![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে এসছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। আমার ধারণা ছিল নেট ফ্রেন্ডশিপ বা এইসব ব্লগচর্চা যারা করেন তারা নিম্মশ্রেণীর প্রাণী নন। কিন্ত্র ক্রমশ: আমার ধারণা পাল্টে দিচ্ছে এস্কিমো টাইপের কিছু বুদ্ধিজীবী। যারা স্বগোত্রীয় নিকের আন্দোলনে ফের ক্ষমতা ফিরে পেয়েছেন। এমন এমন সব বিশ্রি বিশ্রি মন্তব্য কোনও কোনও ব্লগাররা করেন যে অ্যাসথেটিক এর নিম্মতম শর্তটাও আর বজায় রাখে না। এরা সেইসব বস্তাপঁচা রাজনীতির সন্তান যাদের পিতৃপুরুষেরা জাতীয় সংসদে মহান আদালতে লাখো জনতার ভিড়ে নোংড়া বস্তিবাসীগালি দিয়ে অপর পক্ষকে ঘায়েল করে। রাজনৈতিক প্রতিহিংসা মানুষকে অমানুষ বানিয়ে ফেলে। আর সেসব অমানুষরা প্রতিনিয়ত ব্লগের পরিবেশকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। সৃজনশীল সাহিত্যরচনার এমন বিশাল ক্ষেত্রটিকে তারা রাজনীতির লিফলেট বানিয়ে ফেলেছে। এখানেও তারা জনপ্রিয় নেতা-নেতৃ হয়ে ওঠার অপতৎপরতা চালায়।
তার হয়ত মনে করে অশ্লীল মন্তব্য মানুষকে সুড়সুড়ি দেয়, আর সেই সুড়সুড়িতে মানুষ আরও বেশি বেশি ব্লগে আসবে, তাহলে ভুল করবেন। ইন্টারনেটে বসে বিশ্রিকথা বা যৌন উত্তেজক বাণী শোনার চে যার মিনিমাম জ্ঞান আছে নেট সার্চ করার তারা খুব সহজেই পেতে পারেন সেসব অশ্লীল সাইট। সো ব্লগটাকে দয়াকরে কেউ কালিমাযুক্ত করবেন না। হনলুলুর মতো নোংরা চিন্তার মন্তব্যকারীকে ব্লগে স্থান দেওয়ায় আমার সন্দেহ হয় সা.ইন কর্তৃপক্ষ আদৌ কোনও মডারেশন বা অবজারভেশন করেন কি না। আর যদি তারাও মনে করেন যায়যায়দিনের মতো পর্ণগল্প ছাপিয়ে মার্কেট কিনবেন তাহলে দয়াকরে এক্সভিডিও নিয়ে রাস্তায় নামুন, সফল হবেন। প্রতিটি মানুষ রক্তেমাংসে গড়া। সুড়সুড়ি ভালো লাগবেই।...
কিন্তু মানুষ হয়ে যদি পশুর মতো সবখানে আদিমতাকে ছড়িয়ে দিতে চান সেটাকি অন্যায় হবে না।
যারা গালিবাক্য উচ্চারণকরে ব্লগে আসেন তাদের প্রতি আমার কোনও অনুরোধ নেই শুধু এইটুকু বলবো লেখাটি লেখার সময় একবার ভাবুন লেখাটি আপনার ছোটভাইবোনমাবাবা পড়ছে, কেমন লাগবে? অবশ্য যদি তেমন পারিবারিক ভিত থাকে! আর যদি রাস্তার, ফুটপাতকুমারীকন্যার সন্তান হন তাহলে ভিন্নকথা।
সবশেষে বলবো-
অশ্লীলতাকে আর টানবেন না। অশ্লীলতাকে আশ্রয়করে লেখার মাঝে কোনও বাহাদুরি নেই। প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা পশু লুকিয়ে থাকে, সেটা লুকিয়ে রাখতে পারেই বলে সে মানুষ। কিন্তু সবাই যদি উলঙ্গ করে দেয় তবেকি লজ্জায় মুখ ঢাকতে হবে না আপনাদের?
