নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
কমন জেন্ডারের মানুষদের নিয়ে আপনাদের অনেক বিরুপ মনোভাবে আছে ।
পড়বেন আশাকরি ।
দৃষ্টিকোণ থেকে পেতেও পারেন সঠিক নির্দেশনা ।
উপকূল শব্দটা আমার খুব ভালো লাগে ।
ঠিক কি কারণে ভালো লাগে বুঝতে পারিনি কখোনো ।
শেষ বার যখন আহাদের সাথে সৈকতে গিয়েছিলাম তার পরে মন খারাপ হলেই সেখানে দৌড় দিতাম।
কিছুদিন আগে কোনো একটা কারণে মন খুব খারাপ ছিল ।
তাই আধঘন্টার পথ বেয়ে সৈকতে পা মাড়ালাম ।
একদম নির্জন একটা কোনে বসে বসে ঢেউ গুনছিলাম ।
আশে পাশে দু এক কিলোমিটারে তেমন কেউ ছিলনা ।
মাঝে মাঝে দু একটা যুদ্ধ বিমান মাথার ওপর দিয়ে বিকট শব্দ উড়ে যাচ্ছিল ।
মহড়া চলছিল তখন ।
বেশ কিছুক্ষণ একা বসে থাকার পর উপলব্ধি করলাপ আমার পাশে আরও দুজন আছেন ।
তারা দুজনই কমন জেন্ডারের অন্তর্ভুক্ত ছিলেন ।
এরা বিচে প্রেমিক যুগল হতে চাঁদা তোলেন ।
চাঁদা না পেলে হেনস্থা করেন ।
তবে আমার কাছে কেন এলেন আমি বুঝিনি ।
হঠাত্ ডান পাশের জন প্রশ্ন করলেন "এই তোর কিসের এতো কষ্টরে ?
এভাবে উদাস হয়ে বসে আছিস যে?
আমি অস্বাভাবিক ভাবে হেসে বললাম মন খারাপ থাকলেই কি কেউ প্রকৃতিতে ডুব দিতে আসে ?
বা পাশের জন চুপ ।
আমি আবার অন্যমনষ্ক ।
ডান পাশের জন বললেন ,
"আচ্ছা তবু কেনো যেনো মনে হচ্ছে আপনার মন খারাপ ।"
আমি খুব আশ্চর্য হলাম ।
ভেবে পেলাম না এই কমন জেন্ডারের মানুষ টা কি করে এতো শুদ্ধ এবং সাধারণ মানুষের মতো কথাটা বললো ।
আমি বুঝে ফেললাম মানুষটা অনেকটাই পড়া লেখা করেছেন ।
কতটুকু পড়েছেন আপনি ?
প্রশ্ন করলাম আমি ।
"ক্লাস এইট পর্যন্ত ।
পরে ধরা পড়ে আমি স্বাভাবিক নই তাই আমার যায়গা হয় ওদের সাথে ।"
ওনারা দুজন ফিরে গেলেন ।
আমিও বাড়ির পথে পা বাড়ালাম।
এসেছিলাম বঙ্গোপসাগর সাতরে পার হয়ে ভারত মহাসাগর হয়ে সব গুলো সাগর পাড়ি দিতে ।
ভাবলাম আমার সাথে যা হচ্ছে তার থেকে বেশী অনেক বেশী হয়েছে আরও অনেকের সাথে ।
সান্তনা নিয়ে ফিরে গেলাম নীড়ে ।
©somewhere in net ltd.