নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
শীতের মাঝপথে
রাস্তার কোণে বুড়ো
ষোড়োশী বারান্দায়
#আহসানের_হাইকু
হাইকুর সাথে পরিচিত আমি দু হাজার সাত থেকে ।
হাইকু পৃথিবীর সবচেয়ে ছোটো কাব্য ।
হাইকু শব্দ টি মূলত জাপানি ,
আর এই হাইকুর উতপত্তি জাপান থেকেই ।
হাইকু গঠিত হয় তিনটি লাইনে ,
এখানে কোনো দাড়ি কমা ব্যাবহার হয়না ।
তাই বলা যায় এটি এক লাইনেই গঠিত হয় ।
হাইকুর উদ্দেশ্য লেখক তিনটি লাইনে পাঠকের মনে একটি কল্পচিত্র তুলে ধরেন এবং পাঠক কে কল্পনার রাজ্যে ডুবিয়ে রাখেন ।
দু'হাজার সাতে আমি বিশ থেকে ত্রিশ টা পুরোনো বই ফুটপাত থেকে কিনি ।
সেখানে শ্রদ্ধেয় হাসনাত আব্দুল হাই এর একটা বই খুঁজে পাই যার নাম কিওতো হাইকু ।
এই বইটাতে জাপানি কবিদের কিছু বাংলা অনুদিত হাইকু পাওয়া যায় ।
তারপর থেকেই আমার হাইকু নিয়ে মাথা ব্যথা ।
হাইকুর সব চেয়ে বেশী চর্চা জাপনিদের মাঝেই দেখা যায় ।
এবং তা ধির ধিরে ইউরোপ এবং মার্কিন কবিদের মাঝেও ছড়িয়ে পড়ে ।
জাপনি হাইকু মূলত সতেরটি দলে গঠিত হয় ।
প্রথম লাইনে পাঁচ দ্বিতীয় লাইনে সাত এবং শেষ লাইনে পাঁচ ।
৫ x ৭ x ৫ = ১৭ মোরাস/দল
কিন্তু বাংলা এবং ইংরেজী ভাষা জাপানি ভাষার উচ্চারণের সাথে অবশ্যই খাপ খায় না আর তাই এই সতেরটি মোরাস বা দল ছাড়াই হাইকুর লেখার প্রচলন হয় ।
তবে একটি আদর্শ হাইকু তে প্রত্যক্ষ এবং পরোক্ষো ভাবে ঋতু বৈচিত্রের উল্লেখ থাকতে হবে ।
যেমনটা আমার লেখা হাইকু তে আমি প্রথম লাইনে ঋতু হিসেবে প্রত্যক্ষ শীতকে উল্লেখ করেছি ।
ঠিক সেভাবে আপনি পরোক্ষ ভাবেও উল্লেখ করতে পারেন বিভিন্ন ঋতুতে ফোটা ফুল অথবা প্রাকৃতিক বৈশিষ্ট দিয়ে ।
দেখুন মানুষ ভুলের উর্ধে নয় ।
আমি যতটুকু বই পত্র ঘেটে জেনেছি তাই তুলে ধরলাম ।
আপনি আরও কিছু জেনে থাকলে উপকৃত হব যদি আমাকেও জানান ।
পরিশেষে আপনিও একটু চর্চা করুন তো দেখি ।
কমেন্ট বক্স তো খোলাই আছে ।
দেখি কে কেমন লিখেন ।
©নাসিমুল আহসান
১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৬
আহসানের ব্লগ বলেছেন: অবশ্যই অসাধারণ
দশে ছয় দিলাম আমার পক্ষ থেকে ।
এখানে ঋতু বৈচিত্রের উপস্থিতি পাচ্ছিনা ভাইয়া ।
যদি যে কোনো একটা ঋতুর উল্লেখ থাকতো তবে আট দিতাম ।
নীল আকাশে চন্দ্র তো সারা বছরই দেখা যায় ।
আর বিশাল সবুজ মাঠ ও ।
নাইমুল ভাইয়া সরাসরি কোনো একটা ঋতু ফুটিয়ে তুলতে হবে ।
তাহলেই দশে নয় ।
২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪২
নাইমুল ইসলাম বলেছেন: ঋতুর কথা ভুলে গেছিলাম লেখার সময়
ধন্যবাদ ভাইয়া এমন একটা পোস্ট দেওয়ার জন্য যেটার মাধ্যমে নতুন কিছু জানলাম এবং শিখলাম
১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫০
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক স্বাগতম ।
আর সদা সুস্থতা কামনা করছি আপনার ।
৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫১
নীদ্রাহীন বলেছেন:
ভাইডি এইডা কেমন....
