নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
এই তুই কইথথে আইসত ক কুত্তার বাচ্চা ?
ওই অরে ধইরা বান্ধ বান্দির পুতেরা !
হ ভাই বান্ধাতাসি ।
অই তর নাম কি ?
ভাই আমার নাম শিমুল ।
আমারে আর মাইরেন্না ।
আমি রিকশা চালাই ,
আমার একটা মাত্র রিকশা চুরি হইয়া গেসে তাই এইদিকে আইসি খুঁজতে ।
এই খান** পোলা মিছা কতা কস ক্যান ?
তর বাপের নাম কি ?
দ্যাশ কই ?
ভাই আমি জানিনা বাপের নাম কি ।
যুদ্ধের পরে মায় বড় করসিল মাইনসের বাড়িতে কাম কইরা ।
পাঁচ বছর বয়সে মা মইরা যায় ।
আর কিছু জানিনা ।
ওই এইডা একটা জারজ ।
অরে মাইরা ফালা ।
বাপ মায়ের ঠিকানা নাই ।
অয় চুরি করতে আইসে ,
মিছা কতা কইতাসে অয় ।
অর কোনো রিকশা নাই ।
শিমুলকে গনপিটুনিতে মেরে ফেলা হয় ।
সন্দেহাতিত চোর হিসেবে ,
মৃত্যর পূর্বে সে আধটু পানি পেয়েছিল ।
শুনেছিলাম আল্লাহ ভাল মানুষের মৃত্যর পূর্বে পানির ব্যবস্থা করে দেন ।
শিমুলের মুখে পানি তুলে দিয়েছিলেন রাহেলা ,
নেতা ভাই ।
নেতা ভাই একাত্তরে রাজাকার ছিলেন ,
পাকিস্তান ভেঙে যাওয়ায় আজও উনি ব্যাথিত ।
রাহেলাকেও শারিরিক নির্যাতনের মুখে পড়তে হয় শিমুল কে পানি দেয়ার কারণে ,
গরুর ঘরে রাহেলাকে বেধে রাখা হয় ।
বান্দির বাচ্চা আইজ তর ভাত নাই ।
তুই মাইয়া মানুষ হইয়া অত গুলা বেডার সামনে গিয়া ওই চোরের সামনে গেলি ক্যান ?
আইজ তরে আমি হাসন দিয়া পিডাইয়া রাখতামনা ।
বারটার পর নেতা ভাই ক্লান্ত বোধ করেন বউ পেটানোয় ।
শিমুলের নিথর দেহ পুলিশ এসে নিয়ে যায় ।
রাত একটা ,
ঘুম ঢলে পড়েন নেতা ভাই ।
বাইরে চাঁদ আলো দিচ্ছে ।
কোনো একটা কারণে নেতা ভাইয়ের ঘরে আলো আসেনা ।
নেতা ভাই এসবে ভুক্ষ্রেপ না করেই ঘুমিয়ে পড়েন ।
রাতে একাত্তরের সেই রমনি স্বপ্নে আসে নেতা ভাইয়ের ।
রাজাকার শুওয়েরর বাচ্চা ?
তুই আমার পোলারে মাইরা ফেললি ?
তুই এই আমার ইজ্জ্বত নিসত মনে নাই ?
তর হানাদার বাহিনীর হাতে আমারে তুইলা দিসিলি ভুইলা গেলি ?
শিমুল তর পোলা আছিল ।
নিজের পোলারে মাইরা ফেললি ?
যেই পায়ে তুই আমার পোলার বুকে লাথি দিসত আল্লায় তর ওই পায়ে আর শক্তি দিবনা ।
যেই হাতে তুই আমার পোলারে মারসত তর ওই হাতের সব শক্তি আল্লায় কাইড়া নিক ।
তুই যেই মুখে গালি দিসত আমার চান্দের লাহাইন পোলারে তর ওই মুখে আর রাও থাকবোনা ।
তুই ধুইকা ধুইকা মরবি কুত্তা ।
হঠাত্ ঘুম ভেঙে যায় নেতা ভাইয়ের ।
হাতে পায়ে সাড়া নেই ।
রাহেলাকে ডাকতে গিয়েও পারছেনা সে ।
চাঁদ টা আরও বড় হচ্ছে ,
আলো ভেতরে এসে উপচে পড়ছে ।
সেই আলোয় ভেসে আসে একাত্তরের সেই বিরঙ্গিনার অবয়ব ।
অট্ট হাসিতে ফেটে পড়ে সে ।
যে হাসি নেতা ভাইয়ের কান পর্যন্ত যায়না ।
শুধু অট্টহাসি মাখা অবয়ব টাই নেতা ভাইয়ের চোখে ভেসে আসে ।
©নাসিমুল আহসান
২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৮
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৯
মোঃ ইসহাক খান বলেছেন: বেশ আবেগময়।
শুভেচ্ছা রেখে গেলাম।
২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫০
আহসানের ব্লগ বলেছেন: কতোগুলো ভাইয়া ?
৩| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শী।
২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬
আহসানের ব্লগ বলেছেন:
৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১১:৪২
এম.ডি অভ্র বলেছেন: খুব ভালো লাগল
২৫ শে জুন, ২০১৪ রাত ১২:২৮
আহসানের ব্লগ বলেছেন: খুব ধন্যবাদ
৫| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:১২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অসাধারণ।
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ২৭ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৬
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: গালি টাইপ করতে বিবেকে বাঁধে, কিন্তু এই যে গালাগালি এটা আমাদের সমাজেরই দর্পণ। গতানুগতিক জীবনের অসহিস্নুতা, অসুস্থতা আর অস্থিরতারই বাস্তব অবস্থা।
আমাদের ক্ষয়িষ্ণু সিভিলাইজেশনের রিটার্ন বা ইউটার্ন দরকার।
২৮ শে জুন, ২০১৪ রাত ১২:০৭
আহসানের ব্লগ বলেছেন: আপনার এই গঠনমূলক মতামতে পেয়ে ভাল লাগল !
শুভ কামনা রইলো ভাইয়া
৭| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১:০৮
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: ভাল লাগা রইলো
০৯ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৮
আহসানের ব্লগ বলেছেন:
৮| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪২
রাজিব বলেছেন: মর্মস্পর্শী কষ্টকর গল্প। ভাল লিখেছেন।
১০ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০৫
আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৯
মামুন রশিদ বলেছেন: ভালো লিখেছেন ।