নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া কিংবা তোমার ফিরে আসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১


হারিয়ে যাওয়া কিংবা তোমার ফিরে আসা
শাহাবুদ্দিন শুভ

দেড় যুগ আগে কোন এক শীতের বিকেলে
তোমার মায়াবী কণ্ঠের আহ্বান।
তুমি জানালে, মানবতার জন্য
নিজেকে বিলিয়ে দিতে চাও।
আমি যেন মন্ত্রমুগ্ধের মতো—
তোমার কথা শুনে যাই।
কোন এক অজানা মোহে
তোমার সাথে কথা বলতে ভালো লাগত।

মুঠোফোনেই তোমার সাথে কথোপকথন,
ছিল তোমার দেখা করার আকুলতা,
কিন্তু
আমি কেন সেই পথে হাঁটিনি—
তার কোনো উত্তর নেই আমার কাছে।

হঠাৎ তোমার মুঠোফোন আর বাজে না,
আমার আহ্বানেও নেই কোনো প্রতিউত্তর।

দেড় যুগ পরে আবার যখন
একইভাবে কথা হলো,
তোমার স্বপ্নগুলো সত্যি করেছো।
মানুষ ও মানবতার জন্য
তোমার কাজগুলো
অব্যাহত থাকুক অনন্তকাল।

হয়তো স্বশরীরে তোমার সাথে
কখনো দেখা হবে না,
হয়তো আবার কোনো খামখেয়ালিতে
তুমি হারিয়ে যাবে—
হয়তো না?
তবে অনন্তকাল,
কেউ একজন তোমার ভালো কাজের জন্য
শুভকামনা করবেই।

প্যারিস, ১৫.০২.২০২

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

শায়মা বলেছেন: বাহ! খুব সুন্দর!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪০

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৭

শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৯

শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.