![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা, আমি তোমাকে শিখিয়েছি, কিভাবে প্রজাপতির মত উড়তে হয়। বদ্ধ পুকুরে কিভাবে ছোট্ট হাতে কঙ্কর চালতে হয়। কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয়। বাবার কোলে বসে কিভাবে চুপিচুপি গল্প শুনতে হয়। বাবার হাত ধরে কেমনে ছোট্ট পায়ে রাস্তার ধারে হাটতে হয়। তুমি আমাকে ব্যাকুল চোখে তালাশ করছো কিন্তু পাচ্ছো না। বাবা তোমার হতভাগা পিতাকে মাফ করে দিও। তোমাকে আমাকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন গড়ব বলেই এই দুরে পালিয়ে থাকা।
ঢাকা ইডেনের উল্টা দিকের ফুটপাত ঘেষে প্রেমিক-প্রেমিকাদের পরশ সান্ধ্য মাধবিকে মুগ্ধ করে।
প্রতি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরতে এসব পাগলদের আধারের মাঝে হালকা আলোয় পথচারিরা দেখে। আমিও বাদ যাব কেনো?
অনেক যুটিকে দেখি এতটা নিবিড়ভাবে যে, এরা ভিনগ্রহের প্রাণ। পাশ দিয়ে শত লোকের পদধ্বনি লজ্জিত ঢংয়ে চলে যায়। কিন্তু তারা বিন্দুমাত্র নড়েচড়ে না।
অনন্ত প্রেমের হাওয়ায় এরা স্বর্গের মাঝে ঘুরপাক খায়।
তাই বলা যায় এটা 'স্বর্গীয় ফুটপাত'।
তবে হ্যা, লজ্জাটা পথিকের পদতলে প্রতিনিয়ত ধর্ষিত হয়।
তবুও প্রেম বলে কথা!
একটি ঘটনা!
প্রেমিকাকে প্রেমিকের বুকের মাঝে লুকিয়ে থাকতে নিত্য দেখি। তবে কাল সন্ধ্যায় ব্যতিক্রম দেখলাম।
প্রেমিক লুকিয়েছে প্রেমিকার বুকে। ক্ষণিকের তরে আমার তৃষ্ণার্ত চোখ আটকে গেলো।
আহ! কতটা সুখে। কে রুখে?
ওগো পথচারী ব্যথিত স্বামীগণ!
তোমরা এ প্রেম শিখে নাও।
গৃহে ফিরে অনন্তসুখে মিলে যাও।
আর বাকিরা.....
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩
আধার আমি বলেছেন: এটা ভুল কথা ভাইয়া, সমাজে এখনো পশু আর মানুষ কথা আছে। ভালোর মাঝেই অনেক প্রশান্তি।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১
বর্নিল বলেছেন: সব নষ্টদের অধিকারে
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২
আধার আমি বলেছেন: হুম, আসলেই যেনো তাইই। ধন্যবাদ ভাইয়া।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বাঙ্গালী ফ্রি পাইলে যে আলকাতরাও খায় এটা বুঝানোর কোনো দরকার ছিল না।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১
আধার আমি বলেছেন: একটা সমাজের প্রতিচ্ছবি এটা ভাই। যে সমাজ সচেতন নাগরিক চায় না।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬
বাংলার জামিনদার বলেছেন: যা পায়, সে খায়। আর যে পায়না, তার তো পোড়া কপাল।
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩
আধার আমি বলেছেন: পোড়া কপাল কেনো ভাইয়া? যারা পায় না তারা আরো সুন্দর জীবন কাটাক এই প্রত্যাশা, আর যারা অনৈতিকতায় জড়ানো তারাও ফিরে আসুক।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬
সার্ভেয়ার/আমিন সাব বলেছেন: @আধার আমি ---- আপনি শুধু ভালো দিকটাই দেখলেন, খারাপটা কি চোখে পড়ে না, এগুলো নষ্টামী নয় কি ??????
২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
আধার আমি বলেছেন: ভাইয়া আমার তবে... কথার মাঝে সব লুকিয়ে আছে। ধন্যবাদ ভাইয়া
৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
এগুলো ভালোবাসা নয়, হালকা সেক্স
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০
আধার আমি বলেছেন: হুম তবে ফুটপাতে এগুলো বেমানানা ভাই।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
বিপরীত বাক বলেছেন: তবুও প্রেম বলে কথা!
আহ! কতটা সুখে। কে রুখে?
২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩১
আধার আমি বলেছেন: হুম প্রেম বলে কথা, আসলে সব বৃথা। ফুটপাতের এই দিন, বেকারকে করে ঋণ। জীবন হয় মাদকে বিলীন।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮
বিপরীত বাক বলেছেন: প্রেমের মত প্রেম হলে মাদক তার ধারে কাছেও আসবে না।। প্রকৃত প্রেম বৃথা যায় না।।
আর যা একটু সেন্সরড ব্যাপার স্যাপার আছে সেটা যুগের সাথে তাল মিলিয়ে সময়ের বাস্তবতা মেনে নেয়া।।
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮
আধার আমি বলেছেন: প্রেমের মত প্রেম এখন আর হয়ে উঠে না।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯
আহলান বলেছেন: আফসোস ....ভালো হৈয়া কোন লাভ নাই ...লস আর লস ..