আমিও পারি, অত্যন্ত অশ্লীলভাবে গল্প-কবিতা ছড়া লিখতে। আমার জানুর সঙ্গের রাতগুলোকে আমি অবলীলায় কাব্যে রূপ দিতে পারি, কিন্তু সেসব যদি প্রকাশ করি আমি নিশ্চিত অনেকেই ব্লগছেড়ে পালাবেন। মিনিমামভদ্রলোকের ঘরে যার জন্ম হয়েছে।
আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো সবাইকে অশ্লীলতায় ডুবতে দেবেন না। এখনই ব্যবস্থা নিন।
নয়ত...
দেখে নেবো কে পারে কতটা অশ্লীল হতে...
আজ যেমন গর্বকরে বলতে পারি সবাইকে আমি ব্লগের সদস্য, একদিন লুকিয়ে পড়তে হবে। যেভাবে লুকিয়ে দেখে খারাপ জিনিস। যেভাবে বিছানার তলে লুকিয়ে রাখে যায়যায়দিনের বিশেষসংখ্যা। কেউ এলেই লজ্জায় লাল হয় কিশোর-তরুণীরা। অথচ এই যায়যায়দিন যখন আমার স্যাররা পড়ত, বড়ভাইরা পড়ত, রাজনীতি নিয়ে গভীর আলোচনা করত কত মূল্যবান ভাবতাম!
আসুন অশ্লীল অশালীন গালিটাইপের লেখা এবং মন্তব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখি।ব্লগহোক সৃজনশীলতার সেরা প্রয়াস।
২| ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৫
হুমমম... বলেছেন: আওয়ামী টীম এরচেয়ে ভাল আচরন কিভাবে করবে? মনে কষ্ট নিয়েন না। ভাল খারাপ মিলিয়েই থাকতে হয়।
লেখার সাথে সহমত।
৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮
রামন বলেছেন: ভাল লিখেছেন । ব্লোগে গালিগালাজ সংক্রান্ত লেখা বর্জন বান্ছনীয়। কেউ কাকে ব্যক্তি আক্রমন করতে পারবে এটি সমর্থন করি।এসব ব্যপারে নীতি-রীতি প্রনয়ণ করা যেমন জরুরী তেমনি কতগুলো ব্লোগার যাদেরকে নব্য ফতোয়াবাজ হিসেবে জানি এসকল ফতোয়াবাজদের উদ্ভট,মিথ্যাচার, বিভ্রন্তি মুলক পোষ্টকে ও তার নিককে ব্যান করা সর্বজরুরী। সেটি না করা হলে আজ আমি গালিগালাজ বিরোধী আগামীকাল থেকে গালিগালাজ লিখবো না ,নিশ্চয়তা দিতে পারছি না।
৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৭
এস্কিমো বলেছেন: কিন্ত্র ক্রমশ: আমার ধারণা পাল্টে দিচ্ছে এস্কিমো টাইপের কিছু বুদ্ধিজীবী।
- আমি কি করলাম।
প্রথম কথা হলো আমি বুদ্ধিজীবি - এটা কে বললো আপনাকে?
আর কারো আন্দোলনে আমার ব্যান মুক্তি হয়নি। কর্তৃপক্ষ ১০ দিন ডিটেশনান পিরিয়ড শেষে মুক্তি দিয়েছে।
বাকীটা আপনার রুচী - আপনার ভাললাগা মন্দ লাগা।
আমার কোন মন্তব্য আপনার খারাপ লাগলে বলেন - নতুবা ব্যক্তি আক্রমনের জন্যে আপনার নামে অভিযোগ করা হবে।
ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪২
অহনা বলেছেন: আমি দুঃখিত এবং অত্যন্ত দুঃখিত। আপনি অতিশয় হৃদয়বান এবং ভদ্রলোক বলেই হয়ত জবাবে কোনও কটূমন্তব্য করেননি। আমি লজ্জিত আমার ভুলের জন্য। জানি না কার ব্লগপড়ে তার দায় আপনার ঘাড়েই দিয়ে ফেলেছিলাম! এখন আবার মোটামুটি সবগুলোই পড়ার চেষ্টা করলাম। আসলে আপনার লেখা তথ্যবহুল। ভালো এবং গ্রহণযোগ্য।
তবে ফিরে আসার পর সদর্পি একটি ঘোষণা ছিল, যা ঢাবির শিক্ষকদের সুরের সঙ্গে মিলে যায়। আমিতো কিছু টিচারকে চিনি! আর হয়ত জামাতবিদ্বেষবশত কোথাও ইসলামকে ছোটকরেছেন যেটা আমার ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছে। তাই অমন অপবাদ আপনাকে দিয়েছি।
ভুলের জন্য। আবারও স্যরি! স্যরি! স্যরি!
৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১০
বহুরূপী মহাজন বলেছেন: আমার জানুর সঙ্গের রাতগুলোকে আমি অবলীলায় কাব্যে রূপ দিতে পারি, কিন্তু সেসব যদি প্রকাশ করি আমি নিশ্চিত অনেকেই ব্লগছেড়ে পালাবেন।
৬| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১২
বহুরূপী মহাজন বলেছেন: সমস্যা আছে, কোন মেয়ে এই ভাবে লিখবে না!!!!
৭| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ম্যাডাম ! আপনিতো অত্যন্ত রুচিসম্মত পোষ্ট দিয়েছেন । যেখানে আমরা পর্ণো মুভির সিডির ব্যাপারেও জানতে পারছি ।
তা, ভাই, আপনার যে আরেকটি নিক আছে, সেটি যেন কি ? বললে কৃতার্থ হতাম ।
৮| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮
বিবর্ণ বলেছেন: এই পোষ্টটা ক্লিপ করা হোক।
১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৩
অহনা বলেছেন: ইশ! যদি হতো!
৯| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আর আপনার জানুর সঙ্গে রাত কাটানোর ব্যাপারে যেটুকু উল্লেখ করেছেন, সেটুকুই কিন্তু আমার কাছে অশ্লীল ঠেকছে । ইঙ্গিতটাতো খুবই অশ্লীল হয়েছে ।
সেরকম আমরাওতো কারো না কারো জানু রে বোন ! কই আমরাতো সে কাহিনী ব্লগে লিখছিনা । কে লিখেছে সেরকম কিছু একটা লিঙ্ক দেন তো , প্লীজ !
১০| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৪
এস্কিমো বলেছেন: ইন্টারেস্টিং ........
১১| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৬
কাজী এবি..মনসুর বলেছেন: অহনা আপু@ আপনি অথরিটির কাছে গুন্ডাদের হয়রানিমুলক কর্মকান্ডের ব্যাপারে কমপ্লেইন করুন। না হলে আপনাকে ওরা আর্ও অপমান করবে। অশালীন কথা বলবে। http://www.somewhereinblog.net/feedback
১২| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:২৮
এস্কিমো বলেছেন: কাজী এবি..মনসুর
আপনি ভাল আছেন।
১৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩১
কাজী এবি..মনসুর বলেছেন: Drop Down Box হতে Compalint about user সিলেক্ট করতে হবে।
১৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩২
মাইনুল বলেছেন: অহনা আপু, থাক ওদের উপর আর রাগ করবেন না। আসুন আমরা সবাই ভালবাসা দিয়ে ওদেরকে আলোকিত করি।
১৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩২
কাজী এবি..মনসুর বলেছেন: এস্কিমো@ জ্বি ভাল আছি। আপনি একজন বয়স্ক লোক হয়ে একজন মহিলাকে কেন অপমান করছেন।
১৬| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৩
কাজী এবি..মনসুর বলেছেন: অহনা আপু@ আপনাকে আগেই বলেছিলাম কমপ্লেইন করতে। এখন দেখুন নতুন গুন্ডার আবির্ভাব হয়েছে।
১৭| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৪
কতবতবকতকত বলেছেন: বাহ পোস্টটা তো খুবই শ্লীল, এইখান থেকে মেশক আম্বরের গন্ধ বের হচ্ছে!
