নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

একজন মৃত্যপথযাত্রী

০৭ ই মে, ২০১৪ রাত ১১:৪৫

টিপ টিপ বৃষ্টিতে পা টিপে টিপে চলতে হয় ,

প্রকৃতির সাথে তাল মিলাতে হয

আজ থেকে কিছু দিন পরেই হয়তো

আকাশ আর থাকবেনা

জীবনের সাথে তাল মেলাতে না পারার দুঃক্ষটা না হয় প্রকৃতির সাথেই ঘুচে যাক

সে জানে সেও মিশে যাবে প্রকৃতিতে ,

মুছে যাবে তার চিহ্ন ।



সব কটা নদীই তো আর মিশে যেতে পারেনা সমুদ্রে ।

কিছু কিছু নদী কে ঝর্ণা পেরিয়ে

মুরুভূমির মাটিতে মিশে যেতে হয়।

তল হতে বহুতলে ,

আর ভূগর্ভে ।



আকাশ টারও না হয় এমন হবে ।

রোগটার সাথে পাল্লা দিয়ে ওষুধ গুলো কাজ করতে পারছেনা ।



সব ওষুধ প্রতিযোগিতায় টিক থাকতে পারেনা ।

হার মানতে হয় !

প্রকৃতি সব সময় নিরুপায় হয়না এখন আর ।

সেও খাপ খাইয়ে নিয়ে নেয় নিজেকে এন্টিবায়োটিকের সাথে ।

এন্টিবায়োটিক গুলোও আর কাজ করেনা ।



দুদিন হলো ইনফ্লুয়েন্জাটার বয়স ,

নতুন ধরনের ভাইরাসের আক্রমণ

হয়তো কিছুদিনের মধ্যে প্রতিশেধক বেরুবে ,



কিন্তু ততদিনে অনেকের মতই তাকেও বিদায় নিতে হবে ।

বৃষ্টিতে পা টিপে টিপে আকাশ ভাবে ,

এটাই হয়তো তার শেষ বৃষ্টিতে ভেজা ।

আর এটাই হয়তো তার শেষ প্রকৃতির সাথে তাল মেলানো পা টিপে টিপে ।

যেখানে জীবন টা টিপ টিপ করে নিভে যাচ্ছে ,

সেখানে পা টিপে টিপে ভিজতে দোষ কোথায় ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:৪১

সাদা আকাশ বলেছেন: হারানোর ভয় যার নেই তার আর কোন কিছুতেই বাধা মানে না মন.....

০৮ ই মে, ২০১৪ রাত ১২:৫২

আহসানের ব্লগ বলেছেন: ডিয়ার সাদা আকাশ ভাইয়া ,
আপনার মন্তব্যটির উত্তর দিলাম।
লাভ ইউ :)

২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৫

অপ্রতীয়মান বলেছেন: ভিজে যাক, এই বৃষ্টিকে বিদায় জানাবার আগে মন ভিজে যাক। ভিজে যাক মনের তৃষ্ণা, আর দূর হোক ক্লান্তি এই জীবনকে ঘিরে....

১৯ শে মে, ২০১৪ রাত ১:৪২

আহসানের ব্লগ বলেছেন: সাদা আকাশ ভাইয়াকে পাচ্ছিনা ।
খোঁজ জানেন ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.