নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

বালক বালিকার প্রেম

১৪ ই মে, ২০১৪ রাত ১১:০৬

বালিকা চল ঘাস ফুলে রঙ মাখি



বালিকাঃ পাগল হয়েছো ?

ঘাস ফুলের রঙ এমনিতেই খুব সুন্দর , চল ওদের রঙ মাখি আঙুলে , নখে , ঠোঁটে , আর শিরায় শিরায়



বালকঃ এটাও সম্ভব ?



বালিকাঃ ভালোবাসলে সবই সম্ভব

শুধু তোমার ইচ্ছেটাই এখানে মুখ্য



বালকঃ বারে !

তুমি আবার ভালোবাসতে পারো নাকি ?

ঘাসফুল গুলোর কাছে জিগ্যেস করি ,

গোলাপেরাও হেসে কুটি কুটি হয়

তোমার তো এখোনো সখিদের সাথে লুকুচুরি খেলার বয়স

তুমি কি ভালোবাসবে আমাকে ?



বালিকাঃ হুম তা ঠিক

তবে কোথা থেকে যেনো বালকের জন্য এতোগুলো আবেগ ঠাই নিয়েছে বুকে

চোখের আড়াল হলেই সেখানে কেমন যেনো ফাকা একটা অনুভূতি

আবার একটু একটু ব্যাথাও করে

এমন অবস্থায় ভালো আর না বেসে কী পারি ?



বালকঃ তোমারও এমন অনুভূতি হয় ?

কিন্তু আমি যদি পাল্টে যাই কখোনো !

যদি হারিয়ে যাই ?



বালিকাঃ হুহ বললেই হলো !

হৃদয় ছিড়ে বেঁধেছি তোমায়

চলে যাবে এত্তো সহজ ?

ভালোইতোবাসি ,

ছাড়ছিনা তোমাক !

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:১২

একজন ঘূণপোকা বলেছেন:
বাহ :) :) :)

১৪ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ব্লগার ঘুনোপোকা :)

২| ১৫ ই মে, ২০১৪ রাত ১:৫৭

শফিউল শামু বলেছেন: লাইক লাইক লাইক।।। ;-)

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৩৭

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২১

অপ্রতীয়মান বলেছেন: শেষাংশে বালিকার কথা গুলি সেইরকম হয়েছে।

ছাড়ছেনা আপনাকে ;)

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:০৮

আহসানের ব্লগ বলেছেন: ইয়ে অপ্রতিয়মান ভাইয়া পড়ে গেলুমতো মানিকের চিপায় । ;)

৪| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:১৫

অপ্রতীয়মান বলেছেন: বুঝে শুনে কদম ফেলতে হবে, একটু এদিক সেদিক হলেি বিপদ... ;) :P B-)

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৬

আহসানের ব্লগ বলেছেন: কি অশ্লির রে মাইরি :v

৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: সুন্দর আর মজার!:)

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২৪

আহসানের ব্লগ বলেছেন: সুন্দর আর মজার ধন্যবাদ আপনাকে প্রিয় ব্লগার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.