আহারে! আমার এত সাধের এই ব্লগটা চোখের সামনে ছাগুতে ভরে যাচ্ছে! আপসুস।
১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:০০
অহনা বলেছেন: পশু হত্যা আর গরু জবাই এক জিনিস নয়। মহামান্য সিনিয়র! আপনার মন্তব্যে পুলকিত হতাম। আজ একটু হতাশ! আমার স্যার সেদিন বলে যে সত্য হলেই সেটা সুন্দর, তা কিন্তু নয়, সন্তান কীভাবে হয় সেটা আমরা সবাই জানি তাই বলেকি আমরা বলে বেড়াই যে বাবা মার এইএই কারণে ছেলে মেয়ে হয়?
আপনিকি বলবেন স্যার অশ্লীল! অ্যাকচুয়েলিটিকে তুলে ধরতে স্যার রাগে অতটুকু বলেছেন। চ্যানেলগুলোর নির্লজ্জ ব্যবহার দেখে।
১৮| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৭
রামন বলেছেন: ভাইজানের দেহি জামাতি গো লেহান উস্কানী দিতাছেন ,মতলবটা কি,হিরো হইবার চান নি?
১৯| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৪
এস্কিমো বলেছেন: কাজী এবি..মনসুর বলেছেন: এস্কিমো@ জ্বি ভাল আছি। আপনি একজন বয়স্ক লোক হয়ে একজন মহিলাকে কেন অপমান করছেন।
- কোথা কে কাকে অপমান করছে? আপনার নামে অভিযোগ করা হলো। মিথ্যা কথা বলে আমাকে হেয় করার জন্যে।
২০| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৬
এস্কিমো বলেছেন: কোন অসুবিধা নেই - ধন্যবাদ অহনা।
২১| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৭
আরিফুর রহমান বলেছেন: আপনাদের এই 'মহিলা' কিন্তু এখন পর্যন্ত দেখাইতে পারে নাই এস্কিমো কোথা য় তাকে 'অপমান' করেছে।
আমি এখানে শিবিরিয় ষড়যন্ত্রের আলামত পাচ্ছি!
২২| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৭
এস্কিমো বলেছেন: এখন কি দয়া করে পোস্টটা এডিট করে আমার নিকটা বাদ দেবেন। দিলে খুশী হতাম।
২৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৮
কাজী এবি..মনসুর বলেছেন: আপনি সবাইকে এই রকম ভুয়া হুমকি দেন। কিছুক্ষণ আগে অহনা আপুকে হুমকি দিলেন "নতুবা ব্যক্তি আক্রমনের জন্যে আপনার নামে অভিযোগ করা হবে।" এখন আমাকে হুমকি দিচ্ছেন। ব্লগ পরিপন্থী কার্যকলাপের দায়ে আপনাকে ১০ দিন ব্যান করেছিলেন কর্তৃপক্ষ। এত তাড়াতাড়ি ভুলে গেলেন?
২৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২২
কাজী এবি..মনসুর বলেছেন: পোস্ট এডিট করার কথা বলে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। ভুলেও তেমন কিছু করবেন না @অহনা আপু
২৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৫
আরিফুর রহমান বলেছেন: মনসুর মিয়া, কুমন্ত্রনা দিয়া তোমার কি লাভ?
২৬| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৩১
হনলুলু বলেছেন: লেখক বলেছেন : ''হনলুলুর মতো নোংরা চিন্তার মন্তব্যকারীকে ব্লগে স্থান দেওয়ায় আমার সন্দেহ হয় সা.ইন কর্তৃপক্ষ আদৌ কোনও মডারেশন বা অবজারভেশন করেন কি না। ''...............
..............................................................................................
যাকে নিয়ে মন্তব্য করায় আপনি এ কথা বলছেন তার সম্পর্কে আপনি কতটুকু জানেন?
আপ্নি কী জানেন তার আসল চেহারা?
