নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মৌণ প্রেম

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০০

মিস্টার রহমান এবং তার মিসেস এর পয়ত্রিশ বছরের সংসার ।



আই লাভ ইউ শব্দটার সাথে কখোনোই তারা পরিচিত নন ।



বিএ পাস টার পর রহমান সাহেবের বাবা বলেছেন

"খোকা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি ,

তুই মত দে

তুই মত না দিলে আমার সম্মান টুকু থাকবেনা !

আমি কথা দিয়ে রেখেছি "



তারপর রহমান সাহেব হ্যাঁ বলে দিলেন ।



শান্তা নামের মেয়েটি পয়ত্রিশ বছর

আগে মেট্রিক পাস করেছিল ।

তখন একটা মেয়ের জন্য মেট্রিক পাস অনেক কিছু ।

শান্তার দাদা নাতনির বিয়ের জন্য

উঠেপড়ে লাগলেন ।

নাতনি বড় হয়ে যাচ্ছে ,

শান্তা না করতে পারেনি ।



রহমান সাহেবের বাবা পরিবার নিয়ে যখন

শান্তাকে দেখতে আসেন ,

শান্তাকে হাটতে বলেন ,

পায়ের আঙুল গুলোকে দেখে নেন ,

কথা শুনেন লাজুক শান্তার ,



কুরআন তেলাওয়াত টা খুব সুন্দর

ছিল শান্তা ,

তাই ভদ্রলোক শান্তাকেই পছন্দ করেছিলেন রহমান নামের ছেলেটির জন্য ।

শান্তার পছন্দ অপছন্দ কেউ

জানতে চায়নি ।



বিয়ের পর বাসর রাতে গুটি সুটি শান্তা বিছানার এক কোনে বসে ছিল ।

রহমান নামের ছেলেটাও লাজুক

দাড়িযে থাকে বারান্দায় ।



ধিরে ধিরে তাদের দুজনের বন্ধুত্ব

তারপর মৌন প্রেম ,

তারপর একে একে পয়ত্রিশটি বছর

রহমান সাহেব সরকারি ব্যাংকে কর্মরত ।

ঘরে ফিরতে ফিরতে দশটা ,

অফিসটা বড্ড দূরে ।



ছেলে মেয়েদের শাসন

করতে করতে শান্তা পয়ত্রিশ বছর

ধরে প্রতিটি সন্ধ্যা অপেক্ষা করেন

বুকে অজানা শঙ্কা নিয়ে ।



রহমান সাহেব যখন উঠোনে পা রাখেন হাতে বাজারের ব্যাগ নিয় ,

তখন মিসেস রহমানের মুখে ইষত্ হাসি ফুটে উঠে !

কিন্তু সেটা সব সময়ই আড়ালে থেকে যায় ।

তারপর এইতো আর কটা দিন পর রহমান সাহেবের অবসর

এখন রাত তিনটা ,



বৃদ্ধ রাহমান সাহেব ভাবেন এখনকার

ছেলে মেয়েরা নাকি তাদের

ভালোবাসা আই লাভ ইউ বলে প্রকাশ করে ।

কিন্তু এই জীবনটা যার জন্য এতো সুখময় তাকেই বলা হলোনা কিছুই

একটু ওঠানো যাক বৃদ্ধা শান্তাকে



শান্তা ?

এই শান্তা ?

একটু উঠবে ?



শান্তা ঘুমোয়



থাক ঘুমোক ।

সারাদিন এতো খাটা খাটুনি এই

বুড়ো বয়সে ।



রহমান সাহেব শান্তার ঘুম দেখেন,

শান্তা ঘুমে কী স্বপ্ন দেখে তা দেখার

চেষ্টা করতে করতে রহমান সাহেবও ঘুমিয়ে পড়েন ।



হঠাত্ মস্তিষ্কে রক্তক্ষরণ

চিরনিদ্রা ঘুমের মাঝেই ।



বৃদ্ধা শান্তা পরদিন সকালে রহমান

সাহেবের নিথর দেহ দেখে হয়তো অনেক কাঁদবেন

কিন্তু জানবেন না তার স্বামী শেষ তাকে রাতে "আই লাভ ইউ"

বলতে চেয়েছিলেন !

