![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০
শাহাবুদ্দিন শুভ
কোথাকার মানুষ কোথায় যায়,
ছেড়ে যায় আপন ভুবন,
পিছু ফেলে প্রিয়জনকে,
শেকড় ছিঁড়ে নিরুপায় মন।
সুখের আশায় পথচলা,
স্বপ্নভরা দু'টি চোখ,
কিন্তু সুখ কি ধরা দেয় -
কেন যেন রয় অদৃশ্যলোক!
কখনও টাকার অভাব,
কখনও বাড়ি-গাড়ি,
সব পেয়েও ফাঁকা লাগে,
হারিয়ে যায় কত কিছু ছাড়ি।
সুখ যে আসলে হৃদয়ের কথা,
বাহ্যিক কিছু নয় ।
যা আছে তা নিয়েই হাসো,
সুখ ঠিক তোমার সঙ্গেই রয়।
ফ্রান্স : ২৮/০৩/২০২৪
৩০ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৩৮
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।