নিচের লিংকে তার সম্পর্কে ইউটুর মন্তব্য দেখুন।
Click This Link
এধরনের মানুষদের প্রতি শ্রদ্ধাবোধ দেখানোও একটা ক্রাইম।
আর এখানে এস্কিমো কোথা থেকে আসলো তার কিছুই বুঝতে পারলাম না।
আজ এক হনলুলু অন্যের দ্বিমুখী পরিচয় দেখে তার সম্পর্কে কবিতা লিখলে আপনার কাছে তা অশ্লীল মনে হয়, কিন্তু ছাগু যখন বলে মুক্তিযোদ্ধারা ধর্ষক তখন তা আপনার কাছে অশ্লীল মনে হয়না।
এই আপনারাই রাজাকারদের বিরুদ্ধে যখন এস্কিমো , রাশেদরা লড়তে থাকে তখন লগ অফ করে মজা দেখেন।
আর আজকে এসেছেন সুশীল গিরি দেখাতে.......
আপনাকে কোথায় কিভাবে অপমান করেছি তার প্রমান দেখান।
আগে সবার সম্পর্কে জানুন, দেখুন ...... তারপর কারো সমালোচনা করুন......
আর নোংরা মন.................. কুকুরকে কুকুর বললে যদি তা নোংরা মনের পরিচয় হয় তবে হনলুলু তা বলবেই.......
তা কারো ভালো লাগুক বা না লাগুক তাতে তার কিছুই যায় আসে না..........
সুশীলদের দৌড় কতটুকু তা আমার জানা আছে..............
২৭| ১৬ ই এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪০
নীল েঢউ বলেছেন: কি বলছেন এসব ভদ্রমহিলা????
২৮| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৫
কপোতাক্ষ বলেছেন: অহনা আপু কে ধন্যবাদ এমন একটা পোষ্ট লেখার জন্য। আমি এই ব্লগে আসার পর নতুন কিছু শব্দ শিখেছি যা আগে জানা ছিল না। একশ্রেণীর চেতনাধারীরা এখানে শুধু গালাগালীর নামে গলাবাজী করে।
২৯| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫২
রন্টি চৌধুরী বলেছেন: ভেরি ভেরি ইন্টারেসটিং.......
৩০| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৪
আতিকুল ইসলাম বলেছেন: নীল ঢেউ এবং রন্টি চৌধুরীর মাঝামাঝি সময়ে আরও একজনের মন্তব্য ছিল ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭.০৬ মিনিটে। ম্যাডামের মনে হয় পছন্দ হয় নাই। তাই মন্তব্যকারীর মুন্ডু নিপাত করেছে।
৩১| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৮:০০
হ্যারি সেলডন বলেছেন: অহনা, এস্কিমোভাইয়ের বিরুদ্ধে যা বলেছেন সেটার প্রমাণ দেন। নাহয় আপনি এস্কিমোভাইয়ের নাম পোস্ট থ্বেকে এডিট করে বাদ দেন।
আপনার পোস্টগুলো দেখে খুব শ্লীল মনে হলনা।
৩২| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮
মুহিব বলেছেন: যদিও একটু আধটু রসের আলাপ আমার ভালই লাগে তারপরও বলব ব্লগহোক সৃজনশীলতার সেরা প্রয়াস।
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫১
অহনা বলেছেন: রস মানেই আদিরস নয়। অশ্লীল নয়।
৩৩| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫০
বুমবুম বলেছেন: অহনা আপনার কথার স্বপক্ষে কোন প্রমান তো দেখালেন না।প্রমান থাকলে সেটা সহ অভিযোগ করেন।অযথা ডায়লগ দিয়ে গোলমাল পাকানোর চেষ্টা না করাই ভাল।
৩৪| ১৬ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৪
হনলুলু বলেছেন: ভালৈ খেল দ্যাখাইলেন।
গন্ডুর মন্তব্যডা মাজখান থাইকা ডিলিট মার্লেন..............
হনলুলুরে নিয়া আর এক্টা নতুন পুস্ট দিয়া কী মনে কইরা আবার তা মুইছাও দিলেন................
