নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জাপানি অনুকাব্য হাইকু নিয়ে কিছু কথা

১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

শীতের মাঝপথে

রাস্তার কোণে বুড়ো

ষোড়োশী বারান্দায়



#আহসানের_হাইকু



হাইকুর সাথে পরিচিত আমি দু হাজার সাত থেকে ।

হাইকু পৃথিবীর সবচেয়ে ছোটো কাব্য ।

হাইকু শব্দ টি মূলত জাপানি ,

আর এই হাইকুর উতপত্তি জাপান থেকেই ।

হাইকু গঠিত হয় তিনটি লাইনে ,

এখানে কোনো দাড়ি কমা ব্যাবহার হয়না ।

তাই বলা যায় এটি এক লাইনেই গঠিত হয় ।

হাইকুর উদ্দেশ্য লেখক তিনটি লাইনে পাঠকের মনে একটি কল্পচিত্র তুলে ধরেন এবং পাঠক কে কল্পনার রাজ্যে ডুবিয়ে রাখেন ।

দু'হাজার সাতে আমি বিশ থেকে ত্রিশ টা পুরোনো বই ফুটপাত থেকে কিনি ।

সেখানে শ্রদ্ধেয় হাসনাত আব্দুল হাই এর একটা বই খুঁজে পাই যার নাম কিওতো হাইকু ।

এই বইটাতে জাপানি কবিদের কিছু বাংলা অনুদিত হাইকু পাওয়া যায় ।

তারপর থেকেই আমার হাইকু নিয়ে মাথা ব্যথা ।

হাইকুর সব চেয়ে বেশী চর্চা জাপনিদের মাঝেই দেখা যায় ।

এবং তা ধির ধিরে ইউরোপ এবং মার্কিন কবিদের মাঝেও ছড়িয়ে পড়ে ।

জাপনি হাইকু মূলত সতেরটি দলে গঠিত হয় ।

প্রথম লাইনে পাঁচ দ্বিতীয় লাইনে সাত এবং শেষ লাইনে পাঁচ ।

৫ x ৭ x ৫ = ১৭ মোরাস/দল



কিন্তু বাংলা এবং ইংরেজী ভাষা জাপানি ভাষার উচ্চারণের সাথে অবশ্যই খাপ খায় না আর তাই এই সতেরটি মোরাস বা দল ছাড়াই হাইকুর লেখার প্রচলন হয় ।

তবে একটি আদর্শ হাইকু তে প্রত্যক্ষ এবং পরোক্ষো ভাবে ঋতু বৈচিত্রের উল্লেখ থাকতে হবে ।

যেমনটা আমার লেখা হাইকু তে আমি প্রথম লাইনে ঋতু হিসেবে প্রত্যক্ষ শীতকে উল্লেখ করেছি ।

ঠিক সেভাবে আপনি পরোক্ষ ভাবেও উল্লেখ করতে পারেন বিভিন্ন ঋতুতে ফোটা ফুল অথবা প্রাকৃতিক বৈশিষ্ট দিয়ে ।



দেখুন মানুষ ভুলের উর্ধে নয় ।

আমি যতটুকু বই পত্র ঘেটে জেনেছি তাই তুলে ধরলাম ।

আপনি আরও কিছু জেনে থাকলে উপকৃত হব যদি আমাকেও জানান ।



পরিশেষে আপনিও একটু চর্চা করুন তো দেখি ।

কমেন্ট বক্স তো খোলাই আছে ।

দেখি কে কেমন লিখেন । :)



©নাসিমুল আহসান

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৩

নাইমুল ইসলাম বলেছেন: নীল আকাশে চন্দ্র
বিশাল সবুজ মাঠ
েহারিয়েছে সেই ভবঘুরে



কেমন হলো আমার হাইকু?? :)

১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৬

আহসানের ব্লগ বলেছেন: অবশ্যই অসাধারণ :)
দশে ছয় দিলাম আমার পক্ষ থেকে । ;)
এখানে ঋতু বৈচিত্রের উপস্থিতি পাচ্ছিনা ভাইয়া ।
যদি যে কোনো একটা ঋতুর উল্লেখ থাকতো তবে আট দিতাম । ;)

নীল আকাশে চন্দ্র তো সারা বছরই দেখা যায় ।
আর বিশাল সবুজ মাঠ ও ।

নাইমুল ভাইয়া সরাসরি কোনো একটা ঋতু ফুটিয়ে তুলতে হবে ।
তাহলেই দশে নয় । ;)

২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪২

নাইমুল ইসলাম বলেছেন: ঋতুর কথা ভুলে গেছিলাম লেখার সময় #:-S

ধন্যবাদ ভাইয়া এমন একটা পোস্ট দেওয়ার জন্য যেটার মাধ্যমে নতুন কিছু জানলাম এবং শিখলাম :)

১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫০

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক স্বাগতম ।
আর সদা সুস্থতা কামনা করছি আপনার । ;)

৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫১

নীদ্রাহীন বলেছেন:
ভাইডি এইডা কেমন....

