নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার শবদেহ

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫

মধ্য রাতের শেষ আঁধারের ফোটা পড়ে
আমার লাশের ওপর ।

যদিও প্রাণবায়ু কবেই
শূন্যে মিলিয়ে গিয়েছে ।

তবুও শিহরিত হই ।

শেষ রাতের শেষ বাতাস বিন্দু
আমার মৃত শরীরে আদরে বুলায়।

আমি বুঝতে পারি ।
ইন্দ্রিয় গুলো এখোনো সজাগ ।
ভোরের আলো ফোটার অপেক্ষা করছি ।

বাঁশ বনে কারা যেন শিষ দিয়ে ওঠে ,
কালবোশেখী বাতাসে পাতা গুলো বিদ্রোহ করে ।
আওয়াজ তোলে সর্বোচ্চ ।

যদিও আমি মৃত তবুও শুনছি ।

আমি এখন অপেক্ষায় আছি দেখার
আমার হত্যাকারী কে ।

তোমাকে ।


অপেক্ষায় আছি ।

প্রথম প্রকাশঃ
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৩ |

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যাক তার পরেও যে বেচে আছেন , ভাল লিখেছেন । শুভকাণা রইল ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সব সময়।

১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

আহসানের ব্লগ বলেছেন: বাই দ্যা ওয়ে আপনার মতা্মত টা মজার ছিল ;)

২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

জাফরুল মবীন বলেছেন: +

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

আহসানের ব্লগ বলেছেন: অনেক
ধন্যবাদ ভাইয়া।
পোস্ট টা প্লাস দেয়ার জন্য। ;)

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর কবিতা ।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি এখন অপেক্ষায় আছি দেখার
আমার হত্যাকারী কে ।

তোমাকে ।



বেশ ভালো লাগলো কবিতা ! ++

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

আহসানের ব্লগ বলেছেন: অনেন ধন্যবাদ প্রিয় ব্লগার।
মনোযোগ দিয়ে পড়ে প্লাস দেয়ার জন্য।

৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন: নতুন ধাঁচের কবিতা, ভাল লাগল।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগলো।
উতসাহ পাচ্ছি ;) :)

৬| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লাগলো । :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ :)

৭| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লাগল কবিতা। :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ :) :) :)

৮| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।

ভালো থাকবেন :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭

আহসানের ব্লগ বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন। :)

৯| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। মনে হচ্ছিল আমার অনুভুতিগুলো জড়ো করে কবিতায় এঁকে দিয়েছেন।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা।
ভাল লাগলো। :)

১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

ওয়্যারউলফ বলেছেন: "আমি এখন অপেক্ষায় আছি দেখার" - আরও অনেক সুন্দর কবিতার।

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

আহসানের ব্লগ বলেছেন: অবশ্যই চেষ্টা করবো ভাইয়া। :)

১১| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৬

আবু শাকিল বলেছেন: কবিতায় + :)

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

১২| ১৭ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৮

অপ্রতীয়মান বলেছেন: মৃত্যুর পরের অনুভূতিগুলো শিহরিত করলো।

নতুন ধাঁচের কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন নাকি ইদানীং?

কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: আপনাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেলুম । :) ;)

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

আহসানের ব্লগ বলেছেন: যা আসে কলমে তাই লিখি আর কী ভাইয়া । ;)

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

ডি মুন বলেছেন: বিষণ্ণ কবিতায় ভালোলাগা।

কবিকে শুভেচ্ছা।

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯

আহসানের ব্লগ বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.