এস্কিমোর নামে উল্টাপাল্টা বৈলা এক্টু পরেই আবার কন............. ভুল হইয়া গেছে......... বুঝিনাই..........
এই পুষ্টের শ্যাষ পরিনতি দ্যাখনের লাইগা রাইখা দিলাম.........
১৭ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৬
অহনা বলেছেন: নতুন পোস্টটি অনেককে মিসগাইড করেছে। হনলুলুর বক্তব্য এবং আমার বক্তব্য ব্লগে লিখার অভিজ্ঞতা কম থাকায় স্পষ্টকরে,বিভাজিতরূপে বুঝাতে পারিনি। নীলঢেউর মন্তব্য থেকে সেটা যখন বুঝলাম তখন ডিলিট না করে উপায় ছিল না।
সবপ্রশ্নের যথাযথ উত্তর পাবেন তার আগে ব্লগে লিখার এবং এডিট করার যাবতীয়কৌশলগুলো আগে জেনে নিই! তারপর।
৩৫| ১৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ঠিক কৈছেন হনলুলু।
৩৬| ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৪
হুমায়ুন বলেছেন: অশ্লীলতাকে প্রশয় দেয়া ঠিক না। লেখার বিষয় অত্যন্ত যত্নবান হওয়া উচিত।
৩৭| ১৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৯
মুহিব বলেছেন: রস বলতে আদিরসই বুঝাইছি। কলেজ লাইফে তো ......... ............. এখন বয়স হইছে। তাই আর ..............
৩৮| ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৩
নাহিদ মাহমুদ বলেছেন: কারো নামে কিছু বলার আগে প্রমান টা রেডি রেখে তারপর বলবেন। তা না হলে আপু আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন।
৩৯| ১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:২৪
নাহিদ মাহমুদ বলেছেন: +
৪০| ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:২৫
আহমাদ মুজতবা বলেছেন: কি সমস্যা আপু খুলে বলবেন?
৪১| ১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৪
আরিফ থেকে আনা বলেছেন: কারো নাম উল্লেখ করার আগে প্রমান সহ উল্লেখ করলে ভাল হয়, নয়তো নাম ই উল্লেখ করবেন না। বলবেন ' কতিপয় ব্লগার "
৪২| ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০০
এরশাদ বাদশা বলেছেন: আপনার প্রতিবাদের ভাষাকে শ্লীল মনে হয়নি মোটেও। তবুও যা বলতে চেয়েছেন, তার মর্মার্থ এই; ব্লগে অহেতুক, ব্যাক্তিগত আক্রমন বন্ধ হোক, সুস্থ ব্লগ চর্চার স্বার্থে এর সাথে একমত আমি।
৪৩| ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩২
স্বাধীন জামিল বলেছেন: ম্যডাম ঠিকই বলেছেন।
এইসব অশ্লিল লেখকদের ধরে এনে পচা পুকুরে চুবাতে হবে।
তবে যদি একটু শান্তি আসে.....
৪৪| ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৭
সুধী বলেছেন: আপনার অভিযোগ সত্য।
অনেককেই ঐ সব অসুস্থ মানুষদের শিকার হতে হয়।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
৪৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
ভক্কডা বলেছেন: আমার ক্যান জানি মনে অইবার লাগছে স্যারই জানু, জানুই স্যার। অহনা, তুমি কি স্যারের ....... ভালো ভালো। ছিলিল মাইয়ার ( না পোলা, কেডায় কইব?) অছিলিলতা লইয়া পুস্ট
২৮ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
অহনা বলেছেন: ভক্কডার সন্দেহ বাতিক জয় হোক!
স্যার লইয়া কুচ্ছিত মন্তব্য যারা করে তাগোর মারে লইয়া কুচ্ছিত মন্তব্য করমু, দেখমু হেসুম কেমন লাগে...
৪৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++
Free Bangladesh travel guide
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৪
আরিফুর রহমান বলেছেন: কি ব্যাপার আপনাকে কে কি বলেছে, এতো রেগে আছেন কেনো?