নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
হুম মুড়ি খাও !
কেনো মুড়ি খাবো কেনো ?
আমাকে ভালোবাসতে না পারো ,
অন্তত মুড়িতো খেতে পারো !
আমি মুড়ি খেলে তোমার কি আসে যায় ?
আরে মায়াবতী তুমি মুড়ি খাবা আমি সেই শব্দ শুনবো !
আমি সেই শব্দকে ভালোবাসবো !
আর তোমার মুড়ি খাওয়ার শব্দ আমাকে ভালোবাসবে ,
তা তুমি টেরও পাবেনা !
আমি আর তোমার চিবোনোর শব্দ মিলে প্রেম করবো
আর তুমি একুল ওকুল দুকুলই হারাবে !
দেখো এমন উদ্ভট কথা কোথায় পাও তুমি শুভ্র?
পাগল হয়েছো ?
হুম প্রেমে পড়লে ছেলেরা এক আধটু পাগল হয়ই বটে !
তা জানোনা ?
না আমার পাগল পছন্দ না !
আমার কবি পছন্দ !
আমি শুনেছি প্রেমে পড়লে ছেলেরা ভালো কবিতা লেখে !
হুম আমি লিখেছি তো ,
শুনবে ?
হুম !
বলো ?
খুব মায়া তোমার মধ্যে ,
চোখটা কেমন যেনো হৃদপিন্ড ফুটো করে দেয় ।
গলগলিয়ে পড়ে ভালবাসা ।
চুয়ে পড়া ভালবাসা তোমার ঠোঁটে কামড় বসায় ।
সে ভালোবাসার কামড়ে কোনো কামনা থাকেনা ,
থাকে অনেক খানি আবেগ আর স্তব্ধতা ।
মায়াবতী কেমন হলো ?
বাজে কবিতা !
উহু মুড়ি খাও !
না মুড়ি খাবোনা !
কি খাবা ?
ভালোবাসবো !
সত্যি ?
হুম!
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩০
আহসানের ব্লগ বলেছেন: ভাই ভালবাসা তো দূরে থাক কিচ্ছুই নাই ।
ভাই আমাকে কবে দিবে প্রথম পাতায় অনুমতি ? :'(
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
সাদা আকাশ বলেছেন: ভালোই চলছে তাহলে ভালবাসা