নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

মৃত স্নায়ু

১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৫৮

কী সব আলোর পাশে বিমূর্ত আজ,

কিছুক্ষণ বসে ভেবে পাই যদি কিছু।



আবার সেখানে,

আলো গুলোর ডানায়

ঝাপটে পড়ে আবেগ,

আর কিছু উড়ন্ত জীবনের গতি চিহ্ন।



শত ব্যাস্ততায় ভাবনা গুলোর

তবু কোনো ছুটি নেই।

নেই কোনো ক্লান্তির স্নায়ু।



তবু স্নায়ু গুলো মাঝে মাঝে

বরফ হয়ে প্রশান্তের অশান্ত

জলে ভাসে।



আবার তখনো মাঝে মাঝে কেউ

এসে আবগের টানে জড়ায় এখানে।



আর স্নায়ু গুলো প্রশান্তে তার

বিসর্জনে কাঁদে।



© http://www.facebook.com/aminasimulahsan

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:০৪

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ;-)

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৯

সরদার হারুন বলেছেন: আলোর পাশে বিমূর্ত আজ "

বিমূর্ত বলতে বোঝায় কোন একটি মূর্ত বস্তুর খন্ডিত অংশ ।
মনে করি মানুষের একটি খন্ডিত হাত দেখে সমস্ত মানুষকে বুঝতে পারি।

আপনার "আলোর পাশে বিমূর্ত আজ কি ?

বুঝলামনা।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩

আহসানের ব্লগ বলেছেন: ভাইয়া ধন্যবাদ আপনার মতামতের জন্য।
এখানে আলো বলতে কিছু সম্পর্ক কে কে বোঝানো হয়েছে।
আর আমার মন টাও সেখানে পড়ে আছে।
আর ধরে নিলাম আমার মন টা আমার খন্ডিত অংশ।
তাই বিমূর্ত :-)

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো হয়েছে।

ধন্যবাদ, আহসানের ব্লগিং।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাইয়া :-)

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: আর স্নায়ু গুলো প্রশান্তে তার
বিসর্জনে কাঁদে।

এ কান্না আনন্দের ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১২

আহসানের ব্লগ বলেছেন: আসলে তা নয়।
স্নায়ু গুলোর বিশ্রাম শেয়াহ হয় তাই তাদের কান্না। :'(

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

শত ব্যাস্ততায় ভাবনা গুলোর
তবু কোনো ছুটি নেই।
নেই কোনো ক্লান্তির স্নায়ু। দেখবেন প্লিজ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

আহসানের ব্লগ বলেছেন: অশেষ ধন্যবাদ। :-)

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


মৃদুল শ্রাবন এর সাথে সহমত।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

আহসানের ব্লগ বলেছেন: :-)

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :-)

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!!

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১০

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ :-)

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

ইমিনা বলেছেন: বেশ ভালো লাগলো
:) :) :)

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

আহসানের ব্লগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ব্লগার ইমিনা :)

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

বাংলার পাই বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২২

আহসানের ব্লগ বলেছেন: আপনার জন্য ও অনেক অনেক শুভ কেমনা ভাইয়া ;)

১১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫

সুমন কর বলেছেন: শত ব্যাস্ততায় ভাবনা গুলোর
তবু কোনো ছুটি নেই।
নেই কোনো ক্লান্তির স্নায়ু।


সুন্দর হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩

আহসানের ব্লগ বলেছেন: সুমন ভাইয়া আপনেকে শুভেচ্ছা :)

১২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

মামুন ইসলাম বলেছেন: সুন্দর কবিটা ++++++

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

আহসানের ব্লগ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.