নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাবুদ্দিন শুভ

শাহাবুিদ্দন শুভ

শাহাবুদ্দিন শুভ লেখালেখির নেশাটা ছাড়তে পারিনি। তাই এক সময় জড়িয়ে গেলাম সাংবাদিকতায়। কাজ করেছি দেশ ও দেশের বাহিরের পত্রিকাতে। আর এখন পুরোপুরি একজন ব্যাংকার স্বত্ব সংরক্ষিত e-mail- [email protected] ০০৮৮ ০১৭১৬ ১৫৯২৮০ e-mail- [email protected] +৮৮ ০১৭১৬১৫৯২৮০

শাহাবুিদ্দন শুভ › বিস্তারিত পোস্টঃ

Flight Experts ও শেষমেশ পালালো

০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ১:৪০


বাংলাদেশে মনে হয় আর কোনো অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়াতে পারবে না। নতুন কিছু শুরু হলেই কিছুদিনের মধ্যে সেটা ভেঙে পড়ে, ধ্বংস হয়ে যায় কিংবা উদ্যোক্তারা টাকা নিয়ে গা ঢাকা দেয়। Flight Experts-এর ঘটনা তারই একটি চরম উদাহরণ।একটা সময় মানুষ বিশ্বাস করেছিল, দেশেই আন্তর্জাতিক মানের একটি টিকিট বুকিং সেবা তৈরি হয়েছে। অথচ, আজ সেই প্রতিষ্ঠানটা আর নেই। কোটি কোটি টাকার গ্রাহক অর্থ আটকে গেছে। কোনো জবাবদিহিতা নেই, নেই আইনগত প্রতিকারও।
সমস্যাটা কোথায়?

সবাই এখন অল্পদিনে বড়লোক হতে চায়। পরিশ্রম, সততা আর দীর্ঘমেয়াদি লক্ষ্য এখন অনেকের কাছেই মূল্যহীন। ব্যবসা মানেই যেন চাতুরী, সুযোগ নিয়ে ফাঁকি দিয়ে টাকা কামানো। এই মানসিকতা যতদিন না বদলাবে, ততদিন বাংলাদেশে অনলাইনভিত্তিক উদ্যোগ টিকবে না।

sorry to say আসলে সব শালারা বাটপার

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৬

ইএম সেলিম আহমেদ বলেছেন: Flight Experts-এর ঘটনাটি অবশ্যই হতাশাজনক। তবে এর মানে এই নয় যে সব অনলাইন উদ্যোক্তা প্রতারক। অনেকেই আছেন যারা সততা ও পরিশ্রম দিয়ে দেশীয় প্রযুক্তি খাতে অবদান রাখছেন - যেমন Pathao, Chaldal বা 10 Minute School।

সমস্যা শুধু উদ্যোক্তাদের নয়, বরং জবাবদিহিতার অভাব, দুর্বল আইন এবং সচেতনতার। একটি-দু’টি ব্যর্থতায় পুরো ক্ষেত্রকে খারাপ বললে সত্যিকারের ভালো উদ্যোক্তাদের অপমান করা হয়।

সমালোচনার পাশাপাশি সমাধান খুঁজে নেওয়াটাই জরুরি।

২| ০৩ রা আগস্ট, ২০২৫ দুপুর ২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: খুবি হতাশাজনক।

৩| ০৩ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৫

ডি এইচ তুহিন বলেছেন: হতাশাজনক

৪| ০৩ রা আগস্ট, ২০২৫ রাত ১১:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া খুবই জরুরী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.