নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

জানি সব মিছে

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

নাহ আমি শেষ রাতে

শেষ ট্রেনে বাড়ি ফিরবনা।

ফিরবনা তোমার গৃহে।

তুমি হয়তো নার্সিসাস কে

অভিশাপ দিয়েছিলে,

দেবি ইকো হয়ে।



তারপর ও কিন্তু আমি আশা বেধেছিলাম,

হয়েছিলাম ভবঘুরে।

হন্যে হয়ে খুঁজেছিলাম তোমায়,

তুমি নাকি শেষ রাতে এখন সেখানে চিঠি পাঠাও।

হাতে নিয়ে নাও অজস্র নীল দেয়াল।



আমি কিন্তু অপেক্ষার পর

চোখ বুঝেছি।

ঘুমিয়েছিলাম অনেক্ষণ।

দেখেছি তুমি নেই।



তবু এখানে মিছে আশ্বাসে,

হাতে কাগজের নৌকো নিয়ে,



তোমায় নিয়ে পাড়ি দেব বলে এপার।



জানি সব মিছে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫১

হাসান মাহবুব বলেছেন: +

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামতেও ;)

২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

মামুন ইসলাম বলেছেন: কবি আরেকটা ভাল কবিটা কখন দিচ্ছেন

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫

আহসানের ব্লগ বলেছেন: এইতো ভাইয়া শুভ কামনা রাখবেন,
আর আপনি ও ভালো থাকবেন। :)

৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১২

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৩

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ,
আপনার অনুপ্রেরণায় মন ভরে গেলো। :) ;)

৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সব কিছু মিছে মনে হয়।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪০

আহসানের ব্লগ বলেছেন: জীবন টা আসলে কেমন যেনো। :(

৫| ১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৩

ডি মুন বলেছেন: " আমি কিন্তু অপেক্ষার পর
চোখ বুঝেছি।
ঘুমিয়েছিলাম অনেক্ষণ।
দেখেছি তুমি নেই।"

আসলেই সবকিছু মিছে। জগতের আদতেই কোনো মানে নেই। মানে নেই কোনো শৈল্পিক অথবা শূন্য জীবনের। তবুও বেঁচে থাকা।

কবিতা ভালোলেগেছে :)

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১১

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ,
আপনার অনুপ্রেরণায় মন ভরে গেলো। :)

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

আহসানের ব্লগ বলেছেন: আর ভাইয়া আপনার মতামতের ধরণ টা কিন্তু ওয়াও। ;)

৬| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

কিছু বিশেষ শব্দ প্রয়োগে কবিতাটা বিশেষভালো লাগার রূপ নিয়েছে।

শুভেচ্ছা, আহসান।।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৮

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো রইলো dear আরজুপনি । :)

৭| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:২৭

জাফরুল মবীন বলেছেন: কবিতায় ভাললাগা আর সেই সাথে আপনাকে নার্সিসাস ফুলের শুভেচ্ছা....

১৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫১

আহসানের ব্লগ বলেছেন: ওয়াও
ধন্যবাদ।
খুব ভালো লাগলো। :) ;) :-B

৮| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২২

মামুন ইসলাম বলেছেন: ভাইয়া কি এ্যডমিনের লোক

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৫

আহসানের ব্লগ বলেছেন: বুঝলাম না ভাইয়া।

৯| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

চড়ুই বলেছেন: ভালোই তবে মাথার উপর দিয়ে গেলো। :| :| :|

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৪০

আহসানের ব্লগ বলেছেন: মাথায়া আরেকটু ওপরে তুলুন পাখি।
তাহলে হয়তো বুঝতে পারবেন ;) :-B

১০| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

ইমিনা বলেছেন: দারুন তো !!!
:) :) :)

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:৩৯

আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ইমিনা। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.