![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
তোমার শহর কিংবা তুমি
শাহাবুদ্দিন শুভ
তোমার শহর, কিংবা তুমি—
আজ বড়ই অচেনা।
যেখানে একসময় তোমার
অলিগলিতে ছিল আমার
স্বাধীন পথচলা।
তুমিও চেয়েছিলে
আমার মাঝে হারিয়ে যেতে,
আমার অস্তিত্বে মিশে যেতে—
ছিল না কোনো বাধা!
আর আজ, তুমি কিংবা
তোমার শহর,
দূরে সরে গেছো অনেক,
অচেনা হয়ে গেছো সময়ের ফাঁকে।
তবু প্রতিটি মুহূর্তে
তোমাকে, আর তোমার শহরকে
মনে পড়ে—ভীষণ ভালোবাসি!
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৫
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪০
রানার ব্লগ বলেছেন: তোমার শহরে এক মুঠ স্মৃতির ধুলো
ছড়িয়ে দিয়ে পালিয়ে যাবো একদিন।
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসাধারণ লিখেছেন।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৪১
বাকপ্রবাস বলেছেন: তোমার শহরে তুমি নেই আজ অন্য শহরে বাস
অথচ সেই সহর ডাকছে আমায় দারুণ সর্বনাশ
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৪০
নকল কাক বলেছেন: চমৎকার কবিতা