----------------------

নিস্তব্ধতা─
হ্রদের গভীরে
উত্তাল মেঘদল।

১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া মনকাড়া একটা হাইকু লিখলেন ।
হৃদয় ছুয়ে নিল :)

৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৭:০৪

এম এ কাশেম বলেছেন: এই ঝুম বর্ষার কালে
বৃষ্টি ভেজা তোমার চুলে
সুবাস ছড়ায় কদম ফুলে।

কেমন হলো ?

১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২০

আহসানের ব্লগ বলেছেন: বাহ বাহ বাহ !
রোমান্টিকজম ;)

৫| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১

বেনিইয়ামিন সিয়াম বলেছেন: কবিতা লিখার অভিজ্ঞতা নেই

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা :)

৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মনের কালি চোখের কোলে
স্বপ্নগুলো দারুণ নিলাজ চৈত্র তাপে
বাসর যেন লখিন্দরের ঘুম।

_এইবার কিছু কইঞ্চেন দেহি!

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭

আহসানের ব্লগ বলেছেন: দশে আট ।
ভাইয়া কে শব্দনীড়েও দেখলাম ।
তাইনা ? ;)

৭| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম,
শব্দনীড়েও কমেন্ট করছি।
সেইটা আবার ফেবুতেও দিছি।

১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা ।
শুভ বিকেল ।
এফবি আইডি লিংকটা দেয়া যাবে কষ্ট করে ভাইয়া ? :)

৮| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:







বর্ষার যৌবনে
ষোড়শী নারী দাড়িয়ে কাঁদামাখা বাড়ির আঙিনায়
বৃষ্টি ফোঁটায় ধুয়ে ফেলে তার সব অভিমান।



একটু চেষ্টা করলাম। কেমন হলো বলবেন।

১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩১

আহসানের ব্লগ বলেছেন: অসাধরণ ।
দশে সাত দেয়া যায় ।
মাঝের লাইন টা আরেকটু ছোটো হলেই আট দেয়া যেত ভাইয়া :)

৯| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৯

সাদরিল বলেছেন: এতো লাইন থাকতে তিন লাইনই কেন নির্ধারিত হলো

১৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

আহসানের ব্লগ বলেছেন: কারণ পৃথিবীর সবচেয়ে ছোটো অনুকাব্যের ধরন তিন লাইনেই হতে হয় ।
আর এটাকেই হাইকু বলে ;)

১০| ২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৪৮

রাইসুল নয়ন বলেছেন: আপনার হাইকুর শেষ লাইন ভাল্লাগছে !

আরও পোস্ট দিয়েন ,পড়তে ইচ্ছা করছে ।।

ভালো থাকবেন ।।

২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৩

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
চেষ্টা করবো । :)
ভাল থাকবেন । :)

১১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০৯

অ্যামফিবিয়্যাস বলেছেন: মজা তো

২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮

আহসানের ব্লগ বলেছেন: ইচ্ছা মত নিয়া নেন ;)

১২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

লিরিকস বলেছেন: +

০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:০০

আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। :)

১৩| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬

তাসরুজ্জামান বাবু বলেছেন: জাক্সটাপোজিশন সম্পর্কে কিছুই বললেন না দেখছি ! অথচ এটাই ছিল সফল হাইকু লেখার আসল মন্ত্র । তা না হলে গরু ছাগলও তো হাইকু লেখবে (৩ লাইন হলেই তো আর হাইকু হয় না, নেটে দেখেছি আজকাল হাইকু লেখার সফটোয়ার হয়েছে !!!) । আর হাইকুতে ঋতু নিয়ে কথা থাকতেই হবে এমনটা কি আদৌ? আমি তো জানতাম যে কোনো টপিক নিয়েই কালজয়ী হাইকু লেখা যায়, জাক্সটাপোজ আর মোরাস ঠিক থাকলেই হল । যাই হোক, আপনার হাইকুটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া । আমিও কিছু হাইকু লিখেছি, তবে ইংরেজিতে । একটা বলি?
The heron’s walking
Secretly, seeing a fish
Catch!!! A net trapped it.
[http://www.poetry.com/poems/570540-Haiku-The-heron-was-walking]

হি হি! কেমন হল ভাইয়া? :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.