নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। শৈশবের সহোদর/ সহপাঠিদের শেষ প্রস্থানে★★★ ।। - আহমেদ রুহুল আমিন।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৬

এইতো সেদিন-
অথচ কিভাবে শেষ হয় মাকাল সময় !
সুর্য অস্ত গেলে দিনমান বেচাকেনা শেষে
বন্ধ হয় হাটুরিয়া চালা-
দোকানের পসরা গুটিয়ে
একে একে নিভছে প্রদ্বীপ।

ভালো থেকো তোমরা অনেক ভালো থেকো-
ভালো থেকো বকমার্কা সিগারেট কিংবা
মোরগমার্কা দেশলাইয়ের খালি বাক্সের গুনাতারে
জোড়া লাগা কাণে-
'এয়ারফোনের সোনালী শৈশব' ।
ভালো থেকো-
তেজবলের ফলে ভরা কিংবা কচি পাটপাতার
গুটিতে ফোটানো
বাঁশের চোঙ্গের অদ্ভুদ বন্দুক 'ভুট্টুক' -
(যা দিয়ে শৈশবে খেলার মাঠে ফুটে উঠতো
ছোটখাট একাত্তুরের একটি মুক্তিযুদ্ধ)।

ভালো থেকো-
সিন্দুরই আম, পানিওল,আড়ালী কিংবা
নদীর চরের বনবড়াই ।

ভালো থেকো-
ভুতের অদ্ভুত ভয়ে ভরা সেতনাই,
শেওড়া কিংবা
হরমুদ্দীর ডাংগার বিশাল বটগাছ,
বাঘনুচরা- ময়নার কাটাবন,
বোরকার ধাম, মুন্সী ও কাজালুর ঘাট,
ইসাকের শড়া, সাতজামাতের ময়দান,
নদীর সিড়িওলা ''কুচুলিয়া মনি।

ভালো থেকো-খুব ভালো থেকো-
গোল্লাছুট, কানামাছি, বউচি, পাখিপুট-
বর্ষায় অলস সময় কাটানো চৌপাতি - কিংবা
চিড়াচেপ্টা সবুজ ঘাসের চাদরে -
সহপাঠীর আলিঙ্গনে সাজা
মাকড়সা কিংবা হাতি হাতি খেলা।

ভালো থেকো-খুব ভালো থেকো-
মোনা বু, গেদী বু- কেলী ভাবি,
আমাদের শৈশব চোখে কাপড় তুলে হিস্যু করা
লজ্জা না পাওয়া বুড়িদাদি,
কিংবা নদীতে অর্ধালোঙ্গ গোসলের জ্ঞাতি চাচি।

ভালো থেকো-
বড়দিঘীর শুভ্র শাপলা লতা, পাটপচা কাজলপানি,
ভরাট পুকুরে দিনমান ডুব সাঁতার,
জলের গভীরে মাটি ছোঁয়া কিংবা
জলে তাড়াকরা সদ্য বুকে উঠা পেয়ারা কিশোরী
লাইলি- জিন্নাতআরা ।

ভালো থেকো-
ফুটকী গোলাপ, বাঁশঝাড়- ভাটফুল-
ভোরের শিশিরে সিক্ত শিয়ালহুকো,
উজ্বল হলুদ বড়াই গাছের পরগাছা বিতসলতা,
হাতির কাণের আদল খোকশাপাতা ।

ভালো থেকো-খুব ভালো থেকো-
আকাশ বিদির্ণ করা বরষায় রোপালাগা তজুমুদ্দিন ভাইর
গলাছেড়ে গাওয়া ভাওয়াইয়ার করুণ সুর -
’আকাশেতে নাইরে চন্দ্র কি করে তার তারা'।
কিংবা-
শ্রাবনের টিনের চালে বৃষ্টির শব্দের মতো
জব্বার দাদার কোরআন পড়া।

ভালো থেকো-
সহপাঠি পবিত্র-যামিনীর সরলতা, দু্র্গোৎসবে পুজোর মন্ডপে দেবীর দর্শনে ওদের মা দিদিদের দেবী ভাবা ।
ভালো থেকো-
শৈশবের প্রথম পাঠ শিশুমলাট,
কৈশোরের ভাললাগা শুকতারা, যাদুকর, রিক্সাড্রাইভার, খায়রুল হাসর, চিত্রালী-পু্র্বানীর নায়িকার ছবি।

ভালো থেকো- খুব ভালো থেকো-
শৈশবের লালস্কুল, টিপকলম, রোলটানা খাতা-পেনসিল, কাঠি চকলেট, গোলাপ রঙ্গিন হাওয়াইলাড়ু, লেমনচুজ, রোদপোড়া ঠান্ডা আইসক্রিম,
হেড স্যার মুজিবর স্যারের কানমোলা,
সুরে পড়া নামতা, ক্ষিদে পাওয়া ছুটির ঘন্টা ।
ভালো থেকো- খুব ভালো থেকো
ইস্কুল ফেরৎ রাস্তার ফুটপাত,
কালভার্ট/ ব্রীজের রেলিং ধরে
সড়াৎ করে নীচে নামার দুষ্টুমী - দুষ্টুমী খেলা!!

---------------------++--------------------

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতাটি পড়ে ছোট বেলার কথা মনে পরে গেলো। সেই প্রাইমারী স্কুলের কথা, স্যারদের কথা, যাওয়া আসার পথে দুষ্টমীর কথা, প্রতিবেশীর কথা, মেলার কথা, গাছে জাম পেরে খাওয়ার কথা, স্কুলে আমগাছে উঠার কথা, বটগাছে উঠার কথা, আরো যে কত কথা, অব্যক্ত কথা সবই মনে পরে গেলো।

২| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো।

৩| ০৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.