নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

হোচট

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:২০

শৈশবে হাটতে

খেয়েছি হোচট,

হাতে-পায়ে, নাকে-মুখে

লেগেছে চোট।

বড়ো হতে হতে কতো

খেয়েছি আছার,

কতোনা কষ্টে সময়

গিয়েছে বাছার ।

কতো স্মৃতি কতো গাঁথা

জমাট বুকে,

শিশুকাল কেটে গেছে

হোচট মুখে।

রঙ্গীন স্বপ্নে বিভোর

কৈশোর দিন,

‘*একাত্তুরের’ হোচট

করেছে মলিন।

যৌবনকাল ঘাত -

প্রতিঘাতময়,

অর্থ অনর্থের মুলে

গেছে অসময়।

নষ্ট মানুষ- সমাজ,

নষ্ট বিবেক,

হোচটে সরে গেছে

বুকের আবেগ।

এ জীবনে দেখা কতো

বিবেক বাজার,

হোচটে আঘাত শত

হাজারে হাজার।

সময়ে হাটতে গিয়ে

খেলি কানামাছি,

হাটা শুরু যেখানে -

সেখানেই আছি।

জীবন সায়াহ্নে হোচট

খেয়ে যাই আজও,

যদিবা হাটতে গিয়ে

নেই কোন কাজও ।

* ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ।

========

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

এটা কী যুদ্ধের সময় লিখেছিলেন

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: * একাত্তর কে বুঝানোর জন্য নীচে ১৯৭১(*) সালের মুক্তিযুদ্ধ লিখেছি । ওই সময় সময় আমি ৬/৭ বছরের কিশোর ছিলাম এবং মুক্তিযুদ্ধটা খুব কাছে থেকে দেখেছি বলা যায় মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.