নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আসলে নাবিল জানেনি যে মেয়েটি তাকে পছন্দ করে ।
অথবা করতো ।
তবে আর যাই হোক মেয়েটিও তা বুঝতে দিতনা ।
আট দশটা ছেলের সাথে যেমন ব্যাবহার মিতা ও নাবিলের সাথে ঠিক তেমনই ব্যাবহার করতো ।
স্পেশাল কিছুই ছিলনা ।
তবু মিতার অকারণে গাল লাল হয়ে যাওয়া হাত টা একটু একটু করে কাপতে থাকা ,
এসব উপলব্ধি করা নাবিলের উচিৎ ছিলো ।
কিন্তু নাবিলেরই বা দোষ কি !
ও নিজেও তো ঠিক থাকতে পারেনা মিতার সাথে আলাপনে ।
কথা বলতে পারেনা ঠিক মতো ,ওরো হাত কাপে আর বেশীর ভাগ সময় কথার খেই হারিয়ে ফেলে ।
এভাবেই দিন গুলো কাটতে থাকে ।
কিন্তু আর ভালো লাগেনা ।
নাবিল কে ছাড়া মিতার ভালো লাগেনা ।
নাবিলেরো না ।
এক কাপ কফি নিয়ে জানালায় দাড়িয়ে বৃষ্টি দেখছে মিতা ,
এ মুহূর্তে নাবিল কি করছে জানেনা সে ।
ফোন নাম্বারটায় ফোন দিতে সাহস হয়না মিতার।
নাবিল বোকাটার কারণে মিতার কষ্টের দিনের শেষ নেই ।
তবু মিতা অপেক্ষা করে যায় ।
হয়তো একদিন নাবিল বলবে ,
আর নয়তো মিতাই শেষ সময়টা শেষ হবার আগেই বলবে নাবিল কে সে ভালোবাসে ।
মিতার খারাপ লাগেনা দিন গুনতে ,
কারণ সে জানে নাবিল তারই ।
মিতা স্বপ্নে জেনেছে তা ।
আর মিতা স্বপ্ন খুব কম দেখে ,
আর যা দেখে তা সে মনে প্রাণে বিশ্বাস করে ।
©somewhere in net ltd.