![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
মায়া নাকি ভালোবাসা ?
শাহাবুদ্দিন শুভ
ভালোবাসলে নাকি কখনও কখনও
ভুলে যাওয়া যায়!
আস্তে আস্তে মুছে দেওয়া যায়
পাওয়া আঘাত,
হৃদয়ের ক্ষত।
একদিন সব ভুলে
নিজেকে আবার গড়া যায়,
নতুন কারো হাত ধরে
বাঁধা যায় ঘর।
কিন্তু শোনা যায়,
যার জন্য জন্মায় ‘মায়া’
তাকে কি ভোলা যায়?
তাই তো ভাবি—
এত বছর পরও
কেন আমি তোমায় ভুলতে পারিনি?
কেন মনের গভীরে
আজও তোমার অস্তিত্ব অনুভব করি?
এটা কি তবে
তোমার প্রতি আমার মায়া,
নাকি এখনো অমলিন ভালোবাসা?
প্যারিস, ২৬/০২/২০২৫
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৪
শাহাবুিদ্দন শুভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:০৭
সাইফ-১২০৯ বলেছেন: সত্য মায়া থেকে পালানো যায় না ভাই যদিও খাতা কলমের ভাষায় মায়াটা একটা অবাস্তব ভ্রম তবুও সব কিছু জানার পরেও এই মায়া ছাড়ে না দর্শনের সকল যুক্তিতর্ক দিলেও এই মায়ার কাছে সব বাস্তব যুক্তিই যুক্তিহীন
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭
শাহাবুিদ্দন শুভ বলেছেন: সহমত ভাই। কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২২
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১
শায়মা বলেছেন: মনে হয় এটার নাম বিরহ বেদনা।
শুভ নামে আমাদের এখানে একজন খুব ভালো পাঠক ছিলো। এখন সে আর আসে না। এমনি করে কত মানুষ হারিয়ে গেলো।
পড়ে রইলো মায়া এবং স্মৃতি....