নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
আজ কিছুই যখন ভাবছিনা,
তবুও তখন
হয়তোবা,
অন্য কখোনো,
হয়তোবা
মহাকালের কাছে,
আবার কখোনো তোমার খোলা চুলে,
বিলি কাটার আগে আমি ভাবি।
শেষ সময় পর্যন্ত কাছে থাকবে কী?
হারাবে কী নীড় হারা পাখির মতো?
নাকি আবার ডানা মেলবে?
নাকি আবার গাইবে?
নাকি আবার আকাশে ডুবাবে চাঁদ?
© নাসিমুল আহসান
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পাঠে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
আহসানের ব্লগ বলেছেন: কবি বললেন ?
লজ্জা পেলুম
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৭
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
আপনার জন্য ও ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: চমৎকার হয়েছে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৩
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ ভাইয়া আর শুভ কামনা
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আর শুভ কামনা
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতার চেয়ে কবিতার শিরোনামটা বেশী ভালো হয়েছে।
নাকি আবার আকাশে ডুবাবে চাঁদ? = জীবনে নিয়ে আসাবে অমানিশার ঘোর আঁধার। আমার কাছে তাই মনে হয়েছে, কবি কি বলেন?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
আহসানের ব্লগ বলেছেন: আমিও প্রশ্ন বোধোক চিহ্ন টা দিতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম দেয়া যায় না মে বি ।
অনেক ধন্যবাদ ভাইয়া
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
আহসানের ব্লগ বলেছেন: হা হা হা ব্যাপারটা আপনি ঠিক ধরেছেন ভাইয়া ,
সে যদি চলে যায় তবে আকাশে চাঁদ ডুববে আর জীবনে দিয়ে যাবে ঘোর আধার । হি হি হি
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২০
নুরএমডিচৌধূরী বলেছেন:
শেষ সময় পর্যন্ত কাছে থাকবে কী?
হারাবে কী নীড় হারা পাখির মতো?
নাকি আবার ডানা মেলবে?
নাকি আবার গাইবে?
নাকি আবার আকাশে ডুবাবে চাঁদ?
----------------------------
অনেক ভয় বুঝি...?
সুন্দর কবিতা
ভাল লাগে জানিয়ে গেলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
আহসানের ব্লগ বলেছেন: আসলে ভয় না কিন্তু কিছু টা অবোধোগম্য ব্যাপার স্যাপার আর কী ।
হুম ধন্যবাদ ভাইয়া খুব ।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১
ইমিনা বলেছেন: শেষ সময় পর্যন্ত কাছে থাকবে কী?
হারাবে কী নীড় হারা পাখির মতো?
নাকি আবার ডানা মেলবে?
নাকি আবার গাইবে?
নাকি আবার আকাশে ডুবাবে চাঁদ?
....................
কেউ আছে যারা হারিয়ে যেতে না চাইলেও তাদের হারিয়ে যেতে হয়। প্রাথর্না করি, সে যেন নীড় হারা পাখির মতো হারিয়ে না যায়।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬
আহসানের ব্লগ বলেছেন: আপনার প্রার্থনা বয়ে আনুক স্বস্তি আমার পানে ।
ধন্যবাদ ব্লগার ইমিনা
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
আহসানের ব্লগ বলেছেন: আপনাকেও অনেক
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
জাফরুল মবীন বলেছেন: কবিতাটি অর্থপূর্ণ ও সুখপাঠ্য হয়েছে কবি
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৬
আহসানের ব্লগ বলেছেন: আপনার মতামত টাও সুখপাঠ্য হয়েছে ভাইয়া
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: মুগ্ধপাঠ +++++++++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১২| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
নুর ইসলাম রফিক বলেছেন: পাখিরা তো ডানা মেলে উড়বেই,
তবে আকাশ কিন্তু একটাই।
হয়তো নীড় বধল হবে
কিন্তু হয়না সঙ্গি বধল।
০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮
আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা । তাই যদি হয় তবে ভালো
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
অগ্নি সারথি বলেছেন: চমৎকার, কবি।