----------------------
নিস্তব্ধতা─
হ্রদের গভীরে
উত্তাল মেঘদল।
১৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪
আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া মনকাড়া একটা হাইকু লিখলেন ।
হৃদয় ছুয়ে নিল
৪| ১৮ ই জুন, ২০১৪ সকাল ৭:০৪
এম এ কাশেম বলেছেন: এই ঝুম বর্ষার কালে
বৃষ্টি ভেজা তোমার চুলে
সুবাস ছড়ায় কদম ফুলে।
কেমন হলো ?
১৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২০
আহসানের ব্লগ বলেছেন: বাহ বাহ বাহ !
রোমান্টিকজম
৫| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪১
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: কবিতা লিখার অভিজ্ঞতা নেই
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮
আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা
৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মনের কালি চোখের কোলে
স্বপ্নগুলো দারুণ নিলাজ চৈত্র তাপে
বাসর যেন লখিন্দরের ঘুম।
_এইবার কিছু কইঞ্চেন দেহি!
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৭
আহসানের ব্লগ বলেছেন: দশে আট ।
ভাইয়া কে শব্দনীড়েও দেখলাম ।
তাইনা ?
৭| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম,
শব্দনীড়েও কমেন্ট করছি।
সেইটা আবার ফেবুতেও দিছি।
১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০
আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা ।
শুভ বিকেল ।
এফবি আইডি লিংকটা দেয়া যাবে কষ্ট করে ভাইয়া ?
৮| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
বর্ষার যৌবনে
ষোড়শী নারী দাড়িয়ে কাঁদামাখা বাড়ির আঙিনায়
বৃষ্টি ফোঁটায় ধুয়ে ফেলে তার সব অভিমান।
একটু চেষ্টা করলাম। কেমন হলো বলবেন।
১৮ ই জুন, ২০১৪ রাত ৮:৩১
আহসানের ব্লগ বলেছেন: অসাধরণ ।
দশে সাত দেয়া যায় ।
মাঝের লাইন টা আরেকটু ছোটো হলেই আট দেয়া যেত ভাইয়া
৯| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৯
সাদরিল বলেছেন: এতো লাইন থাকতে তিন লাইনই কেন নির্ধারিত হলো
১৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৯
আহসানের ব্লগ বলেছেন: কারণ পৃথিবীর সবচেয়ে ছোটো অনুকাব্যের ধরন তিন লাইনেই হতে হয় ।
আর এটাকেই হাইকু বলে
১০| ২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৪৮
রাইসুল নয়ন বলেছেন: আপনার হাইকুর শেষ লাইন ভাল্লাগছে !
আরও পোস্ট দিয়েন ,পড়তে ইচ্ছা করছে ।।
ভালো থাকবেন ।।
২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
চেষ্টা করবো ।
ভাল থাকবেন ।
১১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০৯
অ্যামফিবিয়্যাস বলেছেন: মজা তো
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:২৮
আহসানের ব্লগ বলেছেন: ইচ্ছা মত নিয়া নেন
১২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
লিরিকস বলেছেন: +
০৯ ই জুলাই, ২০১৪ রাত ৩:০০
আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
১৩| ১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৬
তাসরুজ্জামান বাবু বলেছেন: জাক্সটাপোজিশন সম্পর্কে কিছুই বললেন না দেখছি ! অথচ এটাই ছিল সফল হাইকু লেখার আসল মন্ত্র । তা না হলে গরু ছাগলও তো হাইকু লেখবে (৩ লাইন হলেই তো আর হাইকু হয় না, নেটে দেখেছি আজকাল হাইকু লেখার সফটোয়ার হয়েছে !!!) । আর হাইকুতে ঋতু নিয়ে কথা থাকতেই হবে এমনটা কি আদৌ? আমি তো জানতাম যে কোনো টপিক নিয়েই কালজয়ী হাইকু লেখা যায়, জাক্সটাপোজ আর মোরাস ঠিক থাকলেই হল । যাই হোক, আপনার হাইকুটা আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া । আমিও কিছু হাইকু লিখেছি, তবে ইংরেজিতে । একটা বলি?
The heron’s walking
Secretly, seeing a fish
Catch!!! A net trapped it.
[http://www.poetry.com/poems/570540-Haiku-The-heron-was-walking]
হি হি! কেমন হল ভাইয়া?
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৩
নাইমুল ইসলাম বলেছেন: নীল আকাশে চন্দ্র
বিশাল সবুজ মাঠ
েহারিয়েছে সেই ভবঘুরে
কেমন হলো আমার হাইকু??