নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়তো বা অনেক কিছুই আমার মাঝে নেই , তবুও যা আছে তাতেই আমি খুশী , তাই আমাকে আমার মত থাকতে দেন । আমি কোন দিনও অন্য কারো মত হতে চাই না

শৌভিক শুদ্ধচারক

হয়তো বা অনেক কিছুই আমার মাঝে নেই তবুও যা আছে তাতেই আমি খুশী

শৌভিক শুদ্ধচারক › বিস্তারিত পোস্টঃ

কালো যাদু (পর্ব ১)

০৯ ই মে, ২০১৫ রাত ৯:১১

দুপুরের কোনো একটা সময় বাইরে কর্কশ কন্ঠে ঔ
মেহগণি গাছের কাকের দলগুলো ডাকছে;
হয়তো বা খাবার নিয়ে আর একটা দলের সাথে
ঝগরায় মেতেছে | এদিকে গণি মিয়া খুব শান্তির ঘুম
ঘুমোচ্ছে
গণি মিয়া একজন খুনি,সে টাকার বিনিময়ে মানুষ খুন
করে আর তার খুন করার পদ্ধতিও আলাদা |
সে খুন করার পর লাশের চেহারা খুব বিভৎসভাবে
বিকৃত করে বস্তায় ভরে পদ্মায় ভাসিয়ে দেয় এবার
গ্রামের এক প্রখ্যাত ও বিত্তবান ব্যাবসায়ীর
কাছ থেকে তার জন্য একটি কাজ এলো | ব্যাবসায়ী
তার দুইজন লোককে পাঠালো গণি মিয়াকে নিয়ে
আসার জন্যে;
দারোয়ানের একজন গণি মিয়ার দরজায় ঠক ঠক
করে ডাকতে লাগল-
গণি মিয়া ও গণি মিয়া.....
গণি মিয়া ঘুম ছেড়ে ওঠে অত্যন্ত রাগী স্বরে বলল-
কে? কে ওইখানে?
দারোয়ান সাথে সাথেই বলে ওঠল তোমাকে বিজন
বাবু ডেকেছেন এক্ষুনি,তারাতার ি চলো
গণি মিয়া হাত মুখ ধুঁয়ে সাথেই সাথেই বিজন বাবুর
বাড়িতে চলে গেল
বিজন বাবু :এসেছ গণি মিয়া, বসো বসো | তোহ
কিখাবে চা নাস্তা
গণি মিয়া কিছুক্ষণ নিস্তব্ধ রইল তারপর হঠাৎ কি
মনে করে বলল- টেকা চাই আমার অঢেল টেকা....
বিজন বাবু হাসতেই হাসতেই বললেন আচ্ছা ঠিক
আছে ঠিক আছে সব পাবে
বিজন বাবু :তোমাকে যে কাজের জন্য ডাকা হয়েছে
তা করতে পারবে তোহ?
গণি মিয়া বাবু পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা
আমি করতে পারি না টাকার জন্য আমি নিজের
জীবন পর্যন্ত দিতে পারি |
সে যে কী অট্টহাসি গণি মিয়ার এবার সে বলল -
কাজটা কী বাবু ?
কোনো শয়তানরে মারতে হইবো নাকি?
বিজন বাবু :নাহ!!! তোকে একটা সদ্য দাফন করা
লাশের মাথা কেটে আনতে হবে....
গণি মিয়া একটু ঢোক গিলে বলল কিন্তু বাবু আমনি
লাশের মাথা দিয়া কী করবেন?
বিজন বাবু :আরে ঔসব তোর জানার বিষয় না
তোকে আমি নির্ধারিত দশ দিন দিবো এই দশ
দিনের মধ্যে তুই কাজ না করতে পারলে আমাকে
তোর বদলে আরেকজন মানুষ রাখতে হবে |
গণি মিয়া : না বাবু না আমি ঠিকই দশ দিনের
মধ্যেই আমনার কাজ কমপিলিট কইরা দিমু..... তোহ
এখন যদি কিছু টেকা আমারে দেন উপকার হইবো
বিজন বাবু : ধর এই তিন হাজার টাকা নেয় কাজ
হয়ে যাওয়ার পর বাকি গুলা নিয়ে নিস;
আচ্ছ বাবু আসি তাহলে, 'আসছলামুআলাইকুম '
এই বলে গণি মিয়া চলে গেল
বিজন বাবু একটা অত্যন্ত খারাপ লোক অতীতে সে
বহু অনৈতিক কর্মকান্ড করেছে আর তা মাটিচাঁপা
দেওয়ার জন্য অনেক খুনও সে করেছে আর তাই
অতীতকে মাটিচাঁপা দেওয়ার জন্য আজ সে ভন্ড
সমাজসেবক সেজেছে
বিকেলের পড়েই বিজনবাবু বেরিয়ে পরে এক
তান্ত্রিকের উদ্দেশ্যে বিজন বাবুর খুব
অল্পবয়সেই ক্যান্সার হয় আর এই ক্যান্সারের
চিকিৎসার জন্য তিনি বিদেশেও গিয়েছিলেন আর
সবার জবাব একটাই তিনি আর বেশিদিন বাঁচতে
পারবেন না তাই মৃতু আর নরকের ভয়ে তিনি সেই
তান্ত্রিক ও কালো যাদুর সরণাপণ্য হোন |
বিজন বাবু খুব গোপন সহকারে সেই তান্ত্রিকের
আশ্রয়স্থলে প্রবেশ করেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.