহুল আমিন ।

০৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪১

“অচল শিখর ছোট নদীটিরে
চিরদিন রাখে স্মরণে,
যতোদুরে যায়- স্নেহধারা তার
সাথে যায় দ্রুত চরণে ।
তেমনি তুমিও থাক নাই থাক
মনে কর মনে কর না,
পিছে পিছে তব চলিবে ঝরিয়া
আমার আশিষ ঝরনা ।”
( কবিগুরুর ‘উপহার’ ছড়াটির শেষ কয়েক স্তবক )
- ‘কবিগুরুর’ এই অমোঘবাণীসমৃদ্ধ ছড়াটি পঠণে ( আশির দশকে আমার ছোট মামার সংগ্রহের ত্রিশ/ চল্লিশ দশকের কলকাতা থেকে প্রকাশিত 'শুকতারা' কিশোর ম্যাগাজিনে পঠিত ছড়াটি কবিগুরুর সম্ভবত: সরাসরি পান্ডুলিপি থেকে ছাপানো যেখানে তাঁর স্ট্যাম্পসাইজ ছবিসম্বলিত বাণীও থাকতো ) কবিগুরুর প্রতি প্রথম প্রেম । দ্বিতীয়বার প্রেম- “তোমারি খেলা ঘরে শিশুকাল কাটিলরে- তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি “ কিংবা “তোর দিন ফুরালে সন্ধ্যাকালে কী-দ্বীপ জ্বালিস ঘরে...তখন খেলাধুলা সকল ছেড়ে তোমার কোলে ছুটে আসি”... আমাদের মহান মুক্তিযুদ্ধ অব্যবহিত পরে প্রাণের জাতীয় সঙ্গীতের সাথে আমার কৈশরিক হাইস্কুল জীবনের সাথে মিশে যাওয়া গ্রাম বাংলার প্রকৃতি ও মায়ের অতৃপ্ত ভালোবাসা তথা আমাদের সেই সময়ের প্রজন্মের জীবনযাত্রায় হুবুহু নিঁখুত মিল অন্তরে ধারণ করা ! তারপর একে একে গল্পগুচ্ছ থেকে অন্যান্য কবিতার বই পড়া । এযাবতকালে পড়া অসংখ্য ছোট গল্পের মাঝে সেরা ছোটগল্পটি হৃদয়ে অনুধাবন করা এখনও এসএসসি ক্লাসের পাঠ্যসূচীর ‘পোস্টমাষ্টার‘গল্পটি অন্তর্জালের সন্ধ্যানে মাঝে মাঝে পড়ি প্রিয় লেখকের ‘গল্পগুচ্ছের’সফট কপিতে --- ‘বালিকা রতন’ আর ‘পোস্ট মাষ্টারের’ ভালোবাসার অব্যক্ত কান্না এখনও চোখের কোণে জল এনে দেয় , বার বার পড়তে ইচ্ছে জাগে- ‘হায় বুদ্ধিহীন মানবহৃদয়.. ভ্রান্তি কিছেুতেই ঘোচেনা ...........’!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৩৯

*কালজয়ী* বলেছেন: আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা সুন্দরপাঠ্য।

২| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা কবিবগুরু রবীন্দ্র নাথ ঠাকুর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.