নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমেদুর রাহমান চৌধুরী

আহমেদুর রাহমান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদ মোবারক , জনতার কোরবানী সফল হোক

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৬

ব্লগের পক্ষ থেকে সকল পাঠক, পাঠিকা ও দেশের সকল জনতাকে, ঈদ মোবারক,ও শুভেচ্ছা। দেশের এই ক্রান্তিকালে প্রচনড ধৈয্য,বিচক্ষণতা, মানবতা,উদারতা,সততা,মমতা,ভালবাসার এক সিম্পল হল"কোরবানী "কোরবানীর তাতপর্য আমরা সবাই কমবেশী জানি,,কিনতু এর শিক্ষনিও দিকটা মানতে পারি কয়জন।এই কোরবানীর শিক্ষা যদি বাস্তবে প্রতিসটা করতে পারতাম,তবে আজ মানুষের মনুষততের কুরবানি হতনা,বিবেকের কুরবানি হতনা,সমাজে বে ইনসাফি হতনা, বেআইনি হতনা,মা,বোনের ইজজতে হামলা হতনা,১১ মাসের শিশু হাজতে যেতনা,হাজার হাজার মানুষ রাসতায় পুরে,ভাংচুরের কবলে,পুলিশের গুলিতে জীবন দিতনা।৭১ এর সাধীনতার যুদ্ধকালে যত জনতার কোরবানি হয়েছিল,তারও কয়েক গুন বেশী জনতা সাধীনতার পর থেকে এপর্যনত বলি হয়েছে।কেন ? তবে কিসের জন্য, কার জন্যে এই সাধীনতা।১৫ আগসটে কাঁদ বাংগালি কাঁদ।কেন কাঁদব? কার জন্য কাঁদব? জবাব দিন।কাঁদতে হলে ২৬ মারচ,১৬ ডিসেম্বর কাঁদব।তাছাড়া প্রতিদিনইত শত শত পরিবার তাদের সনতানের লাশ নিয়ে কাঁদছে।আরও কাঁদতে হবে জাতিকে।৭১ এর লাখ শহিদের সপ্নভংগের অভিশাপ,আজকের এই দেশের করুন পরিনতির কারন।এই অভিশাপ থেকে বাঁচার একমাতর পথ হল মুক্তিযুদ্ধের আসল উদদেশ্য বাস্তবায়ন করা,,গানধী পরিবারের উদদেশ্য নয়।এদেশের মানুষের পঞ্চ মৌলিক অধীকারের সাধীনতা,বাক সাধীনতা, আইনের সাধীনতা, মিডিয়ার সাধীনতা, সহ সকল প্রকার সাধীনতা আজ ভুলুনটিত। সকল প্রকার সাধীনতা যদি ফেরানো না যায়,তবে আমাদের ৭১ ব্যর্থ,মানবতা ব্যর্থ, লাখ মানুষের বলিদান ব্যর্থ,।তাই আজ সময়ের দাবি, ব্যর্থতার মধ্যে ব্যর্থ না হয়ে আবারও মানবতার মুকতির শপত গ্রহন করি।এই কোরবানির ঈদ, আমাদের জীবনে ত্যাগের শিককা নিয়ে আসুক,জনতার হাজারও কোরবানী সফল হোক। সুনদর আগামির প্রত্যাশায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.