নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
"ঠাই নাই -ঠাই নাই- ছোট সে তরি-
আমার সোনার চা'এ গিয়েছে ভরি..."
.... কিন্তু কাঁচা চা-পাতা সস্তায় শায়েস্তা খাঁর যুগে গিয়ে ঠেকেছে...!! পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষীরা আবারো ফ্যাক্টরী মালিকদের সিন্ডিকেটের জ্বালে বন্দি.....!!!
( আজো কেন কান্দে আমার গাঁ...!-
আজো কেন কান্দে
আমার 'মা'....! )
.........................................
কিষাণ ফলায় ক্ষেতের ফসল
কিংবা আনাজ তরকারি,
আমজনতার মুখের খাবার
যখন যেমন দরকারী ।
ধান,সরিষা,পাট,চা,বাদাম
ফলায়-রক্তে- শরীর -ঘামে,
মেধা-মনন-শ্রমটা ফাও-
বিকোয় এখন পানির দামে ।
এই জমিনে আছে কী আর
এমন'তরো কোন হালাল ?
পণ্যে ভাগ বসাও তোরা
'মধ্যসত্ত্ব ভোগী দালাল'... !
ক্ষুদে চাষির ঘামের ফসল
তোমরা করো 'ইন্ডিকেট',
পানির দরে রক্ত কেনো-
বাজারে গড়ো 'সিন্ডিকেট'... !
চা-চাষিদের সবুজ পাতায়
বালাই তোরা হাজার দফার,
তোমরাই'তো তার আসল 'থিফস্' -
'লালমাকড়' কিংবা 'লোফার' !
ক্ষুদ্র চাষীর চা বাগানের
রক্ত-ঘামে মিল কর,
রক্তচাটা বাদুর তোরা
দেশের নব্য 'নীলকর' ।
অতিলোভে তাঁতী নষ্টের
ভাবনা ভুলে যেমন খুশ,
কামড়ে খাওয়ার স্বাদের বদল
মুখে ভরো 'লেমনচুষ' ।
ফুঁসছে মানুষ, ক্ষুব্ধ চাষী-
ভাঙ্গবে ওরাই 'সিন্ডিকেট',
দেয়ালে পিঠ ঠেকবে যখন-
পল্টি খাবে 'ইন্ডিকেট'... ।
========
২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: জানা নেই ...
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮
প্যারাডাইম বলেছেন: আপনার সঙ্গে একটি ব্যাপারে একমত নই। অনেকক্ষেত্রে বাগান মালিকরাই বরং শ্রমিকদের কাছে জিম্মি।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আপনি কি চা পাতায় ব্যবসা করেন?
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
টং চা'দোকানের চা'পাতা কি আসলে চা'পাতা?