নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আমি পারছিনা বুঝতে,
আসলে পারছিওনা অনেকটা,
তুমি হয়তো সবুজ পাতার অক্সিজেনের
আলোর পাশে বসে বসে ভাবো।
আর আমি হলুদ পাতার দীর্ঘশ্বাসের
সাথে হাত মেলাই।
তবে এটা জানকি?
আমি না হয় চুপ করে চোখ বুজবো,
ভেতরের অনূভুতি গুলোকে অব্যাক্ত
রেখে তোমায় সাজাবো।
হয়তোবা তুমিও এক আধটু জ্বলে উঠে
আমায় ছাই করবে।
আর আমি সেই দিন বুঝবো
আর চুপ করে মরবো।
আবোল তাবোল
© http://www.facebook.com/aminasimulahsan
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬
আহসানের ব্লগ বলেছেন:
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:৩০
অপ্রতীয়মান বলেছেন: এইসব কি আহসান ভাই!!
বিরহে নিজেকে ধ্বংস করার আকুতি দেখি মাথাচাড়া দিয়ে উঠেছে আপনার।
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮
আহসানের ব্লগ বলেছেন: আহসান এখানে নীরব।
জানের ভাউ থ্যানকু :*
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২
লেখোয়াড় বলেছেন:
আবোল তাবোল নাম দিয়েছেন।
কিন্তু লেখাটি আবোল তাবোল নয়। অনেক গভীরের।
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৯
আহসানের ব্লগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
পাঠে ধন্যবাদ।
পুলকিত।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮
মামুন রশিদ বলেছেন: আবোল তাবোল ভাল্লাগছে ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০
আহসানের ব্লগ বলেছেন: মামুন ভাইয়া অনেক শুভ কামনা।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
হাসান মাহবুব বলেছেন: +
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নিয়মিত পাঠক এবং লেখক ব্লাগার।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৪
মামুন ইসলাম বলেছেন: নো বিরহ নো কষ্ট মনকে চাংঙ্গা হাসি খুশি রাখতে হবে কিন্ত আহসান ভাই ।
পোষ্টের জন্য+++++++++++++++++++++
০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
আহসানের ব্লগ বলেছেন: তা তো অবশ্যই ভাইয়া
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩
ইমিনা বলেছেন: আবোল তাবোল নাম দিয়েছেন কেন?
এটা তো এই টাইপের নয়। গভীর ভাবনার কিছু অনুভূতি আছে।
ভালো লেগেছে বেশ
০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
আহসানের ব্লগ বলেছেন: বিনা কারণে মৃত্যর কামনা।
তাই আরকি
আপনাকে অনেক ধন্যবাদ।
আশেষ কৃতগ্যতা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শি ।