নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মিস্টার রহমান এবং তার মিসেস এর পয়ত্রিশ বছরের সংসার ।
আই লাভ ইউ শব্দটার সাথে কখোনোই তারা পরিচিত নন ।
বিএ পাস টার পর রহমান সাহেবের বাবা বলেছেন
"খোকা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি ,
তুই মত দে
তুই মত না দিলে আমার সম্মান টুকু থাকবেনা !
আমি কথা দিয়ে রেখেছি "
তারপর রহমান সাহেব হ্যাঁ বলে দিলেন ।
শান্তা নামের মেয়েটি পয়ত্রিশ বছর
আগে মেট্রিক পাস করেছিল ।
তখন একটা মেয়ের জন্য মেট্রিক পাস অনেক কিছু ।
শান্তার দাদা নাতনির বিয়ের জন্য
উঠেপড়ে লাগলেন ।
নাতনি বড় হয়ে যাচ্ছে ,
শান্তা না করতে পারেনি ।
রহমান সাহেবের বাবা পরিবার নিয়ে যখন
শান্তাকে দেখতে আসেন ,
শান্তাকে হাটতে বলেন ,
পায়ের আঙুল গুলোকে দেখে নেন ,
কথা শুনেন লাজুক শান্তার ,
কুরআন তেলাওয়াত টা খুব সুন্দর
ছিল শান্তা ,
তাই ভদ্রলোক শান্তাকেই পছন্দ করেছিলেন রহমান নামের ছেলেটির জন্য ।
শান্তার পছন্দ অপছন্দ কেউ
জানতে চায়নি ।
বিয়ের পর বাসর রাতে গুটি সুটি শান্তা বিছানার এক কোনে বসে ছিল ।
রহমান নামের ছেলেটাও লাজুক
দাড়িযে থাকে বারান্দায় ।
ধিরে ধিরে তাদের দুজনের বন্ধুত্ব
তারপর মৌন প্রেম ,
তারপর একে একে পয়ত্রিশটি বছর
রহমান সাহেব সরকারি ব্যাংকে কর্মরত ।
ঘরে ফিরতে ফিরতে দশটা ,
অফিসটা বড্ড দূরে ।
ছেলে মেয়েদের শাসন
করতে করতে শান্তা পয়ত্রিশ বছর
ধরে প্রতিটি সন্ধ্যা অপেক্ষা করেন
বুকে অজানা শঙ্কা নিয়ে ।
রহমান সাহেব যখন উঠোনে পা রাখেন হাতে বাজারের ব্যাগ নিয় ,
তখন মিসেস রহমানের মুখে ইষত্ হাসি ফুটে উঠে !
কিন্তু সেটা সব সময়ই আড়ালে থেকে যায় ।
তারপর এইতো আর কটা দিন পর রহমান সাহেবের অবসর
এখন রাত তিনটা ,
বৃদ্ধ রাহমান সাহেব ভাবেন এখনকার
ছেলে মেয়েরা নাকি তাদের
ভালোবাসা আই লাভ ইউ বলে প্রকাশ করে ।
কিন্তু এই জীবনটা যার জন্য এতো সুখময় তাকেই বলা হলোনা কিছুই
একটু ওঠানো যাক বৃদ্ধা শান্তাকে
শান্তা ?
এই শান্তা ?
একটু উঠবে ?
শান্তা ঘুমোয়
থাক ঘুমোক ।
সারাদিন এতো খাটা খাটুনি এই
বুড়ো বয়সে ।
রহমান সাহেব শান্তার ঘুম দেখেন,
শান্তা ঘুমে কী স্বপ্ন দেখে তা দেখার
চেষ্টা করতে করতে রহমান সাহেবও ঘুমিয়ে পড়েন ।
হঠাত্ মস্তিষ্কে রক্তক্ষরণ
চিরনিদ্রা ঘুমের মাঝেই ।
বৃদ্ধা শান্তা পরদিন সকালে রহমান
সাহেবের নিথর দেহ দেখে হয়তো অনেক কাঁদবেন
কিন্তু জানবেন না তার স্বামী শেষ তাকে রাতে "আই লাভ ইউ"
বলতে চেয়েছিলেন !
