![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার নিজের রহস্যই এখন পর্যন্ত সমাধান করতে পারি নি। আপনাদের কি বলব????
অল্প সময়,
তারপরেও অনেকটাই
ভালোবেসেছি।
জানি না কেন,
জানতে চাইনি কখনো
থাকুক না কিছুটা রহস্য
অদ্ভুত স্মৃতি।
হঠাৎ একযুগ পর
কথা,
অন্ধকারের আড়ালে
শত আলোর ভিড়ে
তোমায় খুঁজিনি
কারণ
ভালোবাসি।
শত বৎসরের স্মৃতিময় এই
আকাশ গঙ্গার ক্ষুদ্র গ্রহটিতে
দুটি প্রাণি, দুটি ভিন্ন বেশে
ভালোবেসেছে
হঠাৎ অস্পর্শে।
বিস্মিত হয়ে তাকিয়ে দেখি,।
এক অদ্ভুত সৌন্দর্য
সেখানেই খুঁজি অন্তিম আশ্রয়
তোমার ছবি।
,,,,,,,,,,, ,,,,,,,,,,,, ,,,,,,,,,
।।।।।।।।।।।।।।।।।।।। নীল
©somewhere in net ltd.