নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ফান এন্ড কপিটা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১



আমার কালো ছায়ায়,

আলোয় ভাসাও তুমি।

তবু অন্ধকার আর অস্পৃশ্যতা।



© নাসিমুল আহসান





মন খারাপের দুপুরে আমি

সূর্যটাকে পকেটে পুরি।

অতঃপর তোমাদের ওখানে রাত নামে।



© নাসিমুল আহসান





তোর জন্য পৃথিবীর সব শুভ কমনা।

হুম তোর জন্য।

তোর জন্য আকাশ থেকে কিছু গান ধার এনেছি।

ধার এনেছি কিছু মেঘ।

আয় দেখি কতো পারিস করতে

পথ গুলোকে ধুলো।

আয় দেখি কোনো এক সুপ্রভাতে

আকাশে মেঘ তুলো।



© নাসিমুল আহসান







স্বপ্নের নীলগিরি নিয়ে আমার একটা অনুকাব্য।



এখানে অল্প সল্প প্রেম চলে,

মেঘেদের সাথে,

হ্রদের গভীরে,

নীল আকাশের সাথে,

পাখিদের নীড়ে,

গাছের ডালে,

বেচে থাকে সবুজ পাতায়,

আর হলুদ পাতার উর্বরতায় যা মাটিতে ছড়ায়।



© নাসিমুল আহসান







হঠাৎ যখন জানালায় ঝুপ করে পড়ে কিঞ্চিত শীতল বাতাস।

তখন আমি ভাবি,

কেনো ঝুলে থাকা ফুল হলাম না?

ঘ্রাণ ছড়াতাম,

আর কাংখিত অষ্টাদশীর খোপায় খানিক আশ্রয় পেতাম।



© নাসিমুল আহসান







পিচ গলা তরলে পা পড়েছে ,

পিচ গলা তরল টাও ছাড়ছেনা আমায় ,

আর আমিও পারছিনা ছাড়াতে ।



প্রতিমূহুর্তে পুড়ে ছাই হচ্ছি ।



© নাসিমুল আহসান







তোমার অনাগ্রহের রঙে

আমার দু চোখের ধূসর কুয়াসা ।

তোমার পথের ঘাস ফুলেদের

তীব্র আলোড়ন ।

তুমি কেনো আলতো পায়ে পা মাড়াওনা ।



আমিতো কাশ ফুলে আঙুলে

আদর মেখে নেই ।

সেই আদরে ভিজিয়ে নেই তোমার

খোলা চুল ।



তবে কি তুমি শিহরিত হওনা ?

আর সব কিছুতেই যদি

আবেগ মিশ্রিত দিন গুলোকেই

আশ্রয় দাও ।

তবে আর কেনই বিশাল মহাকালের কাছে মাথানত করা।

জানইতো ছোটো এই জীবন

বয়সটা আর কতোটুকুই বা ?



মহাকালের কাছে যা চোখের পলক ফেলার সমান ।



তাইতো আমি আজ আত্মকেন্দ্রিক ।

দেখো ব্ল্যাক হোলের আকর্ষণের কাছে ,

আমি আজ বিমূর্ত ।



© আত্মকেন্দ্রিক কোন একজন







আমার কিন্তু কোনো আক্ষেপ নেই মায়াবতী ,

তবু অন্ধকারে তোমার নিশ্বাস

টায় কেমন যেন বুক চিড়ে দেয় ।

ভাবি সব কল্পনা ।



কিন্তু কেন যেন আধো ঘুমে আধো জাগরণে সব সত্য মনে হয় ।



ভাবি ঘুম যেন না ভাঙে ,

সত্য টা মিথ্যায় রুপান্তরিত হওযার আগে যেন আমার ভাবনাদের মৃত্য হয় ।



কিন্তু কেন যেন সব আগের মতো চলতে থাকে ।

ক্ষরস্রোতা নদীর সৃষ্ট শব্দের মতো।

যেই নদীতে পাহাড় থেকে দু একটা

কৃষ্ন চূড়ার লাল বৃন্ত

টুপ করে পড়ে,

আর প্রবল বেগে ধাবিত হয় সমুদ্রের মোহনায় ।



আচ্ছা তুমি কৃষ্ন চূড়ার বৃন্ত হওনা কেন অস্পৃশ্য মায়াবতী ?

আর আমিই বা কেন হইনি ক্ষরস্রোতা নদী !



© নাসিমুল আহসান







কিছু হৃদপিন্ড শুধু কাঁদতেই

জানে এবং জানে নিজে কেঁদে অন্যেকে হাসাতে ।



© নাসিমুল আহসান





১০

আধার গুলোর কাব্যিক স্রোত

পেরুতে আর ইচ্ছে হয়না ।

ইচ্ছে হয়না তোমার সামুদ্রিক ঘৃণায়

গা ডুবিয়ে বেচে থাকার ।



সাদা রোদের তীব্র ক্রোধের ও

হয়তো একটা আদর থাকে ।



আর হয়তো রাতের আধারেরও

থাকে স্নেহের স্পর্শ ।



তবুও তোমার ঈষাণ কোনে

আমার নাম দেখা দেয় না ।



© নাসিমুল আহসান





আমার ওয়াল্যাট টা পাচ্ছিনা,

তোমার ভ্যানেটি ব্যাগ টা দিবা? B-)



https://www.facebook.com/aminasimulahsan

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সবগুলো লেখাই অসাধারন । এটা দেখে মজা পেলাম ..


"আমার ওয়াল্যাট টা পাচ্ছিনা,
তোমার ভ্যানেটি ব্যাগ টা দিবা? "

:#)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২

আহসানের ব্লগ বলেছেন: অনেক থ্যাংক্স ভাইয়া :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

আহসানের ব্লগ বলেছেন: মজার ব্যাপার আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে ও আছেন :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৫

অপ্রতীয়মান বলেছেন: সূর্য মামাকে হাপিশ করে দেবার কাজটা তাহলে উনার জন্যেই করেন ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

আহসানের ব্লগ বলেছেন: হুম আমার মন খারাপ হলে সূর্যকে গায়েব করি ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

আহসানের ব্লগ বলেছেন: পাঠে ধন্যবাদ খুব ;)

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

জাফরুল মবীন বলেছেন: বেশ ভাল লাগল। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

আহসানের ব্লগ বলেছেন: অনেক থ্যাংক্স ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.