নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
মধ্য রাতের শেষ আঁধারের ফোটা পড়ে
আমার লাশের ওপর ।
যদিও প্রাণবায়ু কবেই
শূন্যে মিলিয়ে গিয়েছে ।
তবুও শিহরিত হই ।
শেষ রাতের শেষ বাতাস বিন্দু
আমার মৃত শরীরে আদরে বুলায়।
আমি বুঝতে পারি ।
ইন্দ্রিয় গুলো এখোনো সজাগ ।
ভোরের আলো ফোটার অপেক্ষা করছি ।
বাঁশ বনে কারা যেন শিষ দিয়ে ওঠে ,
কালবোশেখী বাতাসে পাতা গুলো বিদ্রোহ করে ।
আওয়াজ তোলে সর্বোচ্চ ।
যদিও আমি মৃত তবুও শুনছি ।
আমি এখন অপেক্ষায় আছি দেখার
আমার হত্যাকারী কে ।
তোমাকে ।
অপেক্ষায় আছি ।
প্রথম প্রকাশঃ
২৮ শে মে, ২০১৪ রাত ১১:৫৩ |
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সব সময়।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮
আহসানের ব্লগ বলেছেন: বাই দ্যা ওয়ে আপনার মতা্মত টা মজার ছিল
২| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০
জাফরুল মবীন বলেছেন: +
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭
আহসানের ব্লগ বলেছেন: অনেক
ধন্যবাদ ভাইয়া।
পোস্ট টা প্লাস দেয়ার জন্য।
৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর কবিতা ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি এখন অপেক্ষায় আছি দেখার
আমার হত্যাকারী কে ।
তোমাকে ।
বেশ ভালো লাগলো কবিতা ! ++
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯
আহসানের ব্লগ বলেছেন: অনেন ধন্যবাদ প্রিয় ব্লগার।
মনোযোগ দিয়ে পড়ে প্লাস দেয়ার জন্য।
৫| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
সুমন কর বলেছেন: নতুন ধাঁচের কবিতা, ভাল লাগল।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০
আহসানের ব্লগ বলেছেন: ভাল লাগলো।
উতসাহ পাচ্ছি
৬| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লাগলো ।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪
নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লাগল কবিতা।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
আহসানের ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।
ভালো থাকবেন
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৭
আহসানের ব্লগ বলেছেন: আপনিও অনেক ভাল থাকবেন।
৯| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩
টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। মনে হচ্ছিল আমার অনুভুতিগুলো জড়ো করে কবিতায় এঁকে দিয়েছেন।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
আহসানের ব্লগ বলেছেন: ও আচ্ছা।
ভাল লাগলো।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
ওয়্যারউলফ বলেছেন: "আমি এখন অপেক্ষায় আছি দেখার" - আরও অনেক সুন্দর কবিতার।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১
আহসানের ব্লগ বলেছেন: অবশ্যই চেষ্টা করবো ভাইয়া।
১১| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৬
আবু শাকিল বলেছেন: কবিতায় +
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৮
অপ্রতীয়মান বলেছেন: মৃত্যুর পরের অনুভূতিগুলো শিহরিত করলো।
নতুন ধাঁচের কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন নাকি ইদানীং?
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬
আহসানের ব্লগ বলেছেন: আপনাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেলুম ।
১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১
আহসানের ব্লগ বলেছেন: যা আসে কলমে তাই লিখি আর কী ভাইয়া ।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩
ডি মুন বলেছেন: বিষণ্ণ কবিতায় ভালোলাগা।
কবিকে শুভেচ্ছা।
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
আহসানের ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যাক তার পরেও যে বেচে আছেন , ভাল লিখেছেন । শুভকাণা রইল ।