১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২২
আহসানের ব্লগ বলেছেন: পাঁচটা ধন্যবাদ
২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪১
অপ্রতীয়মান বলেছেন: বিয়োগ যুক্ত সমাপ্তি....
এতটা নিষ্ঠুর না হলেও পারতেন.........
১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯
আহসানের ব্লগ বলেছেন: ইয়ে মানে অপ্রতিয়মান ভাইটি আমার ।
কিছু কিছু বিয়োগ যুক্ত লেখা পড়ে মস্তিষ্কে আবেগ যুক্ত হয় ।
তাই ইহা মন্দ নয় ,
অন্য প্রসঙ্গে আসি ,
আপনার কমেন্ট টা মহা কাব্যিক ছিল
৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩
স্বস্তি২০১৩ বলেছেন: পাঁচটা ধন্যবাদ কেন ভাই........... বেশি দিলে কি হত?
১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৭
আহসানের ব্লগ বলেছেন: আমার ধন্যবাদ টা আর পাচ্ছিই না !
আপনার ওয়েলকামটা দিবেন ?
৪| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪
অপ্রতীয়মান বলেছেন: মজা নেন মিয়া
১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪
আহসানের ব্লগ বলেছেন: আপনি তো পোলা মানুষ ,
মজা পামু ?
পাইলে নিতাম
৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮
পৃথিবীর আলো বলেছেন: "তখন মিসেস রহমানের মুখে ইষত্ হাসি ফুটে উঠে " এটাই আসল ভালোবাসা। ভালোবাসি মুখে বলে ভালোবাসা জাহির না করেও সারাজীবন ভালোবাসা যায়। দারুন লিখেছেন ভাই।
১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৫
আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পৃথিবীর আলো।
অনুপ্রাণিত হলাম
৬| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০৬
অপ্রতীয়মান বলেছেন: মিয়া চিন্তা ভাবনা পুরাই গন্ধ হয়ে গেছে আপনের
আংকেল আন্টিরে বলে এর একটা বিহিত করতে হবে
১৭ ই মে, ২০১৪ রাত ১০:০৫
আহসানের ব্লগ বলেছেন: মাই ভাই ।
পুরান কথায় মাটি দেন বস ।
একুলা কাউরে কইতে নাই ।
৭| ২২ শে মে, ২০১৪ সকাল ৭:১৩
সাসুম বলেছেন: সোজা কথা ভাল্লাগছে
২২ শে মে, ২০১৪ সকাল ১১:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া
১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩
আহসানের ব্লগ বলেছেন: সরি খেয়াল করিনি আপনার নাম তো সাসুম।
ভুলে সুমন লিখে ফেলেছিলাম।
৮| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬
মকসুদ মনি বলেছেন: যে ভালবাসা ভেসে ভেসে খেলা করে শাড়ীর আ্ঁচলে
আঙ্গুলের ভাজে আটকে থাকা আঙ্গুলের অনুভবে,
যে ভালবাসা কথা বলে চোখের তারায় অশ্রু ঝিলিকে
সাজিয়ে রাখে জোসনা রাত ঠোঁটের কোনের পূর্ণিমাতে-----
সে ভালবাসায় প্রয়োজন কিসের নতুনকরে সম্ভাসনের।
১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৭
আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামত টা অসাধারণ মনে হলো।
ভালো লাগলো খুব।
৯| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০
মকসুদ মনি বলেছেন: আমার ভালবাসা ভাবনাটি এমনি।
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫
আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন,
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১৮
স্বস্তি২০১৩ বলেছেন: চমৎকার গল্প।