মন্তব্য ১৯ টি রেটিং +২/-১

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১৮

স্বস্তি২০১৩ বলেছেন: চমৎকার গল্প।

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:২২

আহসানের ব্লগ বলেছেন: পাঁচটা ধন্যবাদ :)

২| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪১

অপ্রতীয়মান বলেছেন: :( বিয়োগ যুক্ত সমাপ্তি....
এতটা নিষ্ঠুর না হলেও পারতেন.........

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯

আহসানের ব্লগ বলেছেন: ইয়ে মানে অপ্রতিয়মান ভাইটি আমার ।
কিছু কিছু বিয়োগ যুক্ত লেখা পড়ে মস্তিষ্কে আবেগ যুক্ত হয় ।
তাই ইহা মন্দ নয় , :)

অন্য প্রসঙ্গে আসি ,
আপনার কমেন্ট টা মহা কাব্যিক ছিল ;)

৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

স্বস্তি২০১৩ বলেছেন: পাঁচটা ধন্যবাদ কেন ভাই........... বেশি দিলে কি হত?

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৭

আহসানের ব্লগ বলেছেন: আমার ধন্যবাদ টা আর পাচ্ছিই না !
আপনার ওয়েলকামটা দিবেন ? :(

৪| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

অপ্রতীয়মান বলেছেন: মজা নেন মিয়া X(

১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪

আহসানের ব্লগ বলেছেন: আপনি তো পোলা মানুষ ,
মজা পামু ?
পাইলে নিতাম :)

৫| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮

পৃথিবীর আলো বলেছেন: "তখন মিসেস রহমানের মুখে ইষত্ হাসি ফুটে উঠে " এটাই আসল ভালোবাসা। ভালোবাসি মুখে বলে ভালোবাসা জাহির না করেও সারাজীবন ভালোবাসা যায়। দারুন লিখেছেন ভাই।

১৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৫

আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পৃথিবীর আলো। :)
অনুপ্রাণিত হলাম :)

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০৬

অপ্রতীয়মান বলেছেন: মিয়া চিন্তা ভাবনা পুরাই গন্ধ হয়ে গেছে আপনের X(
আংকেল আন্টিরে বলে এর একটা বিহিত করতে হবে ;) B-)

১৭ ই মে, ২০১৪ রাত ১০:০৫

আহসানের ব্লগ বলেছেন: মাই ভাই । :)
পুরান কথায় মাটি দেন বস ।
একুলা কাউরে কইতে নাই । ;)

৭| ২২ শে মে, ২০১৪ সকাল ৭:১৩

সাসুম বলেছেন: সোজা কথা ভাল্লাগছে

২২ শে মে, ২০১৪ সকাল ১১:০৪

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ সুমন ভাইয়া :)

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

আহসানের ব্লগ বলেছেন: সরি খেয়াল করিনি আপনার নাম তো সাসুম।
ভুলে সুমন লিখে ফেলেছিলাম। :(

৮| ১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

মকসুদ মনি বলেছেন: যে ভালবাসা ভেসে ভেসে খেলা করে শাড়ীর আ্ঁচলে
আঙ্গুলের ভাজে আটকে থাকা আঙ্গুলের অনুভবে,
যে ভালবাসা কথা বলে চোখের তারায় অশ্রু ঝিলিকে
সাজিয়ে রাখে জোসনা রাত ঠোঁটের কোনের পূর্ণিমাতে-----
সে ভালবাসায় প্রয়োজন কিসের নতুনকরে সম্ভাসনের।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৭

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামত টা অসাধারণ মনে হলো।
ভালো লাগলো খুব। :-B

৯| ১১ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

মকসুদ মনি বলেছেন: আমার ভালবাসা ভাবনাটি এমনি।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন,
শুভেচ্ছা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.