নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

আশ্বিনা...

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৭

তিনদিন হয় ঝড়ছে যে ঝড়
নামটি তার 'আশ্বিনা',
এমনদিনের মজার খাবার
`ডাল-খিচুরি পাচ্ছিনা'।

রাস্তা-ভরা কাদা-পানি
দিনভর কোথাও যাচ্ছিনা,
গিন্নী বানায় কতো খাবার
মজার খাবার খাচ্ছিনা।

কত্তো-কত্তো জরুরী কাজ
কাজে কোথাও যাচ্ছিনা,
নিত্য যে ঘুম আসার কথা
`সেও বলে আজ আসছিনা'।

আকাশভরা মেঘ শুধু আজ
মেঘের দেশে ভাসছিনা,
মেঘের কোলে 'রোদ' হাসবে
এই ভেবে আর হাসছিনা ।
-------------------------

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৬

আজব লিংকন বলেছেন: পুরো কবিতাটি পড়ে দেখলাম
শুভকামনা না দিয়ে যাচ্ছি না।
হঠাৎ করে কি যে হলো
কিবোর্ড-এর সংযোগ পাচ্ছিনা।

হা হা.. সুন্দর কবিতা।
কাল আমের আচার দিয়ে খিচুড়ি খেয়েছিলাম।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
কালকে রাতে খিচুড়ি খেয়ে ছিলাম তবে লিংকন ভাইয়ার আমের আচারের কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল।
যে কোনও সিজন সেটা হোক আমি, জলপাই,চালাতে, বড়ই,টেটুল। মুর্দ্দা কথা টক জাতীয় সকল আচার জাতীয় ফলের সিজনে
আচার বানিয়ে রাখতেন আর এই বর্ষার সময় বা বৃষ্টির দিনগুলোয় খিচুড়ি সাথে আচার।
মা মারা গেছেন প্রায় পাঁচ বছর এখনও খিচুড়ি আচার খাই কিন্তু সেই স্বাদের আচার আর খিচুড়ি খাওয়া হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.