নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
তুমি হয়তো বর্ষণে এখন ফিরে যাও অতীতে ,
যখন তোমার খেলার সাথী ছিল কাগজের পুতুল ।
আর বৃষ্টির ফোটারা ।
কিন্তু আমি খুব একটা পেছনে কড়া নাড়িনা কিন্তু ।
জানোইতো সমুদ্র নিজেও জানেনা তার কতো গভীরতা ,
আর তাতে কতো শত প্রাণীর আশ্রয় ।
আমি সমুদ্র না হলেও
ব্যাপারটা অযাচিত হলেও সত্য ।
আমি আসলে নিজেও জানিনা কতোটাই চাই তোমাকে ,
আর কতোটাই তোমাকে আশ্রয় দিয়েছে ।
তবে এটাও সত্য ,
আমি মিস করি ,
যদিও তোমার হাতে গড়া কোনো স্মৃতি ছিলনা ।
আর তা ধূসর হবেই কী করে ?
২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সরল মেয়ে বলেছেন: ক্রাশিত জীবন সকলের
২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
আহসানের ব্লগ বলেছেন: লজ্জ্বা পেলুম
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:২৩
আহসানের ব্লগ বলেছেন: লাইফে যে প্রথম ক্রাশটা খাইসিলাম সেইটা মনে কইরা লিখসি ।